লুল্লু গ্যাং

লুল্লু গ্যাং আমাকে খুঁজতে এসো না..নিজেই হারিয়ে যাবে।
ক্লান্ত হইও না মন
তোমাকে অনেক দূর আগাতে হবে
(1)

ইচ্ছাটা তুমি করো সাহায্যটা আল্লাহ করবেন. বিশ্বাসটা তুমি করো পথ আল্লাহ দেখিয়ে দিবেন, ইনশা'আল্লাহ।🤍
09/07/2025

ইচ্ছাটা তুমি করো সাহায্যটা আল্লাহ করবেন. বিশ্বাসটা তুমি করো পথ আল্লাহ দেখিয়ে দিবেন, ইনশা'আল্লাহ।🤍

__তোমার আত্মচিৎকারঅন্যের কাছে শব্দ দূষণ মাত্র
09/07/2025

__তোমার আত্মচিৎকার
অন্যের কাছে শব্দ দূষণ মাত্র

_শুকরিয়াঐ রবের প্রতি যিনি ঘুম নামক মৃত্যু থেকে জাগিয়ে আবার সকাল দেখান!আলহামদুলিল্লাহ.!🤍🌸
09/07/2025

_শুকরিয়া

ঐ রবের প্রতি যিনি ঘুম নামক মৃত্যু থেকে জাগিয়ে আবার সকাল দেখান!
আলহামদুলিল্লাহ.!🤍🌸

জীবন এই দুইটা কথা শিখিয়ে দিয়েছে! প্রথম হলো নিজেকে নিয়ে খুশি থাকা, দ্বিতীয়ত নিজের রব ছাড়া কারো প্রতি কোনো আশা না রাখা।🤍...
09/07/2025

জীবন এই দুইটা কথা শিখিয়ে দিয়েছে! প্রথম হলো নিজেকে নিয়ে খুশি থাকা, দ্বিতীয়ত নিজের রব ছাড়া কারো প্রতি কোনো আশা না রাখা।🤍🌸

08/07/2025

অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষা শুরু হচ্ছে আজ থেকে।

💫 এই দীর্ঘ অনার্স জীবনের শেষ পরীক্ষা সবার জন্য শুভ হোক।

🌸 সকলের জন্য রইল দোয়া ও অশেষ শুভকামনা।

✨ অনার্স লাইফের শেষটা হোক সাফল্য, শান্তি আর আনন্দে ভরা।

ভালোভাবে পরীক্ষা দিন। স্বপ্নগুলো ছুঁয়ে ফেলুন। 🌿

07/07/2025

☁️ বৃষ্টির আগমনী আকাশ 🌧️আকাশের রং বদলাতে শুরু করে ধীরে ধীরে। কিছুক্ষণ আগেও যেখানে ছিল ঝলমলে নীলচে আকাশ, সেখানে এখন একরাশ ধূসর মেঘ জমে উঠেছে। দক্ষিণ দিক থেকে ধেয়ে আসে ঘন মেঘের দল, যেন কেউ আকাশে কালো চাদর টেনে দিয়েছে।বাতাস হয়ে ওঠে ঠান্ডা ও ধোঁয়াটে, যেন প্রকৃতি নিশ্বাস চেপে ধরে আছে। গাছের পাতাগুলো কাঁপতে থাকে – ঠিক কাঁপা নয়, যেন মৃদু চঞ্চলতা! পাখিরা হঠাৎ করেই নীড়ে ফিরে যায়, গরুগুলো গুটি গুটি করে আশ্রয় খোঁজে। দূরে কোনো এক বজ্রচমকের আলো চোখে পড়ে, সঙ্গে মৃদু গর্জনের আওয়াজ – আসছে, বৃষ্টি আসছে!আকাশের এক পাশে সূর্য আরেক শেষবার চেষ্টা করে একটু আলো ছড়াতে, সেই আলো ভেদ করে মেঘের ফাঁক দিয়ে পড়ে ধূসর আলো – এক অদ্ভুত মায়া তৈরি হয়। তখন আকাশকে মনে হয় যেন সে কাঁদতে চায়, কিন্তু এখনো থমকে আছে, অশ্রুর আগে ঠিক সেই মুহূর্তের মতো।গন্ধ আসে – কাঁচা মাটির গন্ধ, বাতাসে ভেসে বেড়ায়। এই গন্ধ, এই নিস্তব্ধতা, এই মেঘের ওড়াউড়ি – সব মিলিয়ে বৃষ্টির আগমুহূর্ত যেন এক অপূর্ব আবেগময় চিত্রকাব্য।

07/07/2025

০৭-০৭-২০২৫ এই তারিখে ও এমন আছে

পরীক্ষার দিন সকালে পড়তে বসবো 🥹
07/07/2025

পরীক্ষার দিন সকালে পড়তে বসবো 🥹

07/07/2025

আপনার যদি মসজিদ কেন্দ্রীক দানের চিন্তা থাকে... আমাদের মসজিদে একটা ব্যাটারি কিনে দিতে পারেন- বিদ্যুৎ গেলেই আজান নাই, লাইট নাই....

শেষ হতে চলেছে অর্নাস জীবন 🙃 বেশি না ৭ বছর লাগলো (২০১৯-২০)
06/07/2025

শেষ হতে চলেছে অর্নাস জীবন 🙃 বেশি না ৭ বছর লাগলো (২০১৯-২০)

ম্যালাদিন পরে গেছিলাম আমাগরে ইস্টিশনে
06/07/2025

ম্যালাদিন পরে গেছিলাম আমাগরে ইস্টিশনে

চইলা গেলুম সবাই ভালা থাইকো......
06/07/2025

চইলা গেলুম সবাই ভালা থাইকো......

Address

PABNA
Pabna

Website

Alerts

Be the first to know and let us send you an email when লুল্লু গ্যাং posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to লুল্লু গ্যাং:

Share