Sheikh Bro

Sheikh Bro আমার জীবন কাহিনী এবং কিছু মানুষের স্টোরি শেয়ার করা আমার কাজ

21/06/2025

আমি একজন ইতালি প্রবাসী। দীর্ঘ ৮ বছর আমার স্ত্রী দেশে আরেকজনের সঙ্গে সম্পর্কে জড়িত। প /র /কী /য়া /র কথা জেনেও আমি কখনো তাকে কিছু বলিনি। এমনকি বোঝার সুযোগটুকুও দিইনি।

দিন শেষে বেতনের টাকাটা এখনো তার একাউন্টে পাঠিয়ে দিই নিয়মিত। শুধু চাই, আমার সংসারটা টিকে থাকুক।

হ্যাঁ, খুব ক /ষ্ট পাই। বুকের ভেতরটা পু /ড়ে ছা 'ই হয়, তবুও মুখে কিছু বলি না। কারণ আমাদের দুটি সন্তান রয়েছে।

শুনতে হয়ত খা /রা /প লাগবে হয়ত, তারাও আমার সন্তান কি না, সে নিয়েও আমার এখন স 'ন্দে 'হ হয়। তবুও জানার চেষ্টা করিনি। হয়তো জানলে স 'হ্য করতে পারব না।

আজও আমি চুপ। আমি জানি, আমার শ্বশুরবাড়ির পরিবার খুব প্র 'ভা 'ব 'শা 'লী। আমাদের মতো মানুষদের গোনায়ও তারা ধরে না। তাদের সামনে আমি যেন একটা....। ওদের বাড়ি গেলে ঠান্ডা কথার খোঁ /চা স 'হ্য করতে হয়। তবুও মুখে হাসি রাখি।

কখনো ভাবি, বাবা-মাকে সব বলি। কিন্তু ওখানেও আমার ঠাঁ 'ই নেই। কারণ, আমার জ 'ন্ম 'টা 'ই যেন তাদের অ 'পছন্দের ফল।

বাবা-মা ভালোবেসে বিয়ে করেছিলেন। তাদের প্রবল ইচ্ছে ছিল, প্রথম সন্তান যেন মেয়ে হয়। কিন্তু আমি জ 'ন্মে 'ছিলাম ছেলে হয়ে। আর সেই কারণে আমাকে আর তারা মেনে নিতে পারেননি। ছোটবেলা থেকেই অনাদরে, অ 'ব 'হে 'লা 'য় বড় হয়েছি। ভালোবাসা ছাড়া বড় হওয়া একটা সন্তান, কাকে গিয়ে কী বলবে?

এখন আমি সব জেনেও চুপ করে থাকি। বিশ্বাস করুন, আমি একটা পা 'থ 'র হয়ে গেছি। আমি কাঁ /দ /তে /ও ভুলে গিয়েছি।

সবকিছুর পরও মানুষটাকে ভালোবাসি, এটাই আমার দূ 'র্ব ল 'তা। আমি আসলে কি করব, কি করা উচিত, কিছুই জানিনা।

নাম প্রকাশে অনিচ্ছুক...

18/06/2025

এই যোদ্ধ আমি শুধু চেয়ারে বসে দেখছি। ইসরায়েল যদি মনে করে আমাকে হত্যা করলে তারা বিজয়ী, এটা তাদের ভুল।
এই যোদ্ধ পরিচালনা করেছে ইরানের যুবকরা এবং তারা অপরাজিত থাকবে। আমাকে হত্যা করলেও ইরানের ক্ষতি হবে না, ইরান নৈতিকতার উপর রয়েছে। ইরান দুনিয়ার কারো গোলামীর করে না!"

-আয়াতুল্লাহ খামেনি।🇮🇷👑

18/06/2025

পাকিস্তানের মানুষ আর ভালো হলো না

16/06/2025

ইনশাল্লাহ আমাদের জয় হবেই ইসরাইলকে আমরা ধ্বং*স করে দিব

14/06/2025

আলহামদুলিল্লাহ

14/06/2025

Thnx vai
13/06/2025

Thnx vai

13/06/2025

13/06/2025

তার ফ্যামিলি সহ ইন্ডিয়া চাকরি ছেড়ে দিয়ে লন্ডেন যাচ্ছিলেন পরিবারের আর কেউ নেই সবাই তাদের জন্য দোয়া করবেন
12/06/2025

তার ফ্যামিলি সহ ইন্ডিয়া চাকরি ছেড়ে দিয়ে লন্ডেন যাচ্ছিলেন পরিবারের আর কেউ নেই সবাই তাদের জন্য দোয়া করবেন

12/06/2025

Wait for Reply

ভারতের আহমেদাবাদ বিমানবন্দরে ২৪২ যাত্রী সহ বিমান বিধ্বস্ত। আজ সকালে লন্ডনগামী এয়ার ইন্ডিয়া ১৭১ ফ্লাইট, যা বোয়িং ৭৮৭ ড...
12/06/2025

ভারতের আহমেদাবাদ বিমানবন্দরে ২৪২ যাত্রী সহ বিমান বিধ্বস্ত।

আজ সকালে লন্ডনগামী এয়ার ইন্ডিয়া ১৭১ ফ্লাইট, যা বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার, আহমদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই মেংঘানি এলাকার একটি নির্মাণাধীন ভবনের ওপর বিধ্বস্ত হয়।

বিমানটিতে ২০০ জনেরও বেশি যাত্রী ও ক্রু সদস্য ছিলেন বলে স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনাস্থলটি শহরের ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Address


Telephone

+8801772172000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sheikh Bro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share