28/07/2023
ঈশ্বরদীতে রেলের জমিতে বালু ব্যবসা
চাটমোহর নিউজঃ ঈশ্বরদীতে রেলের জমিতে বালু ব্যবসাসেতু সংলগ্ন রেলের জমিতে প্রায় দু’যুগ ধরে উত্তোলনকৃত বালুর স্তূপ ক্ষমতাসীন দলের কয়েক নেতা ঈশ্বরদীর পদ্মা নদীর হার্ডিঞ্জ সেতু সংলগ্ন রেলের জমিতে প্রায় দু’যুগ ধরে উত্তোলনকৃত বালুর রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছেন। কৃষি কাজের জন্য লিজ নেওয়া হলেও বালু ব্যবসায় সেই জমি ব্যবহার করা হচ্ছে। ফলে বিশালাকৃতির বালুর পাহাড়ে ঢাকা পড়েছে হার্ডিঞ্জ সেতু ও লালন শাহ সেতু। বালু পরিবহনের জন্য সেতু রক্ষাবাঁধ কেটে রাস্তা তৈরি করে ট্রাক, ড্রামট্রাক, ট্রাক্টরসহ বিভিন্ন যানবাহন চলাচলের ফলে হার্ডিঞ্জ সেতু ও সেতু রক্ষাবাঁধ মারাত্মক হুমকির মুখে পড়েছে। প্রভাবশালী বালু ব্যবসায়ীরা এতই ক্ষমতাধর যে, রেলের জমিতে অবৈধভাবে বালুর স্তূপ করে নানা অসুবিধার সৃষ্টি করে ব্যবসা চালানো হলেও রেল কর্মকর্তারা ব্যবসা বন্ধ করতে পারেনি।...
ঈশ্বরদীতে রেলের জমিতে বালু ব্যবসা চাটমোহর নিউজ ঈশ্বরদীতে রেলের জমিতে বালু ব্যবসাসেতু সংলগ্ন রেলের জমিতে প্রায় .....