CVF TV

CVF TV আমি খবর পড়তে ভাল বাসি,
খবর তৈরী করি,
ভ্রমন করি ও তথ্য আহরণ করি।

জুম্মা মোবারক, পাবনা-৩ চাটমোহরে এমপি চাই,সাবেক সংসদ সদস্য,কে এম আনোয়ারুল ইসলামের বিকল্প নাই।
08/08/2025

জুম্মা মোবারক,
পাবনা-৩
চাটমোহরে এমপি চাই,
সাবেক সংসদ সদস্য,
কে এম আনোয়ারুল ইসলামের বিকল্প নাই।

📍 ভারতীয় এনডিটিভির সাথে সাক্ষাৎকারে ড. মুহম্মদ ইউনুস বলেন:"বাংলাদেশকে যদি কোনভাবে আনস্টেবল করা হয়, তাহলে কেউ স্ট্যাবল ...
13/08/2024

📍 ভারতীয় এনডিটিভির সাথে সাক্ষাৎকারে ড. মুহম্মদ ইউনুস বলেন:

"বাংলাদেশকে যদি কোনভাবে আনস্টেবল করা হয়, তাহলে কেউ স্ট্যাবল থাকবে না। মায়ানমার, ভারত, সেভেন সিস্টার কেউই না।

আর বাংলাদেশ যদি স্থিতিশীল থাকে, তাহলে সবকিছুই স্থিতিশীল থাকবে।"

শেখ মুুজিবের ছবি এবং মুর্তি পাবলিক কেনো নামাচ্ছে, এটা তার মেয়েকে জিজ্ঞেস করেন। উনি কী কী করেছেন, সেটা তিনিই ভালো জানেন।

দেশে যে হানাহানি হচ্ছে, এটা দীর্ঘদিনের জুলুম নির্যাতনের প্রতিক্রিয়াজনিত। শীঘ্রই থেমে যাবে।

** এই বক্তব্যে বুঝা যাচ্ছে উনি কত বড় মাপের আন্তর্জাতিক খেলোয়াড়।

08/08/2024
সবার প্রতি শিমুল বিশ্বাসের  বিশেষ অনুরোধ প্রিয় পাবনা জেলা বিএনপি ও অঙ্গসংগঠন এবং পাবনার সকল উপজেলা পৌর বিএনপির নেতৃবৃন্দ...
05/08/2024

সবার প্রতি শিমুল বিশ্বাসের বিশেষ অনুরোধ

প্রিয় পাবনা জেলা বিএনপি ও অঙ্গসংগঠন এবং পাবনার সকল উপজেলা পৌর বিএনপির নেতৃবৃন্দ সংগ্রামী সালাম নিবেন । আমাদের দেশের আজ বিজয় হয়েছে । এই বিজয়কে ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে থাকতে হবে এবং দেখতে হবে কোন অনুপ্রবেশকারীরা যেনো দেশের সম্পদকে নষ্ট না করে। নিজেকে পাহারাদার হিসেবে নিয়োজিত রাখতে হবে । একই সাথে হিন্দু ধর্মাবলম্বী ভাইদের দিকে খেয়াল রাখতে হবে ও তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে অন্য কোন নামধারী কেউ হামলা চালালে আমাদের বিএনপি নেতাকর্মীদের বুক পেতে দিয়ে হলেও সেটাকে রক্ষা করতে হবে । মনে রাখবেন দেশের সম্পদ মানে আমাদের
সম্পদ,দেশের সম্পদ।
(আমাদের সবার প্রিয়,খুনি হাসিনার আক্রোশে মিথ্যা মামলায় আটক মজলুমনেতা, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের নির্দেশে)

জহুরুল ইসলাম
সাবেক দফতর সম্পাদক
জেলা বিএনপি, পাবনা
তারিখ : ৫ আগস্ট ২০২৪ইং

সারা বাংলাদেশের সব মিষ্টির দোকান খালি হয়ে যাবে. ゚viralシ✅ ✅ ✅ ✅ ゚✅ ゚vira✅ ✅ ✅ ✅ ✅ #বাংলাদেশ
01/08/2024

সারা বাংলাদেশের সব মিষ্টির দোকান খালি হয়ে যাবে. ゚viralシ✅



゚✅
゚vira✅




#বাংলাদেশ

17/07/2024
“মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়, তারাতো ঠিকমতো কথাই বলতে জানেনা"যার দান করা ৬০০ একর জমির উপর আজকের ঢাকা বিশ্ববিদ...
31/03/2024

“মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়, তারাতো ঠিকমতো কথাই বলতে জানেনা"

যার দান করা ৬০০ একর জমির উপর আজকের ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল, বুয়েটের মতো দেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে আছে। অথচ তাঁর মৃত্যুবার্ষিকীতে এইসব প্রতিষ্ঠানে কোন দোয়ার আয়োজন করা হয়নি। করা হয়নি কোনো স্মৃতিচারণামূলক অনুষ্ঠান। অন্যদিকে তৎকালীন সময়ে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাঙালি বিদ্বেষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বিরোধীতার কথা কমবেশি সবারই জানা।

রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় শুধু কঠোরভাবে বিরোধিতা করেই ক্ষান্ত হননি বরং তিনি ব্রিটিশদের সাথে রীতিমতো দেন-দরবার করেছিলেন যাতে ঢাকায় বিশ্ববিদ্যালয় না করা হয়। সেসময় রবীন্দ্রনাথ এক অনুষ্ঠানে দাম্ভিকতার সাথে বলেছিলেন “মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়, তারাতো ঠিকমতো কথাই বলতে জানেনা!” অন্যত্র এক অনুষ্ঠানে এদেশের মানুষকে তীব্রভাবে কটাক্ষ করে রবী ঠাকুর বলেছিলেন “সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছো বাঙালী করে মানুষ করোনি”। অথচ সেই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, মৃত্যুদিন, সাহিত্য উৎসবসহ আরো অনেক আয়োজন ধুমধামের সাথে পালন করা হয়।

আর যে বঙ্গসন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রূপকার সেই নবাব স্যার সলিমুল্লাহকে আজকের শিক্ষার্থীদের অনেকেই চেনাতো দূরের কথা নামটাও জানেনা। আমরা এতোটা অকৃতজ্ঞ যে বলতেও লজ্জা লাগে!
------------------------------সংগৃহীত।

এই প্রহসনের নির্বাচন থেকে সবাই বিরত থাকুন ,, ৭ তারিখের নির্বাচন মানি না মানবো না ,, ভোটকেন্দ্রে যাবে যারা বাংলাদেশের শত্...
06/01/2024

এই প্রহসনের নির্বাচন থেকে সবাই বিরত থাকুন ,, ৭ তারিখের নির্বাচন মানি না মানবো না ,, ভোটকেন্দ্রে যাবে যারা বাংলাদেশের শত্রু তারা ,,, ৭ তারিখ সারাদিন পরিবারকে সময় দিন ,,,।

05/11/2023

শায়েখ কথা গুলো বলায় শ্বৈরাচারের একটু হলেও বোধ শক্তি আসার কথা #টেকব্যাকবাংলাদেশ #বিএনপি

Address

চকউথুলী, চাটমোহর রেল বাজার, চাটমোহর, পাবনা।
Pabna
FAATIHAAYAT2023

Alerts

Be the first to know and let us send you an email when CVF TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share