27/09/2025
সবচেয়ে বড় যুদ্ধে হয় না কোনো রক্তারক্তি, চলে না কোনো মামলা মোকাদ্দমা, থাকে না কোনো সাক্ষী। সবচেয়ে বড় যুদ্ধটা মানুষে মানুষে নয়; নিজের সাথে নিজের।
Me vs Me!
Head vs Heart!
কেউ জানে না, কেউ বোঝে না। নীরবে নিজের সাথেই নিজে যুদ্ধ চালিয়ে যাচ্ছে কত মানুষ...প্রতিনিয়ত!