14/07/2025
আজানের জবাব দেওয়া ওয়াজিব এবং আযানের সময় দোয়া কবুল হয়
নিম্নে আজানের জবাব কিভাবে দিবেন দেওয়া আছে জেনে নিন🙏🏻🙏🏻
মুয়াজ্জিন যখন বলেন:
“আল্লাহু আকবার, আল্লাহু আকবার”
তখন আমরা বলি:
“আল্লাহু আকবার, আল্লাহু আকবার”
“আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ”
উত্তর: “আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ”
“আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ”
উত্তর: “আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ”
“হাইয়া ‘আলাস্ সালাহ” (নামাজে এসো)
উত্তর: “লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ”
(অর্থ: আল্লাহ ছাড়া আর কোনো শক্তি ও ক্ষমতা নেই)
“হাইয়া ‘আলাল ফালাহ” (মুক্তির পথে এসো)
উত্তর: “লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ”
“আল্লাহু আকবার, আল্লাহু আকবার”
উত্তর: “আল্লাহু আকবার, আল্লাহু আকবার”
লা ইলাহা ইল্লাল্লাহ
আজান শেষের পর যে দোয়াটি পড়তে হয়।
বাংলা উচ্চারণ:
আল্লাহুম্মা রব্বা হা-যিহিদ দা‘ওয়াতিত তা-মাহ, ওয়াস্সালাতিল কা-ইমাহ, আ-মুহাম্মাদানিল ওসীলাতা ওয়াল ফাদিলা, ওয়াব্আস্হু মাক্বা-মাহ্মূদানিল্লাযী ওয়া’আদ্তা, ইন্নাকা লা তুখ্লিফুল মী‘আদ।
বাংলা অনুবাদ:
হে আল্লাহ! এই পরিপূর্ণ অনুরোধ এবং সালাতের আব্বা! মুহাম্মদ (সাল্লাল্লাহু অনুভব ওয়াসাল্লাম)-কে ওসীলা (বিপুল মর্যাদা) ও ফাজিলত দান করুন এবং তাঁকে মাকামে মাহমূদ (প্রশংসিত স্থান) এ অধিষ্ঠিত করুন, যার প্রতিশ্রুতি আপনি মুসলিম। নিশ্চয়ই আপনি আপনার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না।