Masud Rana

Masud Rana আমার পরিবারই আমার সব

06/11/2024

একটা দলের মানুষ যেভাবে ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানাচ্ছে,
মনে হচ্ছে তাদের দলের আমেরিকা শাখার সভাপতি প্রেসিডেন্ট হয়েছে,
আর ডোনাল্ড ট্রাম্প এসে তাদের কে বাংলাদেশের ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবে 🤫🤫🤫

বিসমিল্লাহির রাহমানির রাহীমসুখবর সুখবর সুখবর,মাহিম হজ্জ কাফেলা২০২৪ - ২০২৫ সালের জন্য হজ্জ রেজিস্ট্রেশন ও বুকিং চলছে,🟩 সে...
11/01/2024

বিসমিল্লাহির রাহমানির রাহীম
সুখবর সুখবর সুখবর,

মাহিম হজ্জ কাফেলা

২০২৪ - ২০২৫ সালের জন্য হজ্জ রেজিস্ট্রেশন ও বুকিং চলছে,

🟩 সেই সাথে প্রতিমাসে জন্য উমরাহ বুকিং চলছে,
আমরা দিচ্ছি আপনাদের সাধ্যের মধ্যে সর্বনিম্ন টাকায় উমরাহ করার সুবর্ণ সুযোগ সুবিধা

✅ উমরাহ হজ্জের জন্য যাওয়া-আসা সহ ১৪ দিন,
🟩উমরাহ করতে গেলে আমাদের কাছ থেকে আপনারা যে, সুবিধা গুলো পাবেন,
✅ ভিসা টিকিট সহ ১৪ দিনের জন্য থাকা খাওয়া ফ্রী
✅ মসজিদুল হারাম, ( মক্কা শরিফ ) ও মসজিদুল নববী, (মদিনা শরিফ) থেকে মাত্র ৭ থেকে ১০ মিনিট এর দূরত্বে ৩ তারকা মানের হোটেল,
✅ তায়েফ সহ মক্কা ও মদিনায় ইসলামের ঐতিহ্যবাহী স্থান গুলো ঘুরে দেখা,
এগুলো দেখানোর জন্য আপনার সাথে থাকবে অভিজ্ঞ মোয়াল্লেম,

ব্যবসা নয় আল্লাহর ঘরের মেহমানদেরকে সেবাই করাই আমাদের মূল লক্ষ্য

হজ্জ ও উমরাহ করতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন,

মাহিম হজ্জ কাফেলা
মোঃ জেলেম মুন্সি
মোবাইল নং,০১৭১৮ - ৮২৬৮৯০ Imo, WhatsApp

ঠিকানা, পারচিথুলিয়া বাজার, সুজানগর রোড পাবনা

06/01/2024
26/11/2023

ভাই আজকে যারা আলহামদুলিল্লাহ লিখে ফেসবুকে পোস্ট করে গরম করবেন, তারা দয়া করে মেনশন দিয়ে লেখবেন, যে এইচএসসি রেজাল্টের জন্য, নাকি আপনি যার পিছনে নিজের খেয়ে ঘুরেন সে নমিনেশন পেয়েছে সেই জন্য আলহামদুলিল্লাহ লেখলেন,
তাছাড়া আবার ভেবে ভেবে তার পরে লাইক করতে হবে,

17/11/2023

শাইখ আব্দুল রহমান সুদাইসের গাজা ও ফিলিস্তিনের জন্য দোয়া

হে আমাদের ঈশ্বর, বক্তৃতাগুলি দীর্ঘ, যন্ত্রণা তীব্র এবং ফিলিস্তিনের আমাদের ভাইদের জন্য বিষয়টি আরও খারাপ হয়েছে।

হে আল্লাহ, তাদের সমর্থন করুন এবং তাদের বিজয় ত্বরান্বিত করুন

হে পরাক্রমশালী, হে শক্তিমান।

হে আল্লাহ, গাজায় নির্যাতিত আমাদের ভাইদের প্রতি রহম করুন।

হে আল্লাহ, তাদেরকে তাদের সামনে থেকে, তাদের পেছন থেকে, তাদের ডান দিক থেকে, তাদের বাম দিক থেকে এবং তাদের উপর থেকে রক্ষা করুন।

আমরা আপনার মহানুভবতার সাথে ফিরে এসেছি যাতে তারা তাদের নীচে থেকে নিরাপদ থাকে।

হে আল্লাহ, আলেম, বিনয়ী ও শিশু-কিশোরদের প্রতি রহম করুন।

তাদের উপর অনুবাদ প্রেরণ করুন এবং তাদের বিরুদ্ধে সীমালঙ্ঘনকারীদের বিরুদ্ধে তাদের বিজয় দান করুন।

হে পরাক্রমশালী, হে পরাক্রমশালী, হে বিজয়ী শ্রেষ্ঠ, হে ভগ্নদের সাহায্যকারী, হে মরিয়াদের প্রার্থনার জবাবদাতা।

হে আল্লাহ, তারা প্রকৃতপক্ষে নির্যাতিত, তাই সামান্য ব্যতীত তাদের সমর্থন করুন।

তাদের বিষয়গুলি আপনার যত্নে রাখুন, কারণ তারা তাদের দুর্বলতা এবং তাদের সীমিত সম্পদের অভিযোগ করে।

তাদের সমর্থক, সাহায্যকারী এবং দৃশ্যমান সাহায্য হোন।

হে আল্লাহ, আল-আকসা মসজিদকে হেফাজত করুন, কিয়ামত পর্যন্ত এটিকে উঁচু, শক্তিশালী করুন।

হে আল্লাহ, কিতাবের নাযিলকারী, মেঘের সঞ্চারকারী, সত্যকে পরাজিত কর, আগ্রাসী, সীমালঙ্ঘনকারী, দখলদার, নির্মমকে পরাজিত কর। হে পরাক্রমশালী, হে পরাক্রমশালী, তাদের উপর আমাদের বিজয় দান করুন।

আমরা তাদের আপনার কাছে অর্পণ করি কারণ তারা তাদের দুর্বলতা এবং সীমিত সম্পদের অভিযোগ করে।

তাদের সমর্থক, সাহায্যকারী এবং দৃশ্যমান সাহায্য হোন।

হে আল্লাহ, আল-আকসা মসজিদকে হেফাজত করুন, কিয়ামত পর্যন্ত এটিকে সুউচ্চ ও শক্তিশালী করুন।

হে আল্লাহ, কিতাবের নাযিলকারী, মেঘের সঞ্চারকারী, সত্যকে পরাজিত কর, আগ্রাসী, সীমালঙ্ঘনকারী, দখলদার, নির্মমকে পরাজিত কর। হে পরাক্রমশালী, হে পরাক্রমশালী, আমাদেরকে তাদের উপর বিজয় দান করুন।"

Address

Parchithuliya
Pabna
6600

Alerts

Be the first to know and let us send you an email when Masud Rana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Masud Rana:

Share

Category