Mahir Vai

Mahir Vai আমার এই ফেসবুক পেজে ইসলামীক সকল ভিডিও পাবেন, তাই ফেসবুক পেজটিতে লাইক দিন এবং ফলো করুন।

12/01/2025

আলোচনা যেভাবে শুরু হয়,,,,,

আসসালামু আলাইকুম সম্মানিত পাবনাবাসী আপনারা ইতোমধ্যেই অবগত হয়েছেন বাংলাদেশের গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলা...
27/09/2024

আসসালামু আলাইকুম
সম্মানিত পাবনাবাসী আপনারা ইতোমধ্যেই অবগত হয়েছেন বাংলাদেশের গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সাথে মতবিনিময় এবং সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমীরে জামায়াত "ডা.শফিকুর রহমান"

প্রোগ্রাম: মতবিনিময় ও সুধী সমাবেশ।
তারিখ: ২৮-০৯-২৪(শনিবার)
সময়: দুপুর ২:৩০মিনিট
স্থান: পাবনা এডওয়ার্ড কলেজ মাঠ।

উক্ত প্রোগ্রামে পাবনার সর্বস্তরের জনগণকে আমন্ত্রণ জানানো হচ্ছে।

আহবানে
অধ্যাপক আবু তালেব মন্ডল (জেলা আমীর)
এবং
প্রিন্সিপাল ইকবাল হুসাইন (জেলা সেক্রেটারি)।

সুদখোর, ঘুষখোর, চিটার, বাটপার, ক্ষমতা লোভী মানুষ দিয়ে মসজিদ চলে না,,,,,,, নামাজি, তাকওয়াবান ব্যাক্তি দ্বারা কমিটি গঠন ...
05/09/2024

সুদখোর, ঘুষখোর, চিটার, বাটপার, ক্ষমতা লোভী মানুষ দিয়ে মসজিদ চলে না,,,,,,, নামাজি, তাকওয়াবান ব্যাক্তি দ্বারা কমিটি গঠন করুন,,,,,,সমাজ পাল্টে যাবে, ইনশাআল্লাহ,,,,,

অনুরূপভাবে দেশও তাই,,,,, দেশ পাল্টে যাবে ইনশাআল্লাহ

 #আমার সোনার বাংলায়কোটার কোন ঠাঁই নাই,,,, #কোটা না মেধা ...মেধা মেধা .... #কোটা দিয়ে খেলাম বাঁশ,তারপরেও প্রশ্ন ফাঁস। #...
12/07/2024

#আমার সোনার বাংলায়
কোটার কোন ঠাঁই নাই,,,,
#কোটা না মেধা ...
মেধা মেধা ....
#কোটা দিয়ে খেলাম বাঁশ,
তারপরেও প্রশ্ন ফাঁস।
#কোটার কোন ঠাঁই নাই,
কোটা মুক্ত দেশ চাই,,,,

 #ক্ষুদিরাম বসু বলেছিলেন.. লড়ো,না লড়তে পারলে বলো। না বলতে পারলে লেখো, না লিখতে পারলে সঙ্গ দাও।না সঙ্গ দিতে পারলে যারা সঙ...
11/07/2024

#ক্ষুদিরাম বসু বলেছিলেন..

লড়ো,না লড়তে পারলে বলো।
না বলতে পারলে লেখো, না লিখতে পারলে সঙ্গ দাও।না সঙ্গ দিতে পারলে যারা সঙ্গ দিচ্ছে তাদের মনোবল বাড়াও। যদি তাও না পারো, যে পারছে তার মনোবল কমিয়ে দিওনা। কারণ সে তোমার ভাগের লড়াই করছে।

যখন কোটার কারণে ১০০ মধ্যে ৮৬ পেয়ে চাকরি হয়নি, তার আর্তনাদ টা একটু শুনে দেখুন। প্রাথমিকে ৫২ পেয়ে যখন চাকরি হয়। অন্য জনের ৬৩ পেয়ে ভাইবাতে ভাল করেও চাকরি মেলেনি। আমরা সেই মানুষ টার আর্তনাত খুবই কাছে থেকে দেখেছি।

কাজী নজরুল ইসলাম সেই কবিতা মনে পড়ে যায়
আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে?
তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে।

মুহতারাম আবু আব্দুল্লাহ মুহাম্মাদ ভাই, আসসালামু আলাইকুম। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন।সম্প্রতি কিছুদিন যাবত আপনার অনেক...
10/07/2024

মুহতারাম আবু আব্দুল্লাহ মুহাম্মাদ ভাই, আসসালামু আলাইকুম। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন।

সম্প্রতি কিছুদিন যাবত আপনার অনেক ভিডিও সোশাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, যেখানে আপনি সুন্নতি দাড়ি রেখে, পাঞ্জাবি টুপি পরিধান করা অবস্থায় আলেমের বেশ ধরে বিভিন্ন মুভির প্রমোশন করছেন ও সিনামার নায়ক নায়কাদের ব্যাপারে কথা বলে যাচ্ছেন। যেটা শরীইয়ার দৃষ্টিকোণ থেকে সুস্পষ্ট হারাম। প্রতিনিয়ত ওয়াজ মাহফিলকেও বিকৃত করছেন। তাছাড়া আপনার আপত্তিকর বক্তব্যের লিস্টটাও অনেক বড়।

আলেমের বেশ ধরে বলা আপনার কথাবার্তা ও শরিয়া বিরোধী প্রকাশ্য কর্মকাণ্ড একদিকে যেমন সাধারণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে। অপরদিকে কিছু মানুষ আপনার লেবাস দেখে আপনাকে সত্যিকারের আলেম ভেবে বিভ্রান্ত হচ্ছে। আর ইসলাম বিরোধীরা এগুলো নিয়ে প্রতিনিয়তই ট্রল করে বেড়াচ্ছে। শুধু এখানেই শেষ নয়, আপনাকে ও আপনার মত লেবাসধারী ব্যক্তিদেরকে অনুসরণ করে কিছু কিছু মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরাও ভাইরাল হওয়ার জন্য টিকটকে এসমস্ত শরিয়া বিরোধী কর্মকান্ডে লিপ্ত হচ্ছে।

আপনি আলেমের বেশ ধরে সোশাল মিডিয়ায় যেসমস্ত থাবার্তা বলেন, এই সমস্ত কথাবার্তা আলেমদের শানের খেলাফ।

অতএব আপনার নিকট আবেদন হলো। হয়তো আপনি আপনার কন্টেন্টের টপিক পরিবর্তন করে, এই পোষাকের সাথে মানান সই এমন বিষয়ে কথা বলুন। অথবা আপনার কন্টেন্ট টপিক যদি পরিবর্তন না চান, তাহলে আপনার পোষাক পরিবরতন করুন।

যদি এমনটি না করেন, তাহলে সাধারন মুসল্লিদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় ও আলেম সমাজকে মানহানি করায় আমি আপনার ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আপনাকে বারবার ফোন দিয়েও পাইনি তাই আপনাকে মেইল করেছি। পরবর্তীতে যদি বলেন যে, আপনি অথবা আপনার পার্সোনাল সেক্রেটারি আমার মেইলটি দেখতে পাননি তাই এই পাবলিক পোস্টটি করলাম।

বিঃ দ্রঃ একজন মুসলিম ভাই হিসেবে আমি আপনার কল্যাণ চাই। তাই বলে আপনার জন্য আলেম সমাজের মানহানি হবে এটা মেনে নিবোনা।

নিবেদকঃ-
ফয়জুল্লাহ মাহমুদ
পরিচালকঃ আদর্শ মাদ্রাসা মিরপুর ১০

আহ! সোনার বাংলা...  ৩৩ বিসিএস থেকে ৪৬ বিসিএস পর্যন্ত প্রায় সকল বিসিএস বা নন-ক্যাডার পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। অন্তত এক...
07/07/2024

আহ! সোনার বাংলা...

৩৩ বিসিএস থেকে ৪৬ বিসিএস পর্যন্ত প্রায় সকল বিসিএস বা নন-ক্যাডার পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। অন্তত একটা পরিক্ষার বিষয়ে সবার আস্থার জায়গা ছিল, সেটাতেও হুতুম পেঁচার বসবাস!!!

চ্যানেল২৪ এর অনুসন্ধানী রিপোর্টে উঠে এসেছে এই ভয়াবহ তথ্য।

(বিস্তারিত লিংক কমেন্টে)

একটা সিনেমার ট্রেইলার শুরু করা হয় শুধুমাত্র ছাদের একটা ছবি দিয়ে। শুধুমাত্র সাদা একটা ছাদ। আর কিছু না।এক মিনিট যায়, দু...
30/06/2024

একটা সিনেমার ট্রেইলার শুরু করা হয় শুধুমাত্র ছাদের একটা ছবি দিয়ে। শুধুমাত্র সাদা একটা ছাদ। আর কিছু না।

এক মিনিট যায়, দুই মিনিট যায়, তিন মিনিট যায়। কিন্তু স্ক্রিনে কোন পরিবর্তন আসে না। সেই সাদা ছাদ এর ছবি। কোন নড়াচড়া নাই, রঙের পরিবর্তন নাই।

এভাবে ৬ মিনিট পার হয়ে যাওয়ার পর দর্শকদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল। কেউ অভিযোগ করলো, এই মুভি তাদের "মূল্যবান" সময় নষ্ট করছে। কেউ কেউ এতো কিছু না বলে স্রেফ উঠে চলে গেল। একটা সাদা ছাদের স্থিরচিত্র কতক্ষণ আর সহ্য করা যায়?

এরপর হঠাৎ করেই, ক্যামেরাটি ধীরে ধীরে ছাদ থেকে নিচে নামা শুরু করলো। এবং দেখা গেল, ছোট্ট একটা অসুস্থ বাচ্চা বিছানায় শুয়ে আছে। চোখ সেই ছাদের দিকে। স্পাইনাল কর্ডের সমস্যায় ভোগা বাচ্চাটা ঠাঁই তাকিয়ে ছিলো ঐ সাদা ছাদের দিকে।

এরপর ক্যামেরা আবারও উপরে উঠে গেল, আবারও পর্দায় ভেসে উঠলো সেই সাদা ছাদের দৃশ্য।

সিনেমাটি শেষ করার ঠিক আগে আগে দর্শকদের উদ্দেশ্য করে বলা হলো, আমরা মাত্র ৮ মিনিট এই দৃশ্যটা ধৈর্য্য ধরে দেখতে পারি নাই, কেউ অভিযোগ করেছি, কেউ আবার উঠে চলে গেছি। অথচ এই বাচ্চাটাকে তার সারাটা দিন, দৈনিক ২৪ ঘন্টাই এই দৃশ্য দেখেই কাটাতে হয়। অসুস্থতার কারণে সে ঘাড় পর্যন্ত নাড়াতে পারে না, হাঁটা চলা তো দূরের কথা।

যে জীবন আপনি মাত্র ৬ মিনিটের জন্যও যাপন করতে রাজি নন, সেই জীবন একটা শিশুকে যাপন করতে হচ্ছে বছরের পর বছর ধরে।

কাজেই, আল্লাহর কাছে নিজেকে নিয়ে অভিযোগ করার আগে আমাদের উচিত অন্যদের দিকেও একটু তাকানো। খোদার যে করুণা, যে দয়া আর যে রহমতগুলো আমরা নিশ্চিত হিসেবে ধরে নিই, কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলে যাই, সেসব দয়া, বা নিয়ামত না থাকলে আমাদের জীবন কেমন ভয়ঙ্কর হতে পারতো, সেটা নিয়েও কি আমাদের একটু চিন্তা করা উচিত না?

শায়খ সালেহ আল শাইবা আল্লাহ‌র জিম্মায়। তিনি ছিলেন সাহাবি উসমান ইবনে তালহা (রা.) এর ১০৯ তম বংশধর। মক্কা বিজয়ের পর রাসূল ﷺ ...
22/06/2024

শায়খ সালেহ আল শাইবা আল্লাহ‌র জিম্মায়। তিনি ছিলেন সাহাবি উসমান ইবনে তালহা (রা.) এর ১০৯ তম বংশধর। মক্কা বিজয়ের পর রাসূল ﷺ বাইতুল্লাহর চাবি সংরক্ষণের দায়িত্ব যে বংশের উপর বহাল থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি ঐ গোত্রেরই উত্তরাধিকারী। আর কিয়ামত পর্যন্ত এই গোত্রের বংশধরদের হাতেই বাইতুল্লাহ‌র চাবি উত্তরাধিকার সূত্রে সংরক্ষিত থাকবে ইন শা আল্লাহ‌। আল্লাহ‌ ওনাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন।

Address

Demra
Pabna

Alerts

Be the first to know and let us send you an email when Mahir Vai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share