24/07/2025
✍🏽 সূরাতুল ফাতিহা, অর্থ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা। 🤲🏽
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
উচ্চারণ: বিসমিল্লাহির রাহমানির রাহিম।
অনুবাদ: আল্লাহর নামে শুরু করছি যিনি পরম করুণাময়, অসীম দয়ালু।
الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
উচ্চারণ: আলহামদু লিল্লাহি রাব্বিল ‘আলামীন।
অনুবাদ: সব প্রশংসা আল্লাহর, যিনি সমগ্র বিশ্বজগতের প্রতিপালক।
الرَّحْمَٰنِ الرَّحِيمِ
উচ্চারণ: আররাহমানির রাহিম।
অনুবাদ: যিনি পরম করুণাময়, অসীম দয়ালু।
مَالِكِ يَوْمِ الدِّينِ
উচ্চারণ: মালিকি ইয়াওমিদ্দীন।
অনুবাদ: যিনি বিচার দিনের মালিক।
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
উচ্চারণ: ইইয়াকা নাবুদু ওয়া ইইয়াকা নাস্তাঈন।
অনুবাদ: আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য প্রার্থনা করি।
اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ
উচ্চারণ: ইহদিনাস সিরাতাল মুস্তাক্বীম।
অনুবাদ: আমাদেরকে সরল পথ দেখাও।
صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
উচ্চারণ: সিরাতাল্লাযীনা আন‘আমতা আলাইহিম গাইরিল মাগদূবি আলাইহিম ওয়ালা দল্লীন।
অনুবাদ: তাদের পথ, যাদেরকে তুমি অনুগ্রহ করেছ; তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।
সংক্ষিপ্ত ব্যাখ্যা:
1. বিসমিল্লাহির রাহমানির রাহিম – শুরু করি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় ও দয়ালু। এটি মনে করিয়ে দেয় যে, সব কাজ আল্লাহর নাম নিয়েই শুরু করতে হবে।
2. আলহামদু লিল্লাহি রাব্বিল ‘আলামীন – সব প্রশংসা শুধু আল্লাহর জন্য, যিনি সৃষ্টির সবকিছুর প্রতিপালক। আল্লাহ আমাদের জীবন, রিজিক ও সবকিছু দিচ্ছেন, তাই সব ধন্যবাদ তাঁরই প্রাপ্য।
3. আররাহমানির রাহিম – তিনি সবচেয়ে দয়ালু ও রহমতের অধিকারী। আল্লাহর দয়া সবার জন্য, মুসলিম-অমুসলিম সবাই তাঁর দয়া পাচ্ছে।
4. মালিকি ইয়াওমিদ্দীন – আল্লাহ বিচার দিনের মালিক। একদিন আমরা সবাই তাঁর সামনে দাঁড়াব, এবং ভালো-মন্দ কাজের হিসাব হবে।
5. ইইয়াকা নাবুদু ওয়া ইইয়াকা নাস্তাঈন – আমরা একমাত্র তোমার ইবাদত করি, এবং তোমারই সাহায্য চাই। এর মানে, শুধু আল্লাহই আমাদের উপাসনার যোগ্য, আর সাহায্যও শুধু তাঁর কাছেই প্রার্থনা করতে হবে।
6. ইহদিনাস সিরাতাল মুস্তাক্বীম – আমাদেরকে সরল পথ দেখাও। এই দোয়া দিয়ে আমরা আল্লাহর কাছে সঠিক জীবনপথের দিশা চাই।
7. সিরাতাল্লাযীনা আন‘আমতা আলাইহিম গাইরিল মাগদূবি আলাইহিম ওয়ালা দল্লীন – সেই পথ, যাদেরকে তুমি সঠিক পথে চলতে সাহায্য করেছ। গজব প্রাপ্তদের পথ নয় এবং যারা পথ হারিয়েছে তাদের পথ নয়।