Akram Hossain

Akram Hossain বিশ্বাসী হোন এবং বিশ্বাস ছড়িয়ে দিন
পৃথিবীতে আপনার মতো বিশ্বাসীর
অনেক প্রয়োজন।
(4)

তিন মাসের শিশু সন্তান মাইশাকে বাসায় ঘুম পাড়িয়ে রেখে আফসানা দুই তলা থেকে চার তলায় এসেছিল শুদ্ধভাবে কোরআন শিখতে। সামনে রমজ...
26/06/2025

তিন মাসের শিশু সন্তান মাইশাকে বাসায় ঘুম পাড়িয়ে রেখে আফসানা দুই তলা থেকে চার তলায় এসেছিল শুদ্ধভাবে কোরআন শিখতে।

সামনে রমজানে যেন কাজে লাগাতে পারে। অনেকদিন ধরে ভাবে কোথাও যেয়ে শিখবে, বিভিন্ন কারনে হয়ে ওঠেনি। এবার যখন সুইটি আপা খবরটা দিল এই সুযোগ আর ছাড়তে ইচ্ছা হলনা। একই ফ্লাটে এই সুযোগ পাওয়া গেলে কে ছাড়তে চায়...!!

সিজারিয়ান প্যাশেন্ট হওয়ায় চার তলায় উঠতে একটু কষ্ট হল। নির্দিষ্ট রুমে যেয়ে আফসানা সকল কষ্ট ভুলে গেল। জান্নাতুল করীম সুইটি আপা সহ ২৫/২৬ জন মেয়েকে দেখতে একটা ফুলের বাগানের মত লাগছে! ছাত্রী সংস্থার এই বাগানের একজন জনশক্তি হতে পেরে অনেক ভাল লাগে তার... শুরু হয়েছে কোরআন শিক্ষার তালিম। নাজমা আপা শুরু করলেন, তিনি কোরআনের হাফেজ। কি মধুর কন্ঠ তার...! তার তেলাওয়াত শুনতে শুনতে মন টা সিক্ত হয়ে উঠছে। সাথে ভাবতে থাকে একটু নীচ থেকে ঘুরে আসার কথা। তিন মাসের মেয়েটা একটু পর পর ঘুম থেকে উঠেই কান্না শুরু করে খাবার জন্যে। এই উঠছি, এই উঠছি করেও উঠা হয়না, শুনতে থাকে কোরআন পাঠ।

এরই ভিতর দরজায় ধাক্কা ধাক্কির শব্দ শুনা যায়। এই বাসার খালাম্মা দরজাটা খোলার সাথে সাথে হুড়মুড় করে রুমের ভিতর ঢুকে পড়ে পুলিশের পোশাক পড়া একদল জানোয়ার। পশুর মত দাত বের করে খিস্তি মারতে থাকে নিস্পাপ মেয়ে গুলির সাথে।

তাদের অনুমতি ছাড়া কোরআন পাঠের আয়োজন করার মত সাহস আমরা কোথায় পেলাম এটাই তারা জানতে চায়। সুইটি আপা দড়াজ গলায় উত্তর করল- যে কাজের অনুমতি আল্লাহ দিয়েছেন সেটার অনুমতি আপনাদের কাছ থেকে নেওয়ার প্রয়োজন মনে করিনা।" আমাদের সবাইকে এক প্রকার বেধে নিচে নামিয়ে আনতে থাকে।

প্রথম পুলিশ দেখে অবাক ও আতংকিত হলেও সুইটি আপার উত্তর শুনে সকল ভয় চলে যায়। পুলিশের গাড়িতে উঠার আগ মুহুরতে মাইশাকে দেখতে পেলাম তার বাবার কোলে। গলা ফাটিয়ে চিতকার করছে, যেন তীব্র প্রতিবাদ জানাচ্ছে সে। মাইশার বাবা ধীরে ধীরে গাড়ির কাছে এসে আফসানার হাতে হাত রাখে। বলে- আমি খুব খুশি হয়েছি তোমার চোখে পানি না দেখে, তোমার চোখের পানি দেখলে এই জানোয়ার গুলা বন্য আনন্দ লাভ করতো। তুমি চিন্তা করনা। আল্লাহ এর প্রতিদান দিবেন.....

গাড়ি আগাতে শুরু করে, বাচ্চাটা বড় বড় চোখে ঘাড় ফিরে মা কে দেখতে থাকে। একদম বাবার মত মায়া ভরা চোখ পেয়েছে!! দুই চোখ জ্বালা করে ওঠে আফসানার, মনে হয় চোখের পানির বাধ ভেংগে যাচ্ছে। নাহ, আমি কাঁদবো না, কিছুতেই না.....
--------------------
Courtesy: ZA

এমন হাজার হাজার মা বাবা আর সন্তানদের অভিশাপে জালিম হাসিনার সিংহাসন ভেঙে চুরমার হয়েছে, জীবন বাঁচাতে পালিয়ে তার প্রভুর দেশে....
(সংগৃহীত)

জান্নাতের পাখিদের সাথে জান্নাতে আছি।
26/06/2025

জান্নাতের পাখিদের সাথে জান্নাতে আছি।

৮০৪টি ফ্ল্যাট তৈরিতে প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে ৭৬২ কোটি টাকা
26/06/2025

৮০৪টি ফ্ল্যাট তৈরিতে প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে ৭৬২ কোটি টাকা

26/06/2025

পার্থক্য কোথায়?  #বিএনপি  নিজের ক্ষতি না চাইলে বিএনপিকে না বলুন।দেশ পরিবর্তন হতে বেশি দিন লাগবে না ইনশাআল্লাহ।
24/06/2025

পার্থক্য কোথায়? #বিএনপি

নিজের ক্ষতি না চাইলে বিএনপিকে না বলুন।
দেশ পরিবর্তন হতে বেশি দিন লাগবে না ইনশাআল্লাহ।

সূরা ফাতিহা! আল্লাহর সাথে বান্দার কথোপকথন।
24/06/2025

সূরা ফাতিহা! আল্লাহর সাথে বান্দার কথোপকথন।

আমি বুঝি না,আরব বিশ্বে মেরিকার ঘাঁটি থাকতে হবে কেনো?আরব নেতৃত্বের পারসোনালিটি নেই?এত্তো এত্তো সম্পদের জন্যে আল্লাহর কাছে...
24/06/2025

আমি বুঝি না,
আরব বিশ্বে মেরিকার ঘাঁটি থাকতে হবে কেনো?
আরব নেতৃত্বের পারসোনালিটি নেই?
এত্তো এত্তো সম্পদের জন্যে আল্লাহর কাছে
তাদের জবাবদিহিতা করতে হবেনা?
১৯৬৭ এর পর আরবরা প্রায় ৬০বছর সময় পেলো,
এরপরও কেনো তারা নিজেদেরকে
সামরিকভাবে শক্তিশালী ও আগ্রাসন মোকাবেলায় সক্ষম
করে তুলতে পারলো না?
মুসলিম বিশ্ব দূরদর্শী লীডার পাবে কবে, হে আল্লাহ?
জালিমকে চূড়ান্তভাবে নাই করে দিয়ে
যুদ্ধ থামিয়ে দাও, হে আল্লাহ!

23/06/2025

২০২৪ সালের জানুয়ারিতে কাজ শুরু।
বর্তমান মাসে ৫০ হাজার প্লাস ইনকাম।
২০২৫ সালের জুলায়ের পর ইনকাম টার্গেট ১ লাক্ষ প্লাস মান্থলী।

২০১৬ সালে ৩৬তম বিসিএস লিখিত পরীক্ষা শেষ করে ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন মিনার। এক বৈদ্যুতিক দূর্ঘটনায় তাঁর ডান...
23/06/2025

২০১৬ সালে ৩৬তম বিসিএস লিখিত পরীক্ষা শেষ করে ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন মিনার।
এক বৈদ্যুতিক দূর্ঘটনায় তাঁর ডান হাত ও ডান পা কেটে ফেলতে হয়েছে। বাঁ পায়ে আছে ১২টি লোহার দণ্ড।শরীরে এ পর্যন্ত অস্ত্রোপচার হয়েছে মোট ১৯টি।

তবে মিনার কিন্তু থেমে যাননি। কৃত্রিম পা দিয়ে নতুন করে হাঁটতে শেখা মিনার ৩৬তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। হুইলচেয়ারে বসে মৌখিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন। ৩৬তম বিসিএসের পরিসংখ্যান কর্মকর্তা (নন-ক্যাডার) সুপারিশপ্রাপ্ত মিনার বর্তমানে মানিকগঞ্জ জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করছেন।

মিনারের পুরো জীবন কাটছে একটার পর একটা যুদ্ধ জয় করে। পেশায় গাড়িচালক বাবা ক্যানসারে মারা যান ২০০৭ সালে। বলতে গেলে টিউশনি করেই নিজের পড়াশোনার খরচ চালানোর পাশাপাশি সংসারের হাল ধরতে হয় মিনারকে। এখন মানিকগঞ্জে স্ত্রী, সন্তান, মা আর এক ভাইকে নিয়ে মিনারের সংসার।

মিনার তাঁর জীবনের গল্প বলতে গিয়ে বারবার মা রীনা আক্তার আর স্ত্রী খাইরুন নাসরিনের অবদানের কথা বলছিলেন। এই দুই নারী তাঁকে কখনো জীবনযুদ্ধে হারতে দেননি।

২০১৬ সালে মিনার যখন ৩৯ দিন আইসিইউতে ছিলেন, তখন এই দম্পতির বিয়ে হয়নি। তবে তাঁদের ভালোবাসার সম্পর্কটা সবাই জানতেন বলে খাইরুন সকাল থেকে শুরু করে রাত প্রায় ১০টা পর্যন্ত আইসিইউতে মিনারের পাশে থাকতেন। হাত নেই, পা নেই এমন একজনকে বিয়ে করতে চাইলে পরিবারের অনেকেই মত দেননি। তবে মেয়ের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে খাইরুনের মা-বাবা বিয়েতে সম্মতি দিয়েছিলেন।

মিনার তাঁর জীবনের গল্প বলতে গিয়ে বলেন, ‘যে হাত দিয়ে লিখতে চেয়েছিলাম স্বপ্নের চূড়ান্ত পাণ্ডুলিপি, সেই হাত আমি দেখি না কত দিন! আহা, আমার ফুটবলপ্রিয় পা; দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল আলগোছে। কিন্তু স্বপ্ন? হ্যাঁ, পুড়েছিল বটে, কিন্তু নিশ্চিহ্ন হতে দিইনি। আমার পরিবার, বন্ধু-পরিজন আর অজস্র মানুষের ভালোবাসাকে বুকে ধরে স্বপ্নের পথে হেঁটে গেছি আমি।’

#সংগৃহীত

Address

Village: Hatbaria, Post-office: Jorgacha, Police-Station: Santhia
Pabna
6670

Website

Alerts

Be the first to know and let us send you an email when Akram Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Akram Hossain:

Share