Maruf Mona's Creation

Maruf Mona's Creation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Maruf Mona's Creation, Digital creator, Santhia, Pabna.
(24)

সবার ভেতরে এক সকাল অপেক্ষায় থাকে উজ্জ্বল আলো হয়ে বিস্ফোরিত হবে বলে, আমি না একদম আমার মতো, Update এর ভিড়ে হারিয়ে যায় কত-শত গল্প, শান্ত আজ Landline, ডাকবাক্স টা অপেক্ষারত। Notification এর ভীড় ঠেলে খুঁজেই চলেছি, সবশেষে গন্তব্য কিন্তু একটাই.....মৃত্যু

শহরের আলোয় রাত নামার গল্প। আকাশ ছোঁয়ার অনুভূতি, আর প্রিয় মুহূর্ত। ব্যস্ত শহর, শান্ত আমি। এই রূফটপ ভালোলাগা। রাতের আকাশের...
27/10/2025

শহরের আলোয় রাত নামার গল্প। আকাশ ছোঁয়ার অনুভূতি, আর প্রিয় মুহূর্ত। ব্যস্ত শহর, শান্ত আমি। এই রূফটপ ভালোলাগা। রাতের আকাশের নিচে, এক কাপ কফি আর কিছু নীরবতা। এই দৃশ্য, এই সময়, শুধুই আমার। ​জীবনের ছোট ছোট আনন্দগুলোকে এভাবেই খুঁজে নেওয়া। যখন প্রকৃতি আর শহরের আলো এক হয়ে যায়। মন ভালো করার মতো একটা সন্ধ্যা। আরাম আর শান্তির খোঁজে, শহরের উচ্চতায়। স্মৃতির ডায়েরিতে আরও একটি ঝলমলে রাত।

I feel freedom on this moving path. ​Keep your head high and set your goal, no matter how many obstacles come along the ...
26/10/2025

I feel freedom on this moving path. ​Keep your head high and set your goal, no matter how many obstacles come along the way. ​Time is short, so I always run. ​Life is a journey, not a destination.....

মুহূর্তগুলো কেটে গেলেও, এই ভালো লাগাটা চিরন্তন। জীবনের প্রতিটি রঙে নিজেকে খুঁজে নেওয়া এক সুন্দর অনুভূতি। প্রকৃতির বিশালত...
07/10/2025

মুহূর্তগুলো কেটে গেলেও, এই ভালো লাগাটা চিরন্তন। জীবনের প্রতিটি রঙে নিজেকে খুঁজে নেওয়া এক সুন্দর অনুভূতি। প্রকৃতির বিশালতার মাঝে নিজেকে আবিষ্কার করা এক স্বর্গীয় শান্তি। স্রোতের মতোই এগিয়ে চলি, যেখানে সৌন্দর্য আর স্বাচ্ছন্দ্য একাকার। আর এই স্বাধীনতা আমার অনুভূতি। জীবনের পথে নিজের ছন্দে হাঁটাটাই আসল বিলাসিতা।

The peace of this mountain helps me find the inner peace. The vastness of nature reminds me of my smallness and the glor...
06/10/2025

The peace of this mountain helps me find the inner peace. The vastness of nature reminds me of my smallness and the glory of the Creator. Take a breath. This is not just a view, it's a realisation. The path I walk is the path where I find myself.

Journey begins, In search of new horizons.​Want to touch the sky, Waiting for the next destination. My address is in the...
03/10/2025

Journey begins, In search of new horizons.
​Want to touch the sky, Waiting for the next destination. My address is in the clouds today, Ready for the next adventure. Luggage in hand, hope in heart, Let's fly.....

তারার নিচে রাত জাগা। সন্ধ্যা রাতে সমুদ্র আর আকাশের নীরব কথোপকথন। চাঁদের আলোয়, এক অন্য রকম অনুভূতি। নক্ষত্রখচিত রাতে, শা...
02/10/2025

তারার নিচে রাত জাগা। সন্ধ্যা রাতে সমুদ্র আর আকাশের নীরব কথোপকথন। চাঁদের আলোয়, এক অন্য রকম অনুভূতি। নক্ষত্রখচিত রাতে, শান্ত সমুদ্রের মাঝে। আরাম আর স্টাইল, এই মুহূর্তের সঙ্গী। নিজের মতো করে বাঁচা, শৈলী আর শান্তির এক চমৎকার সংমিশ্রণ। যেখানে আরাম এবং সৌন্দর্য মিলেমিশে একাকার।

শান্ত সমুদ্রের বুক চিরে ভেসে চলা জাহাজের রেলিংয়ে বসে। দিগন্তজোড়া নীল জলরাশি আর উন্মুক্ত আকাশের মাঝে, দৃষ্টি যেন সুদূরের...
02/10/2025

শান্ত সমুদ্রের বুক চিরে ভেসে চলা জাহাজের রেলিংয়ে বসে। দিগন্তজোড়া নীল জলরাশি আর উন্মুক্ত আকাশের মাঝে, দৃষ্টি যেন সুদূরের পানে নিবদ্ধ, চোখে এক গভীর চিন্তার রেশ। হয়তো কোনো নতুন দিগন্তের স্বপ্ন দেখছি, বা হয়তো এই অপার প্রকৃতির মাঝে নিজেকে বিলীন করে খুঁজে চলেছি এক অনাবিল শান্তি। চারপাশের হালকা বাতাস, আর সূর্যের আলো মুখে এনেছে এক উজ্জ্বল আভা। ​এ যেন স্বাধীনতা, প্রশান্তি আর অ্যাডভেঞ্চারের এক মিশ্র অনুভূতি। দিগন্তের পানে চেয়ে, জীবনকে নতুন করে খোঁজা। সমুদ্রের মাঝে আমি, যেখানে শান্তি আর স্বাধীনতা হাত ধরাধরি করে হাঁটে। এই নীল জলরাশি, এই খোলা আকাশ, এটাই আমার মুক্তির ঠিকানা। আলো আর ছায়ার খেলায়, শুধু আমি আর অসীম সমুদ্র। জাহাজের রেলিংয়ে বসে দেখা জীবনের নতুন বাঁক।

The light outside only shows the path, the real light is deep within the inner peace. Each lantern is like a lesson in l...
01/10/2025

The light outside only shows the path, the real light is deep within the inner peace. Each lantern is like a lesson in life. Darkness exists, that's why the value of light is so much greater. I am not searching for the path, I am feeling the path. An enlightened journey of self-discovery. This bright environment reminds me: Keep yourself illuminated, the rest of the world will become bright naturally. Peace hides in those small lights that we often ignore. Stop, and feel it. May God illuminate your path, but remember, the joy of the journey has to be created by yourself.

আমার জন্মদিনে যারা শুভেচ্ছা জানিয়েছেন, তাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। বিশেষ করে সুমি আপু Sumi's creatio...
28/09/2025

আমার জন্মদিনে যারা শুভেচ্ছা জানিয়েছেন, তাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। বিশেষ করে সুমি আপু Sumi's creation এতো সুন্দর করে কেক তৈরি করার জন্য ও সুন্দর কিছু উপহার দেয়ার জন্য।
আমার এই বিশেষ দিনটিকে আরও আনন্দময় করে তোলার জন্য আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছা সত্যিই আমার হৃদয় স্পর্শ করেছে। আপনাদের এত এত বার্তা, কল, এবং উপহার প্রমাণ করে যে আপনারা আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। ​ব্যস্ততার মাঝেও আপনারা যে আমার কথা মনে রেখেছেন এবং নিজেদের মূল্যবান সময় ব্যয় করে আমাকে উইশ করেছেন, তার জন্য আমি সত্যিই অভিভূত। আপনাদের এই আস্থা এবং স্নেহ আমার জন্য এক বড় অনুপ্রেরণা। ​আপনাদের সকলের শুভ কামনা আমার আগামী দিনের পথ চলায় পাথেয় হয়ে থাকবে। আমি আশা করি, আপনাদের সুস্বাস্থ্য এবং সফলতা যেন সব সময় বজায় থাকে। আমার হৃদয়ের গভীর থেকে আবারও আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ।

সন্ধ্যার আকাশে রঙ ছড়ানো কবিতার মতো লাগে। সূর্য অস্ত যায়, অথচ আলো থেকে যায় মনে। সন্ধ্যা মানেই মনের গোপন কথাগুলো আরও গভীর ...
27/09/2025

সন্ধ্যার আকাশে রঙ ছড়ানো কবিতার মতো লাগে। সূর্য অস্ত যায়, অথচ আলো থেকে যায় মনে। সন্ধ্যা মানেই মনের গোপন কথাগুলো আরও গভীর হয়ে ওঠা। সন্ধ্যার রঙে লুকিয়ে আছে শান্তির স্পর্শ। ডুবন্ত সূর্য শেখায়, শেষের মধ্যেও সৌন্দর্য আছে। আকাশের ক্যানভাসে সন্ধ্যা আঁকে অসীম রঙের ছবি।

আত্মার নীরবতাই সত্যিকার শক্তি। ভিতরের আলো জ্বালাও, বাইরের অন্ধকার আপনিই মুছে যাবে। ধ্যানের প্রতিটি শ্বাসে লুকিয়ে আছে মু...
27/09/2025

আত্মার নীরবতাই সত্যিকার শক্তি। ভিতরের আলো জ্বালাও, বাইরের অন্ধকার আপনিই মুছে যাবে। ধ্যানের প্রতিটি শ্বাসে লুকিয়ে আছে মুক্তির দরজা। যখন মন শান্ত হয়, তখন ঈশ্বরের কণ্ঠস্বর স্পষ্ট শোনা যায়। আত্মার সৌন্দর্য কখনও ম্লান হয় না।

উঁচুতে এক চিলতে নিঃশ্বাস /২৫ নয় ২৫এই উঁচু বারান্দায় দাঁড়িয়ে শহরের দিকে তাকালে এক অন্যরকম অনুভূতি হয়। নিচে জীবন ছুটছে...
25/09/2025

উঁচুতে এক চিলতে নিঃশ্বাস /২৫ নয় ২৫
এই উঁচু বারান্দায় দাঁড়িয়ে শহরের দিকে তাকালে এক অন্যরকম অনুভূতি হয়। নিচে জীবন ছুটছে, অসংখ্য মানুষ, সারি সারি বিল্ডিং- গাড়ি, আর ব্যস্ততার এক অবিরাম কোলাহল। আমি যেন এই কংক্রিটের নীরব দর্শক। দূরে দৃষ্টি ফেললে মনে হয়, এই দালানগুলো শুধুই ইট-পাথরের দেয়াল নয়, এগুলি হাজারো জীবনের গল্প আর স্বপ্নের ঠিকানা। এই উচ্চতাটুকু যেন একটা বিরতি দেয়, একটু শান্তি এনে দেয় দ্রুতগামী জীবনের মাঝে। চারিদিকে এত সারি সারি দালানকোঠা, সব যেন আকাশ ছুঁতে চাইছে। এই দৃশ্য চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় শহরের বিশালতা। তবুও ক্ষণিকের জন্য, এই বারান্দাটুকু আমার নিজের জগৎ বলে মনে হচ্ছে, যেখানে দাঁড়িয়ে আমি নিজের স্বপ্নগুলোকে আরও একবার ছুঁয়ে দেখতে পাই। বিকেলের শেষ আলো যখন উঁচু দালানগুলোর গায়ে হেলে পড়ে, তখন এই দৃশ্যটা আরও মায়াবী হয়ে ওঠে। একদিকে ঝলমলে আলো, অন্যদিকে গভীর ছায়া। জীবনও কি তেমনই নয়? উত্থান-পতন, আশা-নিরাশার এক খেলা। আর এই বারান্দায় দাঁড়িয়ে সেই আলো-ছায়ার বৈপরীত্য উপভোগ করার চেষ্টা, কোলাহলের মাঝেও নীরবতা খুঁজে নিতে হয়।

Address

Santhia
Pabna
6670

Alerts

Be the first to know and let us send you an email when Maruf Mona's Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Maruf Mona's Creation:

Share