11/04/2025
ভাই, কোটিপতি হতে চাই? শুধু টাকা না, মানসিকতা, স্কিল আর লাইফস্টাইলেও?
তাহলে কয়েকটা জিনিস আজ থেকেই ট্রাই করা শুরু করো। আমি নিজেও করছি—ধীরে ধীরে বদলাচ্ছি।
১. নিজের শহরের বাইরে বের হও।
সবসময় চেনা মুখ, চেনা রাস্তা, চেনা ক্যাফে—এই জোন থেকে বের হতে না পারলে, লাইফও আগাবে না।
নতুন জায়গা মানেই নতুন মানুষ, নতুন অভিজ্ঞতা আর নতুন চ্যালেঞ্জ।
→ আর এসব কিছুর ভেতরেই তোমার আসল গ্রোথ লুকায় আছে।
আমি এখন চেষ্টা করছি এমন জায়গায় থাকতে, যেখানে আমার মাথা ঘুরবে—ভয়ে না, শেখার আগ্রহে!
২. একটু হাই-ভ্যালু মানুষদের সাথে মিশো।
নিজের ক্লাস আর সার্কেল চেঞ্জ করা লাগবে, ভাই।
তবে তার আগে নিজেকেও একটু আপগ্রেড করতে হবে:
→ ভালো জামাকাপড়
→ জুতার দিকে একটু খেয়াল
→ হেয়ারকাট
→ হালকা সুগন্ধ
এই জিনিসগুলো ছোট মনে হলেও, ইনফ্লুয়েন্স অনেক বড়।
আর চিন্তা করো, তুমি কোথায় গেলে এমন মানুষদের পাবে?
→ কনফারেন্স, সেমিনার
→ হাই-এন্ড ক্যাফে বা জিম
→ লিংকডইন, এক্স (Twitter)
আমি এখন আস্তে আস্তে ওই দিকেই শিফট করছি।
৩. শরীর ঠিক না থাকলে, মাইন্ডও ঠিক থাকে না।
এটা সত্যি।
আমি এখন চেষ্টা করি সপ্তাহে ৫ দিন এক্সারসাইজ করতে।
→ পুশ আপ
→ স্কোয়াট
→ একটু কার্ডিও
বডি ভালো লাগলে কনফিডেন্সও বেড়ে যায়।
আর কনফিডেন্স থাকলে—দুনিয়া ঘুরানো যায়!
৪. একটা স্কিল মাস্টার করো।
ডিগ্রি ভালো জিনিস, কিন্তু কাজের বাজারে এখন স্কিলই আসল বটলওয়াটার খুলে দেয়।
→ একটা স্কিল বেছে নাও
→ ইউটিউবে ১০টা চ্যানেল সাবস্ক্রাইব করো
→ প্রতিদিন দেখে প্র্যাকটিস করো
আমি এখন প্রোগ্রামিং, ডিজিটাল মার্কেটিং নিয়ে ঘাটছি।
তুমি চাইলে গ্রাফিক ডিজাইন, কপি রাইটিং, ইউআই ইউএক্স ডিজাইন —অনেক কিছুই আছে।
যেটা ভালো লাগে, সেটাতেই ঝাঁপ দাও।
৫. নিজের উপর ইনভেস্ট করো।
বই পড়া, ভালো খাওয়া, একা সময় কাটানো, কোর্স করা—এসব জিনিস প্রথমে খরচ মনে হবে।
কিন্তু বিশ্বাস করো, একসময় এগুলোই সবচেয়ে বেশি রিটার্ন দেয়।
আর ধীরে ধীরে ইনকাম সোর্সগুলোও খুলে যাবে—একটার পর একটা।
শেষ কথা? আমি শুরু করে ফেলেছি।
তুমি এখনো শুধু ভাবছো?
একটা জিনিস নিয়েই শুরু করো—বাকি জিনিসগুলো আপনাআপনি এসে যাবে।
আর যদি মনে করো, "আরে ভাই, এটা তো আমিও ভাবছিলাম!"—তাহলে কালকের জায়গায় আজ থেকেই শুরু করে দাও।
চলো, স্বপ্নটাকে একটু একটু করে রিয়েল বানাই।