Sumon Kumar Sardar

Sumon Kumar Sardar “Android Apps Developer & SEO Specialist”

ভাই, কোটিপতি হতে চাই? শুধু টাকা না, মানসিকতা, স্কিল আর লাইফস্টাইলেও?তাহলে কয়েকটা জিনিস আজ থেকেই ট্রাই করা শুরু করো। আমি ...
11/04/2025

ভাই, কোটিপতি হতে চাই? শুধু টাকা না, মানসিকতা, স্কিল আর লাইফস্টাইলেও?
তাহলে কয়েকটা জিনিস আজ থেকেই ট্রাই করা শুরু করো। আমি নিজেও করছি—ধীরে ধীরে বদলাচ্ছি।

১. নিজের শহরের বাইরে বের হও।
সবসময় চেনা মুখ, চেনা রাস্তা, চেনা ক্যাফে—এই জোন থেকে বের হতে না পারলে, লাইফও আগাবে না।
নতুন জায়গা মানেই নতুন মানুষ, নতুন অভিজ্ঞতা আর নতুন চ্যালেঞ্জ।

→ আর এসব কিছুর ভেতরেই তোমার আসল গ্রোথ লুকায় আছে।

আমি এখন চেষ্টা করছি এমন জায়গায় থাকতে, যেখানে আমার মাথা ঘুরবে—ভয়ে না, শেখার আগ্রহে!

২. একটু হাই-ভ্যালু মানুষদের সাথে মিশো।
নিজের ক্লাস আর সার্কেল চেঞ্জ করা লাগবে, ভাই।
তবে তার আগে নিজেকেও একটু আপগ্রেড করতে হবে:

→ ভালো জামাকাপড়
→ জুতার দিকে একটু খেয়াল
→ হেয়ারকাট
→ হালকা সুগন্ধ

এই জিনিসগুলো ছোট মনে হলেও, ইনফ্লুয়েন্স অনেক বড়।

আর চিন্তা করো, তুমি কোথায় গেলে এমন মানুষদের পাবে?
→ কনফারেন্স, সেমিনার
→ হাই-এন্ড ক্যাফে বা জিম
→ লিংকডইন, এক্স (Twitter)

আমি এখন আস্তে আস্তে ওই দিকেই শিফট করছি।

৩. শরীর ঠিক না থাকলে, মাইন্ডও ঠিক থাকে না।
এটা সত্যি।
আমি এখন চেষ্টা করি সপ্তাহে ৫ দিন এক্সারসাইজ করতে।

→ পুশ আপ
→ স্কোয়াট
→ একটু কার্ডিও

বডি ভালো লাগলে কনফিডেন্সও বেড়ে যায়।
আর কনফিডেন্স থাকলে—দুনিয়া ঘুরানো যায়!

৪. একটা স্কিল মাস্টার করো।
ডিগ্রি ভালো জিনিস, কিন্তু কাজের বাজারে এখন স্কিলই আসল বটলওয়াটার খুলে দেয়।

→ একটা স্কিল বেছে নাও
→ ইউটিউবে ১০টা চ্যানেল সাবস্ক্রাইব করো
→ প্রতিদিন দেখে প্র‍্যাকটিস করো

আমি এখন প্রোগ্রামিং, ডিজিটাল মার্কেটিং নিয়ে ঘাটছি।
তুমি চাইলে গ্রাফিক ডিজাইন, কপি রাইটিং, ইউআই ইউএক্স ডিজাইন —অনেক কিছুই আছে।

যেটা ভালো লাগে, সেটাতেই ঝাঁপ দাও।

৫. নিজের উপর ইনভেস্ট করো।
বই পড়া, ভালো খাওয়া, একা সময় কাটানো, কোর্স করা—এসব জিনিস প্রথমে খরচ মনে হবে।

কিন্তু বিশ্বাস করো, একসময় এগুলোই সবচেয়ে বেশি রিটার্ন দেয়।
আর ধীরে ধীরে ইনকাম সোর্সগুলোও খুলে যাবে—একটার পর একটা।

শেষ কথা? আমি শুরু করে ফেলেছি।
তুমি এখনো শুধু ভাবছো?

একটা জিনিস নিয়েই শুরু করো—বাকি জিনিসগুলো আপনাআপনি এসে যাবে।
আর যদি মনে করো, "আরে ভাই, এটা তো আমিও ভাবছিলাম!"—তাহলে কালকের জায়গায় আজ থেকেই শুরু করে দাও।

চলো, স্বপ্নটাকে একটু একটু করে রিয়েল বানাই।

AI আমাদের বর্তমান বা ভবিষ্যত যাই বলেন না কেন! এর সাথে বোঝাপড়া টা থাকা উচিত চরমে। আমরা অনেকেই বিদ্যুৎ বিশেষজ্ঞ নয় তবুও যে...
16/02/2025

AI আমাদের বর্তমান বা ভবিষ্যত যাই বলেন না কেন! এর সাথে বোঝাপড়া টা থাকা উচিত চরমে। আমরা অনেকেই বিদ্যুৎ বিশেষজ্ঞ নয় তবুও যেমন বিদ্যুৎ আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখছে ঠিক তেমনি একটা সময় AI এর সাথে আপনার সম্পর্ক না থাকলেও AI আপনার জীবনে বিশেষ ভূমিকা পালন করবে।
তাই AI হতে নিজের প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ ফলাফল নিংড়ে নিতে Google এর থেকে Google Prompting Essentials কোর্স করে নিজেকে অনাগত সম্ভাবনার জন্য আরো কিছুটা তৈরী করে নিলাম।

17/01/2025

🚀 Publish Your App with Ease!

Looking to publish your app on the Play Store or Amazon App Store?
Let me handle it!
🔹 Publish on Play Store & Amazon
🔹 Create eye-catching, optimized listings
🔹 Boost your app’s visibility effortlessly

📲 Click here to get started: https://www.fiverr.com/s/R7xr1VR

02/01/2025
Happy victory day Bangladesh 🇧🇩🇧🇩
16/12/2024

Happy victory day Bangladesh 🇧🇩🇧🇩

Connect me on Linkedln🙂
03/11/2024

Connect me on Linkedln🙂

Hello! I’m Sumon Kumar Sardar, an Android Developer and SEO Specialist with a deep commitment to building user-focused mobile applications and driving online growth for businesses. My journey began with Android development in 2021, and in 2023, I expanded my expertise into SEO, giving me the versa...

😷
19/09/2024

😷

ধর্ষণ সমস্যা প্রতিহত করতে আইন শৃঙ্খলা ব্যবস্থার ব্যাপক উন্নতি প্রয়োজন। আর সবার আগে প্রয়োজন আমাদের মানুষিকতার পরিবর্তন।ন...
16/08/2024

ধর্ষণ সমস্যা প্রতিহত করতে আইন শৃঙ্খলা ব্যবস্থার ব্যাপক উন্নতি প্রয়োজন। আর সবার আগে প্রয়োজন আমাদের মানুষিকতার পরিবর্তন।
নারীরা সমাজের সমান অংশ, আপনার আমার মতো পুরুষের ভোগ্য বস্তু নয়।
আমি এমনও কিছু ব্যক্তিকেও দেখেছি যারা নারীদের কে বিভিন্ন বস্তু বা খাদ্য সামগ্রীর সাথে তুলনা করেন, তাদের কথা শুনে আমি চিন্তা করতাম একটা মানুষ ঠিক কতটা মানুষিক ভাবে বিকারগ্রস্থ হলে অন্য একটি মানুষকে বস্তু বা খাদ্য সামগ্রীর পর্যায়ে কল্পনা করে!! ভাবতেই ঘৃণা হয়।

একজন পুরুষ হিসেবে আপনি কোনো আবেদনময়ী নারীর কারণে পুলকিত হতে পারেন কখনো কখনো, সেটা জৈবিক কারণেই তাই বলে আপনি তাকে গনিমতের মাল মনে করে তার উপর আছড়ে পড়তে পারেন না। এই অধিকার আপনাকে কেউ দেয় নি। নিজেকে নিয়ন্ত্রণ না করতে পারলে আপনি পুরুষ তো দূরের কথা মানুষের সারিতেই পড়েন না। আপনি জানোয়ারের থেকেও নিম্ন কিছু। নিজেকে নিয়ে লজ্জা থাকা উচিত আপনার।
'
দুঃখের বিষয় হচ্ছে , একশ্রেণীর মানুষ মুখে ধর্ষণের বিরুদ্ধে কথা বললেও পুরুষের এই ধরণের জঘন্য মানুষিকতাকে বৈধতা দেয়। যা অত্যন্ত জঘন্য।

সেই সাথে আরো কিছু সংস্করণ প্রয়োজন আমাদের সমাজের। যেমন ইন্টারনেটে বিভিন্ন রিলিস বা ভিডিও এমন কি কখনো কখনো মূলধারার কিছু নাটক সিনেমাতেও নারীদের সস্তা আবেদনময়ী হিসেবে প্রচার করা হয় যা সমাজে নারীর অংশীদারিত্বতা নিয়ে বিরাট রকমের ভ্রান্ত ধারণা সৃষ্টি হয়।
আমাদের উচিত এই ধরণের সস্তা বিনোদন পরিহার করা।

ছবি :- Apu's Cartoon

Address

Pakshey Jhautola, Ishwardi
Pabna
6622

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sumon Kumar Sardar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sumon Kumar Sardar:

Share