ALL PABNA

ALL PABNA পাবনার সম্পর্কিত সকল তথ্য এবং মজার কিছু ভিডিও কি। যা কিছু ভাল লাগে সেটাই শেয়ার করি । https://www.facebook.com/allpabna6600?mibextid=ZbWKwL

15/07/2025
স্বাধীন বাংলাদেশের হয়ে বিদেশের মাটিতে প্রথম পদক জয়ী সুলতানা কামাল খুকী শুধু এই অর্জনের জন্যই নয়, বরং দেশের ক্রীড়াঙ্গনের ...
15/07/2025

স্বাধীন বাংলাদেশের হয়ে বিদেশের মাটিতে প্রথম পদক জয়ী সুলতানা কামাল খুকী শুধু এই অর্জনের জন্যই নয়, বরং দেশের ক্রীড়াঙ্গনের বহু প্রথমের সঙ্গে তার নাম জড়িয়ে আছে।

১৯৬৬ সালে, মাত্র ১৪ বছর বয়সে, জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে লং জাম্পে রেকর্ড গড়ে স্বর্ণপদক জয় করেন স্কুলপড়ুয়া খুকী। এরপর ১৯৬৮ সালে পাকিস্তান অলিম্পিক গেমসে লং জাম্পে নতুন রেকর্ড গড়ে স্বর্ণপদক জেতেন। ১৯৭০ সালে লাহোরে অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় হার্ডলসে নিজের আগের রেকর্ড ভেঙে পুনরায় স্বর্ণপদক অর্জন করেন।

স্বাধীনতার পর জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় তার আধিপত্য অব্যাহত থাকে। ১৯৭৩, ১৯৭৪ ও ১৯৭৫ সালের প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে স্বর্ণপদক জিতে নেন। ১৯৭৩ সালে, স্বাধীন বাংলাদেশের প্রথম প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়ে ১০০ মিটার হার্ডলস, লং জাম্প, এবং হাই জাম্পে চ্যাম্পিয়ন হন; ১০০ মিটার স্প্রিন্টে হন দ্বিতীয়। একই বছরে তিনি জাতীয় ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ) বর্ষসেরা অ্যাথলিট নির্বাচিত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী হিসেবে ‘ব্লু’ খেতাব অর্জনও তারই প্রাপ্তি।

১৯৭৪ সালে লং জাম্পে স্বর্ণপদক জয় করেন এবং ১৯৭৫ সালে ১০০ মিটার হার্ডলসে ১৭.৫ সেকেন্ডে নতুন রেকর্ড গড়ে স্বর্ণপদক অর্জন করেন। একই প্রতিযোগিতায় লং জাম্পেও সেরার মুকুট পরেন তিনি।

কার্টেসী: বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র

#ইতিহাসেরখোঁজেগিরিধর #সুলতানা_কামাল #বাংলাদেশের_দুষ্প্রাপ্য_ছবি_সমগ্র

07/07/2025
02/07/2025
29/05/2025
29/05/2025

Address

Sordar Bari, Bhatikaya, Aminpur
Pabna
6682

Alerts

Be the first to know and let us send you an email when ALL PABNA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ALL PABNA:

Share