Md Juwel

Md Juwel Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md Juwel, Digital creator, Pabna.

ফিলিস্তিন নিয়ে প্রশ্ন ঃ-
08/04/2025

ফিলিস্তিন নিয়ে প্রশ্ন ঃ-

05/04/2025
★ বিভিন্ন প্রণালি নিয়ে প্রশ্নঃ-
04/04/2025

★ বিভিন্ন প্রণালি নিয়ে প্রশ্নঃ-

★নদ-নদী নিয়ে যতো প্রশ্নঃ
04/04/2025

★নদ-নদী নিয়ে যতো প্রশ্নঃ

ক্ষুধা, ভয়,  মৃত্যু ও প্রেম একটা  ফ্রেমেই  নিহিত! মা  এবং  শিশুর  মায়ার অমোঘ  বন্ধন এর নির্ভরতার এই ছবিটি একটি সেরা ছবি ...
16/05/2024

ক্ষুধা, ভয়, মৃত্যু ও প্রেম একটা ফ্রেমেই নিহিত!
মা এবং শিশুর মায়ার অমোঘ বন্ধন এর নির্ভরতার এই ছবিটি একটি সেরা ছবি হিসেবে পুরস্কৃত হয়েছে!

চিতাবাঘটি জাম্বিয়ার দক্ষিণ লুয়াংওয়া জাতীয় উদ্যানে একটি মা বানরকে হত্যা করে মুখে করে নিয়ে যাচ্ছে। বানরের ছোট্ট বাচ্চাটি তখনো তার মৃত মাকে আঁকড়ে ধরে আছে।

২০২২ সালে ছবিটি তুলেছেন স্পেনের চিত্রগ্রাহক ইগর আলতুনা। লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম জনগণের ভোটের মাধ্যমে এই ছবিকে ওই বছরের সেরা পাঁচ ছবির একটি নির্বাচন করে।

এই জগতে সন্তানের কাছে সবচেয়ে বড় নির্ভরতার জায়গা হচ্ছে তার মা!

(সংগৃহীত)

23/08/2023

✅বুধবার ভারতের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চন্দ্রযান-৩–এর ল্যান্ডার ‘বিক্রম’ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে।

✅গত ১৪ জুলাই ভারতের অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশকেন্দ্র থেকে চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করা হয়।
চন্দ্রযান-৩-এর ল্যান্ডারের নাম ‘বিক্রম’, রোভারের নাম ‘প্রজ্ঞান’।

✅ল্যান্ডারটি উচ্চতায় ২ মিটারের মতো, ওজন ১ হাজার ৭০০ কেজির বেশি। আকারে ছোট রোভারের ওজন ২৬ কেজি মাত্র।

✅চন্দ্রযান-৩–এর সফল অবতরণের মধ্য দিয়ে ইতিহাসের পাতায় ভারত নিজেদের নাম লেখাল, যারা প্রথমবারের মতো চাঁদের রহস্যময় দক্ষিণ মেরুতে পৌঁছাতে সক্ষম হয়েছে।

✅ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) চন্দ্রযান-৩–এর অবতরণের দৃশ্য সরাসরি সম্প্রচার করে।

✅চন্দ্রযান-৩ যেখানে নেমেছে, চাঁদের ওই অঞ্চলে বরফপানি অথবা জমাটবাঁধা বরফ রয়েছে। এতে স্থানটি পানির পাশাপাশি হতে পারে অক্সিজেন ও জ্বালানির উৎস, যা ভবিষ্যতে আরও চন্দ্রাভিযান অথবা স্থায়ীভাবে চাঁদে বসতি গড়তে সহায়ক হতে পারে।

✅এর আগে সাবেক সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও চীন চাঁদের বুকে সফলভাবে নভোযান অবতরণ করিয়েছে। এখন তাদের সঙ্গে চতুর্থ দেশ হিসেবে যোগ হয়েছে ভারতের নাম।

✅প্রায় একই সময়ে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের জন্য লুনা-২৫ নামের মহাকাশযান পাঠিয়েছিল রাশিয়া। তবে রাশিয়ার মহাকাশযানটি গত শনিবার চাঁদে বিধ্বস্ত হয়। এর মধ্য দিয়ে ৪৭ বছরের মধ্যে রাশিয়ার প্রথম চন্দ্রাভিযান ব্যর্থ হয়।

✅২০১৯ সালে চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণের উদ্দেশ্যে চন্দ্রযান-২ পাঠিয়েছিল ভারত। কিন্তু অভিযানটি ব্যর্থ হয়।

21/08/2023

⚽️🏀“ফিফা নারী ফুটবল বিশ্বকাপ ২০২৩” (৯ম আসর)-
#আয়োজক দেশ- যৌথভাবে ‘অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড’।
#সময়কাল : ২০ জুলাই, ২০২৩- ২০ আগস্ট, ২০২৩।
#অংশগ্রহণকারী দল- ৩২টি।
#ভেন্যু- ১০টি।
#আয়োজক শহর- ৯টি।
#প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়- ২০ জুলাই ২০২৩, নিউজিল্যান্ড ও নরওয়ের মধ্যে, ইডেন পার্ক স্টেডিয়ামে (নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরে)।
#মোট ম্যাচ অনুষ্ঠিত হয়- ৬৪টি।
#ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়- ২০ আগস্ট ২০২৩, ইংল্যান্ড ও স্পেন এর মধ্যে অ্যাকর স্টেডিয়ামে/স্টেডিয়াম অস্ট্রেলিয়ায় (অস্ট্রেলিয়ার সিডনি শহরে)।ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় স্পেন।
#রানার্সআপ- ইংল্যান্ড।
#৩য় স্থান লাভ করে- সুইডেন।
#ফেয়ারপ্লে পুরস্কার- জাপান।
#মোট গোল সংখ্যা- ১৬৪টি।
#সর্বোচ্চ গোলদাতা (গোল্ডেন বুট)- জাপানের হিনাতা মিয়াজাওয়া (৫টি গোল)।
#টুর্নামেন্টের সেরা খেলোয়াড়- আতানা বোনমতি (স্পেন)।
#সেরা গোলরক্ষক (গোল্ডেন গ্লাভস)- মেরি আর্পস (ইংল্যান্ড)।
#সেরা উদীয়মান খেলোয়াড়- সালমা প্যারালুয়েলো (স্পেন)।

বাংলা সাহিত্যের ১৯ জন কবির সাহিত্য কর্ম 🌺
19/08/2023

বাংলা সাহিত্যের ১৯ জন কবির সাহিত্য কর্ম 🌺

14/08/2023

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’ উদ্বোধন করবেন- আগামী ২৮ অক্টোবর।

11/08/2023

যুক্তরাষ্ট্র পুনরায় ইউনেস্কোর সদস্যপদ ফিরে পায়- ১০ জুলাই ২০২৩ (১৯৪তম সদস্য)।
অর্থাৎ ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা- ১৯৪।

11/08/2023

নতুন আরও ২টি পোশাক কারখানা পরিবেশবান্ধব সবুজ কারখানার সনদ পেয়েছে।বাংলাদেশে এখন বিশ্ব স্বীকৃত সবুজ কারখানার সংখ্যা ২০০টি।

10/08/2023

দেশের ভৌগলিক নিদের্শক (GI) পণ্য এখন ১৭টি
✅ প্রথম GI পণ্য : জামদানি
▪️নিবন্ধিত : ১ সেপ্টেম্বর ২০১৫
▪️সনদ ইস্যু : ১৭ নভেম্বর ২০১৬
▪️ আবেদনকারী : বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (BSCIC)।
✅ ১৭তম GI পণ্য : নাটোরের কাঁচাগোল্লা
▪️নিবন্ধিত : ৩০ মার্চ ২০২৩
▪️সনদ ইস্যু : ৮ আগস্ট ২০২৩
▪️ আবেদনকারী : শামীম আহমেদ, জেলা প্রশাসকের কার্যালয়, নাটোর

Address

Pabna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Juwel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share