09/08/2024
ক ও-কার কো, ট আ-কার টা, কোটা
বর্তমানে সারাদেশেই কোটা-সংস্কার নিয়ে ব্যাপক পরিসরে আন্দোলন চলছে। বিদ্রোহের জের ধরে পুলিশ, রাজনৈতিক গ্রুপের সাথে সংঘর্ষে অনেকে নিহত,আহত হয়েছেন। যার নেপথ্যে বিভিন্ন কারণ থাকলেও রক্তারক্তি কখনোই কাম্য নয়। প্রায় ৫৬ শতাংশ কোটা এবং অন্যান্য প্রশ্ন ফাঁসের ফলে মেধাবী,যোগ্যদের সঠিক মূল্যায়ন সম্ভবপর হচ্ছে না। তথাকথিত বুদ্ধিজীবী ব্যক্তিগণ আন্দোলনকারীদের রাজাকার আখ্যা দিয়ে অপমানিত করছেন। ইনাদের ইন্ধনেই বিশৃঙ্খলা বেড়ে চলছে। ঢাকা বিশ্ব বিদ্যালয়ে সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা কোটা সংস্কারের দাবি জানিয়েছেন। মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী, পোষ্যদের অযৌক্তিকভাবে কোটা দান কখনোই ফলপ্রসূ হতে পারেনা। সর্বোচ্চ ১০-১৫ শতাংশ কোটা দেওয়া যেতে পারে। মুক্তিযোদ্ধার সন্তান এই সুবিধা ভোগের এখতিয়ার রাখলেও নাতি-পুতি কোনোভাবেই পায় না। তবে হ্যাঁ, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধীদের এগিয়ে নিতে বাড়তি সুবিধা দিতে হবে। সর্বোপরি, তুচ্ছ অথচ অর্থবহ বিষয়টি পর্যালোচনা ও সংস্কারের দাবি রাখে।
লেখার সময়কালঃ ১৭/০৭/২০২৪, রাত-৮ঃ২৭