28/06/2025
সতর্কীকরণ পোস্ট।
Holy Gift এর একটা প্রোডাক্ট কিনেছিলাম, SteadFast Courier এর মাধ্যমে প্রোডাক্টটি ডেলিভারি করে ওনারা, প্রোডাক্ট হাতে পাওয়ার পরে, শুক্রবার ২৫/০৬/২৫ রাত আনুমানিক ০৮ টার দিকে আমাকে ফোন দিয়ে বলে আপনি লটারি পেয়েছেন একটি ফ্রিজ ১৮৯০/- টাকা পার্সেল পাঠানোর জন্য বিকাশ করেন। বিকাশ নম্বর বলে পার্সেলের ওপরে যে Holy Gift এর নম্বর ছিলো সেটা।
সোসাল মিডিয়াতে Holy Gift একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান কিন্তু তাদের নম্বরেই বিকাশ করতে বলে প্রতারক চক্র এটা বোধগম্য না।