A Shondha

A Shondha ∙──༅༎﷽༎༅──∙
﷽﷽𝐀𝐬𝐬𝐚𝐥𝐚𝐦𝐮𝐥𝐚𝐢𝐤𝐮𝐦﷽﷽
🖤لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّه🖤
(258)

Jasmine 🤍
27/09/2024

Jasmine 🤍

26/09/2024

রোবট হবো!
ব্যা'থা নেই, কথা নেই, শ'খ নেই, দুঃখ নেই, অনুভুতি নেইই।💔

19/09/2024

আপনি যেভাবে জীবনযাপন করছেন সেটা অনেকের কাছে হয়তো স্বপ্ন। তাই হতাশ না হয়ে শুকরিয়া আদায় করুন। আলহামদুলিল্লাহ!🤍🥹

19/09/2024

তুমি চেয়েছিলে
তোমার চোখে তাকাই— আমি তাকালাম,
তুমি চেয়েছিলে কাছে ডাকি— আমি ডাকলাম,
তুমি চেয়েছিলে পাশে বসি— আমি বসলাম।
তারপর আমি বললাম, থেকে যাবে তো?
তুমি বললে ছাড়বো না কখনো।
আমি বললাম, আমি কবিতা ভালবাসি।
তুমি বললে কবিতা হবো।
ডাক দিয়ে পাশে বসিয়ে—
আমি লিখতে বসলাম তোমার চোখে চেয়ে।

তারপর কেটে গেলো আড়াই বসন্তের কবিতার দিন। আবৃত্তি করবো ভেবে যখন সুরে তুললাম তুমি তখন মনের বাইরে একটু একটু করে দূরে সরিয়ে দিচ্ছো! অতঃপর কবিতার মৃত্যুতে নোটিশ টানিয়ে বললে, তোমার চোখ নেই, কান নেই, ডাক শুনো না আমার, মাটিতে বসতে পারো না?

আমি বুঝলাম অবশেষে—
তুমি কবিতা নও, অংক ছিলে। আমি ঠিক বুঝতে পারিনি, কবিতা ভেবে মুখস্থ করে নিয়েছিলাম।
কিন্তু অংক মুখস্থ করে লাভ নেই সূত্র বুঝতে হবে।
ছেড়ে যাওয়ার কথায় আমি আকুলতা উদযাপন করে দারস্থ যখন তোমার চোখে,
তুমি তখন হিসাব বিজ্ঞানের জটিল সমীকরণের মতোই তোমার মনের অনিশ্চিত হিসাব দেখিয়ে ডেবিট ক্রেডিটের দেয়াল তুলে দিলে।
আমাকে ছেড়ে যাওয়ার দেয়াল দেখিয়ে দিলে অজুহাত নামক যন্ত্রে যাতনার অংক।
আমি বললাম, ভালবাসি এখানে অজুহাত বেমানান। তুমি বললে, আমি দেনাদার তুমি পাওনাদার।
হিসাব বিজ্ঞানের চুড়ান্ত হিসাব ফলাফল যেখানে দুজনের জন্য দু'টো আলাদা ঘর, মাঝখানে দৃশ্যমান দেয়াল। বুঝো না?

আমি এবার সত্যি সত্যি বুঝলাম, আমি কবিতা ভালবাসতাম তুমি অংকে পাকা মানুষ।

★তবে তুমি এটাও জানো না আমি উপন্যাসে ও বিভোর থাকি ❤️‍🩹❤️‍🩹

19/09/2024

একটা শায়েরী পড়লাম, লেখাটা এমন যে,

“আমি আপনাকে বদদোয়া দিবো না, যদি আপনি মনে করেন আপনি আমার সাথে “ঠিক”করেছেন, তাহলে এমন অনেক “ঠিক” যেনো আপনার সাথেও হয়”
WOW!😌❤️

18/09/2024

Alhamdulillah For Everything...🤲❤️

18/09/2024

ডিয়ার আমি,

'বন্ধু' বানাতে সাবধান! তুমি যাদের বন্ধু ভাবো,তারা তোমাকে বন্ধু ভাবেনা! কারো সুন্দর কথায় গলে যেও না! কাউকে খুব তাড়াতাড়ি 'অতি আপন' ভাবার দরকার নাই! কারো খুব কাছে যেতে সাবধান! খুব কাছে গিয়েই অনেক বার কষ্ট পাইসো! নিজেকে ভালোবাসো! নিজেকে ভালোবাসো!নিজেকে ভালোবাসো! নিজেকে ভালোবাসার বিকল্প আর নাই! যতো খারাপ সময় ই আসুক না কেনো,তোমার তুমি থাকলেই দেখবা কষ্ট কমে গেছে অর্ধেক! প্যারা নেওয়া যাবেনা,ভেঙে পড়া যাবেনা,হতাশ হয়ে গেলেও উঠে দাঁড়ানো শিখা লাগবে ব্রো! ভালো থেকে 'ডিয়ার আমি!' ভালো থাকতেই হবে! ❤️

18/09/2024

মানুষ হয়েও আজ মানুষ কে, বেশি ভয় পাই, কারণ মানুষ হলো বহুমুখী নিজের স্বার্থের জন‍্য প্রতি মৃহর্তে রং বদলায়!😌

18/09/2024

চলো সবাই মিলে আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ 🤲❤️

Address

Pabna

Telephone

+8801880753035

Website

Alerts

Be the first to know and let us send you an email when A Shondha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share