
27/07/2024
হুন্ডি ব্যাবসায়ীরা ডলার, পাউন্ড, রিংগিত, ইউরোতে কিংবা অন্য দেশের মূদ্রার বিপরীতে টাকার যা রেট দেয়, ব্যাংক তার থেকে অনেক ভালো রেট দেয় প্লাস ইনসেনটিভ।
আমি ইংল্যান্ড থেকে এক পাউন্ডে ব্যাংকের মাধ্যমে দেশে ১৪০ টাকা পেলে কোন দু:খে মা-বাবাকে হুন্ডি ব্যাবসায়ীদের মাধ্যমে ১৩৭ টাকা রেটে পাঠাবো ৩ টাকা লস করে?
ব্যাংকে পাঠালে প্রতি এক লাখে ভালো রেইটের পাশাপাশি এক্সট্রা ইনসেনটিভ পাই ৪ হাজার।
বাঙালি দুই টাকার জন্য যুদ্ধ বাধায় আর এইসব জিনিস মাথায় রাখবেনা? এরা টাকার হিসেব খুবই ভালো বুঝে। এত কষ্টের টাকা কেইবা এক্সচেঞ্জ রেইট কম পেতে চাইবে?
হুন্ডি ফাঁদে পড়ে কিছু টাকা খোয়ানোর সাময়িক শখ কয়েক সপ্তাহ পর মিটে যাবে।
মূলত হুন্ডির মাধ্যমে দেশের কালো টাকা বিদেশে পাচার করা হয়।।