18/11/2024
মেয়েটা immature, বেশি emotional, পাগলামি করে সারাক্ষণ, জ্বালায় আপনাকে তাইনা ? তাহলে শুনুন-
Immaturity is beauty.
Immaturity is innocent & loyalty
Immaturity is feel, fear & pure.
Immaturity is soul, love, care & cure.❤
দুজনে সারাক্ষণ Mature দের মত আচরণ করলে সেটা আর ভালোবাসা থাকে নারে ভাই। সেখানে একটা আত্মসম্মানবোধ দুজনকে সামজিক দায়বদ্ধতা থেকে বাঁধা দেয়। একসাথে থাকাটাই সবকিছু নয়।
ভালোবাসা কোন অফিস না, এখানে এতো punctuality এর কিছু নেই। যে তোমার গায়ের গন্ধটাকে এখনো প্রিয় একটা গন্ধ বানাতে পারে নি, তুমি একদিন না থাকলে যে তোমার জন্য একবেলা মিস করে ঘুমাতে পারে নি,যাকে পিছন থেকে চোখে ধরলে বুঝতে পারে না এটা কার হাত,সেখানে maturity দিয়ে তুমি কি করবা বলো তো?
কি হবে জীবনে এত mature আর perfect মানুষ খুঁজে, যদি সেখানে ভালোবাসাই না থাকে, যদি বছরের পর বছর একসাথে কাটানোর পরও নিজেদের একটা গল্পই না থাকে।
যদি মনে কর, তোমার মানুষটাকে perfect আর alrounder হতেই হবে, তাহলে তুমিও জেনে রাখো,সে perfect হলে তোমাকে নয় তোমার থেকে আরো ভালো কাউকে deserve করবে। ভালবাসার জন্য perfection এর দরকার পরেনা, ভালবাসতে গেলে সুন্দর একটা মনের মানুষের প্রয়োজন হয়❤️
খুব সহজভাবে বলি, মানুষ কখনো Perfect হতে পারে না।
কারন Perfect মানেই হল পূর্ণ,সম্পূর্ণ । Perfect মানুষের কোন কিছুর প্রয়োজন হয় না। সুতরাং যে Perfect তার আপনাকেও দরকার নেই ।💔
আর মানুষ কখনো পারফেক্ট হয়না, নিজের মতো করে পারফেক্ট বানিয়ে নিতে হয়।💝