25/09/2023
বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল দেশ ছাড়বে বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে। তবে এখনও ঘোষণা হয়নি বিশ্ব আসরের চূড়ান্ত স্কোয়াড। দল ঘোষণার আগে আবারও শোনা যাচ্ছে সাকিব-তামিমের দ্বন্দ্বের খবর।
তারা কি সত্যি দেশের হয়ে খেলে? তা না হলে বিশ্বকাপ এ তামিম কেন ৫ ম্যাচ খেলবে, আর সাকিব আল হাসান এই খবর জানার পর বলেন যে তামিম এমন কথা বললে সে বিশ্বকাপ ই খেলবেনা। তাদের মতো সিনিয়র প্লেয়ারদের এরকম করা ঠিক? 💔😅❤️🩹৷ Source. ( somoynews.tv TSports)