শূন্যতা

শূন্যতা 🥀🥀🥀

16/09/2025

কুত্তা পাললে আপনি স্মার্ট,
আর গরু পাললে ক্ষ্যাত। যারা এমনটা মনে করে তারা গরুর দুধের চা বাদ দিয়ে কুত্তার দুধের চা খাইয়েন!

03/09/2025

একটা মে‌য়ে বাবার দা‌রিদ্রতা মে‌নে নি‌তে পা‌রে কিন্তু স্বামীরটা না কারন স্বামী বদ‌লে ফেলার অপশন থা‌ক‌ে কিন্তু বাবা‌ বদ‌লে ফেলার কোন অপশন থা‌কে না ।

21/08/2025

কা‌রে ভা‌লো বল‌বো ! সু‌যোগ পে‌লে সবাই মি‌লে‌মি‌শে চু‌রি‌তে ব‌্যস্ত 😞😞😞 পাথর চু‌রি

15/08/2025

আপনার সন্তানকে কর্ম শেখান, নইলে বড় হয়ে, তেল মেরে নেতাকে দ্বিতীয় বাপ বানাবে।

আলজেরিয়ার এক ব্যক্তি রাতে রাস্তার এক খোলা গর্ত দেখে চিন্তিত হয়ে পড়ে।🤔তিনি ভাবলেন, কেউ গর্তে পড়ে দুর্ঘটনায় না পড়ে – তাই...
09/08/2025

আলজেরিয়ার এক ব্যক্তি রাতে রাস্তার এক খোলা গর্ত দেখে চিন্তিত হয়ে পড়ে।🤔

তিনি ভাবলেন, কেউ গর্তে পড়ে দুর্ঘটনায় না পড়ে – তাই সতর্ক করতে গর্তে এক মোটা ডাল গেঁথে রাখলেন।

গর্তে আর কেউ পড়ল না, কিন্তু গাছের ডাল দেখে হঠাৎ ভয় পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ১৩ জন মারা গেল।🙂🙂
©

জুনায়েদ পলক। তরুণ বয়সে এমপি এরপর মন্ত্রী।  এখন জেলখানায়!  চোখে পানি!  গতকাল আমি খুলনা নতুন জেলখানার ভেতরে ঘুরে দেখলাম। ক...
25/07/2025

জুনায়েদ পলক। তরুণ বয়সে এমপি এরপর মন্ত্রী।

এখন জেলখানায়! চোখে পানি!
গতকাল আমি খুলনা নতুন জেলখানার ভেতরে ঘুরে দেখলাম। কেমন দম বন্ধ লাগছিল৷ অথচ এই রকম একটা জেলের একটা ছোট্ট খোপে বন্দি হতে হয়েছে এই মন্ত্রীর। সেখানে কথা বলার মতো মানুষ নেই, মোবাইল নেই! দিন রাতের হিসাব নেই!
কত বছর থাকতে হবে তার ঠিক নেই! হয়তো বাবর সাহেবের মতো বৃদ্ধ বয়সে.. তারপর দল থেকে বাতিলের খাতায়!

একটাই ত জীবন! কী নিদারুণ অপচয়!

ক্ষমতায় থাকাকালীন কী ছিল না?
গাড়ি, বাড়ি, লোকজন, কর্মী, ক্ষমতা, টাকা -- এখন প্রিয় স্ত্রীও নেই৷

এই ছবিটি একটি চরম শিক্ষা! এখন যারা ক্ষমতায়, আগামীতে যারা ক্ষমতায় আসবেন তাঁদের জন্য।
কত প্রভাবশালীরা এখন চুপসে গেছে। কেউ সালাম দেয় না, ভালোমন্দ জিজ্ঞেস করে না। অথচ আগে কী সম্মান!!

এই পলক যাদের জন্য করেছে তারা গুষ্টিশুদ্ধ দেশ ছাড়া। তাদের একজন আত্মীয়ও গ্রেফতার নেই, আটক নেই।

এর আগে লূৎফুজ্জামান বাবরকে দেখেছিলাম! কী প্রভাব! স্বরাষ্ট্রমন্ত্রী!
সে এখন কারামুক্ত হলেও দলের কোথাও নেই। চিকিৎসার জন্য এদেশ সেদেশ!

@ রাজনীতি বড়ই কুটিল খেলা!
Collected

10/07/2025

"চরিত্রবান পুরুষের সাথে কেউ কোনোদিন মেয়ে বিয়ে দেয়নি! দিয়েছে তার সাফল্য বা সামর্থ্যের কাছে। যেমন: পাত্র কি করে?
বেতন কত!

Address

Pabna

Website

Alerts

Be the first to know and let us send you an email when শূন্যতা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category