
20/08/2025
রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের তথ্য ও প্রযুক্তি সেলের প্রযোজনায় 'অনিরুদ্ধ নাট্যদল' এর পূর্ণাঙ্গ পরিবেশনা " শিকড় মাটির কথা বলে" নাটকের শিল্পী সম্মানী প্রদান; যা নাটকের অংশগ্রহনকারী সকল চরিত্র, নির্দেশন,স্টেজ ডিজাইন,মেকাপ আর্টিস্ট সকলের মধ্যে প্রদান করা হয়।
নাটক : " শিকড় মাটির কথা বলে"।
নির্দেশনায়: ধ্রুব ব্যাপারী,সজীব দাস,অত্রি সাহা।