22/02/2025
শুভ জন্মদিন অনিরুদ্ধ নাট্যদল
অনিরুদ্ধ নাট্যদল ৮ বছর পেরিয়ে পদার্পন করলো নবম বছরে!
অনিরুদ্ধ নাট্যদল এর জন্ম হয় ২০১৬ সালের ২১ ফেব্রুয়ারিতে সংগঠনের প্রতিষ্ঠাতা কনক মোহন রায়ের হাত ধরে!
অনিরুদ্ধ নাট্যদল মূলত বিশ্ববিদ্যালয়ের একমাত্র পূর্নাঙ্গ সাংস্কৃতিক সংগঠন,পূর্নাঙ্গ বলার কারন নাট্যচর্চার পাশাপাশি আমরা মূলত সংস্কৃতির সবগুলো ধারা নিয়েই কাজ করি,যেমন নৃত্য,সংগীত,আবৃত্তি,উপস্থাপনা,মাইম সহ নানা ধারা নিয়ে!
এছাড়াও দেশীয় নানা হারিয়ে যাওয়া সংস্কৃতি নিয়েও কাজ করে অনিরুদ্ধ নাট্যদল।
যেমন পালানাট্য,ধামাইল,গম্ভীরা সহ নানা পরিবেশনা।
অনিরুদ্ধ নাট্যদল বিশ্ববিদ্যালয়ে নানা ভিন্নধর্মী অনুষ্ঠান করে থাকে।
যেমন ভালোবাসা দিবসে চিঠি উৎসব,রবীন্দ্র জয়ন্তী,ঘুরি উৎসব সহ প্রতিবছর আয়োজন করা হয় বর্ষা উৎসব
আমাদের আরো একটি আয়োজন শাপা ডে(শাড়ি পাঞ্জাবি দিবস)
অনিরুদ্ধ নাট্যদল এর এখনো পর্যন্ত প্রযোজনা করেছে বেশ কয়েকটি মঞ্চ নাটক থেকে শুরু করে পথ নাটক।
তার মধ্যে উল্লেখযোগ্য হলো আসেন জ্ঞান দেই,ক্ষ্যাপা পাগলার প্যাচাল,নোনা জলের জোয়ার,ভুতের পালা,বটবৃক্ষ,ত্রাসের দেশ,শেকড় মাটির কথাই বলে সহ নানা মঞ্চনাটক।
আমাদের প্রথম পূর্নাঙ্গ নাটক 'শেকড় মাটির কথাই বলে' এর প্রথম মঞ্চায়ন হয় ২০২৪ সালের ৭ই জুন,রূপপূর এ।
অনিরুদ্ধ নাট্যদল কাজ করেছে দেশবরেণ্য চলচিত্রকার অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় সিনেমা 'রিকশাগার্ল' সিনেমায়।
এছাড়াও আন্তর্জাতিক একটা সিনেমায় আমাদের ভয়েস আর্টিস্ট রা কাজ করেছে।
বিভিন্ন টিভিসি থেকে শুরু করে দেশের নানা জায়গায় সার্থকতার সাথে আমাদের শিল্পীরা কাজ করছে।
অনিরুদ্ধ নাট্যদলের মূলমন্ত্র হচ্ছে 'বুদ্ধিবৃত্তিক প্রগতির পথে নাট্যচর্চা হোক সংগ্রামী হাতিয়ার'
সেই সংগ্রাম কে সাথে নিয়েই দেশীয় সংস্কৃতির বোধ কে আরো সুন্দর ভাবে এগিয়ে নিয়ে যেতে অনিরুদ্ধ নাট্যদল প্রতিজ্ঞাবদ্ধ!
নাট্যদলের সাথে আপনাদের নিজস্ব স্মৃতির পাতা থেকে ছবি দিতে পারেন কমেন্ট বক্সে!