অনিরুদ্ধ নাট্যদল

অনিরুদ্ধ নাট্যদল বুদ্ধিভিত্তিক প্রগতির পথে, নাট্যচর্চা হোক সংগ্রামী হাতিয়ার।

অনিরুদ্ধ নাট্যদলের পক্ষ থেকে জানাই 'শুভ নববর্ষ ১৪৩২' এর শুভেচ্ছা~
14/04/2025

অনিরুদ্ধ নাট্যদলের পক্ষ থেকে জানাই 'শুভ নববর্ষ ১৪৩২' এর শুভেচ্ছা~

বিশ্ব থিয়েটার দিবস এর শুভেচ্ছা 🎭
27/03/2025

বিশ্ব থিয়েটার দিবস এর শুভেচ্ছা 🎭

'বুদ্ধিবৃত্তিক প্রগতির পথে নাট্যচর্চা হোক সংগ্রামী হাতিয়ার' এই স্লোগান কে সামনে রেখে অষ্টম বছর পেরিয়ে অনিরুদ্ধ নাট্যদল প...
22/02/2025

'বুদ্ধিবৃত্তিক প্রগতির পথে নাট্যচর্চা হোক সংগ্রামী হাতিয়ার' এই স্লোগান কে সামনে রেখে অষ্টম বছর পেরিয়ে অনিরুদ্ধ নাট্যদল পদার্পন করলো নবম বছরে~
আপনাদের ভালোবাসায় বেঁচে থাকুক আপনাদের সবার ভালোবাসার অনিরুদ্ধ💙

পোষ্টার নির্দেশনা-দীপাঞ্জন কর্মকার

অনিরুদ্ধ ৮ পেরিয়ে ৯ এ~শুভ জন্মদিন অনিরুদ্ধ নাট্যদল 🌿🌿
22/02/2025

অনিরুদ্ধ ৮ পেরিয়ে ৯ এ~

শুভ জন্মদিন অনিরুদ্ধ নাট্যদল 🌿🌿

শুভ জন্মদিন অনিরুদ্ধ নাট্যদলঅনিরুদ্ধ নাট্যদল ৮ বছর পেরিয়ে পদার্পন করলো নবম বছরে!অনিরুদ্ধ নাট্যদল এর জন্ম হয় ২০১৬ সালের ২...
22/02/2025

শুভ জন্মদিন অনিরুদ্ধ নাট্যদল
অনিরুদ্ধ নাট্যদল ৮ বছর পেরিয়ে পদার্পন করলো নবম বছরে!

অনিরুদ্ধ নাট্যদল এর জন্ম হয় ২০১৬ সালের ২১ ফেব্রুয়ারিতে সংগঠনের প্রতিষ্ঠাতা কনক মোহন রায়ের হাত ধরে!
অনিরুদ্ধ নাট্যদল মূলত বিশ্ববিদ্যালয়ের একমাত্র পূর্নাঙ্গ সাংস্কৃতিক সংগঠন,পূর্নাঙ্গ বলার কারন নাট্যচর্চার পাশাপাশি আমরা মূলত সংস্কৃতির সবগুলো ধারা নিয়েই কাজ করি,যেমন নৃত্য,সংগীত,আবৃত্তি,উপস্থাপনা,মাইম সহ নানা ধারা নিয়ে!
এছাড়াও দেশীয় নানা হারিয়ে যাওয়া সংস্কৃতি নিয়েও কাজ করে অনিরুদ্ধ নাট্যদল।
যেমন পালানাট্য,ধামাইল,গম্ভীরা সহ নানা পরিবেশনা।
অনিরুদ্ধ নাট্যদল বিশ্ববিদ্যালয়ে নানা ভিন্নধর্মী অনুষ্ঠান করে থাকে।
যেমন ভালোবাসা দিবসে চিঠি উৎসব,রবীন্দ্র জয়ন্তী,ঘুরি উৎসব সহ প্রতিবছর আয়োজন করা হয় বর্ষা উৎসব
আমাদের আরো একটি আয়োজন শাপা ডে(শাড়ি পাঞ্জাবি দিবস)

অনিরুদ্ধ নাট্যদল এর এখনো পর্যন্ত প্রযোজনা করেছে বেশ কয়েকটি মঞ্চ নাটক থেকে শুরু করে পথ নাটক।
তার মধ্যে উল্লেখযোগ্য হলো আসেন জ্ঞান দেই,ক্ষ্যাপা পাগলার প্যাচাল,নোনা জলের জোয়ার,ভুতের পালা,বটবৃক্ষ,ত্রাসের দেশ,শেকড় মাটির কথাই বলে সহ নানা মঞ্চনাটক।
আমাদের প্রথম পূর্নাঙ্গ নাটক 'শেকড় মাটির কথাই বলে' এর প্রথম মঞ্চায়ন হয় ২০২৪ সালের ৭ই জুন,রূপপূর এ।
অনিরুদ্ধ নাট্যদল কাজ করেছে দেশবরেণ্য চলচিত্রকার অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় সিনেমা 'রিকশাগার্ল' সিনেমায়।
এছাড়াও আন্তর্জাতিক একটা সিনেমায় আমাদের ভয়েস আর্টিস্ট রা কাজ করেছে।
বিভিন্ন টিভিসি থেকে শুরু করে দেশের নানা জায়গায় সার্থকতার সাথে আমাদের শিল্পীরা কাজ করছে।
অনিরুদ্ধ নাট্যদলের মূলমন্ত্র হচ্ছে 'বুদ্ধিবৃত্তিক প্রগতির পথে নাট্যচর্চা হোক সংগ্রামী হাতিয়ার'
সেই সংগ্রাম কে সাথে নিয়েই দেশীয় সংস্কৃতির বোধ কে আরো সুন্দর ভাবে এগিয়ে নিয়ে যেতে অনিরুদ্ধ নাট্যদল প্রতিজ্ঞাবদ্ধ!

নাট্যদলের সাথে আপনাদের নিজস্ব স্মৃতির পাতা থেকে ছবি দিতে পারেন কমেন্ট বক্সে!

অনিরুদ্ধ নাট্যদল এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর শুভেচ্ছা🌿ভাষা হোক উন্মুক্ত🌿স্থান- কেন্দ্রীয় শহিদ...
21/02/2025

অনিরুদ্ধ নাট্যদল এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর শুভেচ্ছা🌿
ভাষা হোক উন্মুক্ত🌿
স্থান- কেন্দ্রীয় শহিদ মিনার,পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
আল্পনায়- Chitro
©PUST Photographic Society-PUSTPS

18/02/2025

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা মৃদং নৃত্যাঙ্গন পাবিপ্রবি।

অনিরুদ্ধ নাট্যদল পরিবারের পক্ষ থেকে তাদের জন্য রইল অবিরাম শুভকামনা।

তাদের অফিসিয়াল পেজে যুক্ত হয়ে সাথেই থাকুন!

https://www.facebook.com/share/1Fmjyu6ZiT/

মৃদং ( One Whose Body Moves With Notes)

দেশব্যাপী প্রযোজনা কেন্দ্রিক নাট্যকর্মশালায় জেলা শিল্পকলা একাডেমি,পাবনা সহযোগিতা এবং লায়লা ফেরদৌস হিমেল এর রচনা এবং নির্...
08/02/2025

দেশব্যাপী প্রযোজনা কেন্দ্রিক নাট্যকর্মশালায় জেলা শিল্পকলা একাডেমি,পাবনা সহযোগিতা এবং লায়লা ফেরদৌস হিমেল এর রচনা এবং নির্দেশনায় নির্মিত নাটক 'ওরা আসবে' তে অভিনয় করেছে অনিরুদ্ধ নাট্যদল এর শিল্পী আরিফ আহম্মেদ।
অনিরুদ্ধ নাট্যদলের পক্ষ থেকে রইলো শুভকামনা তার নাট্যজীবন এর জন্য।

22/12/2024
অনিরুদ্ধ নাট্যদল এর পক্ষ থেকে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।
16/12/2024

অনিরুদ্ধ নাট্যদল এর পক্ষ থেকে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।

‘কে আছেন ?দয়া করে আকাশকে একটু বলেন -সে সামান্য উপরে উঠুক,আমি দাঁড়াতে পারছি না ।’অথবা‘তোমাকে, শুধু তোমাকে চাই, পাবো?পাই...
14/12/2024

‘কে আছেন ?
দয়া করে আকাশকে একটু বলেন -
সে সামান্য উপরে উঠুক,
আমি দাঁড়াতে পারছি না ।’
অথবা
‘তোমাকে, শুধু তোমাকে চাই, পাবো?
পাই বা না পাই এক জীবনে তোমার কাছেই যাবো।’

-বিদায় প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ🌿

কবির মৃত্যুতে অনিরুদ্ধ নাট্যদল গভীর শোকস্তব্ধ।

Address

Pabna University Of Science And Technology
Pabna
6600

Telephone

+8801773022930

Website

Alerts

Be the first to know and let us send you an email when অনিরুদ্ধ নাট্যদল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অনিরুদ্ধ নাট্যদল:

Share