MHR It is Preach and Spread of Islamic site

আসসালামু আলাইকুম, MHR = MD HAFIZUR RAHMAN, LECTURER AT BMFM বেড়া,পাবনা। 🇧🇩 এটা আমার ফেসবুক অফিসিয়াল পেজ। নিত্য-নতুন কন্টেন পেতে করুন, উৎসাহের জন্য লাইক কমেন্ট ও অন্যদেরকে দেখার জন্য শেয়ার করুন। ধন্যবাদ

06/09/2025

ইসলামে আসলে ঈদ কয়টি? ঈদুল আযহা, ঈদুল ফিতর শুনেছি ঈদে মিলাদুন্নবী কি আছে?

সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়। ২০% বাড়ি ভাড়া এবং ১৫০০ টাকা মেডিকেল ভাতার প্রজ্ঞাপন নিয়ে কেউ ষড়যন্ত্র করলে ৬ লক্ষ শিক...
06/09/2025

সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়। ২০% বাড়ি ভাড়া এবং ১৫০০ টাকা মেডিকেল ভাতার প্রজ্ঞাপন নিয়ে কেউ ষড়যন্ত্র করলে ৬ লক্ষ শিক্ষক-কর্মচারী পরিবারের অভিশাপ তাকে নিশ্চিহ্ন করে দেবে। #হাইলাইটসシ゚ MHR #এমপিএভুক্ত #শিক্ষা_প্রতিষ্ঠান #শিক্ষক

স্মার্ট এনআইডি বিতরণ শুরু! আপনার কার্ড এসেছে কি না, ঘরে বসেই জেনে নিন। ২০২৫ সাল থেকে দেশের বিভিন্ন উপজেলায় আবারও শুরু হ...
06/09/2025

স্মার্ট এনআইডি বিতরণ শুরু! আপনার কার্ড এসেছে কি না, ঘরে বসেই জেনে নিন।
২০২৫ সাল থেকে দেশের বিভিন্ন উপজেলায় আবারও শুরু হয়েছে স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মার্ট এনআইডি) বিতরণ কার্যক্রম। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এ বছর স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম চলবে ধাপে ধাপে, এবং অগ্রাধিকার পাচ্ছেন ২০০৮ সাল থেকে ২০১৯ সালের মধ্যে ভোটার হওয়া নাগরিকরা।

কিভাবে জানবেন আপনার স্মার্ট কার্ড তৈরি হয়েছে কি না?

আপনার স্মার্ট এনআইডি কার্ড তৈরি হয়েছে কিনা তা জানার জন্য খুব সহজেই অনলাইনে চেক করতে পারবেন। এজন্য আপনাকে www.nidw.gov.bd ওয়েবসাইটে গিয়ে ‘Smart Card Status Check’ অপশনে ক্লিক করতে হবে।

এরপর, আপনার বর্তমান এনআইডি নম্বর, জন্মতারিখ এবং প্রদত্ত ক্যাপচা কোড দিয়ে ফর্মটি পূরণ করে সাবমিট করুন।

যদি দেখা যায় “স্মার্ট কার্ডের কোন তথ্য পাওয়া যায়নি”, তাহলে বুঝতে হবে আপনার কার্ডটি এখনো তৈরি হয়নি এবং আপনি এই ধাপে স্মার্ট কার্ড পাচ্ছেন না।

আর যদি স্ট্যাটাসে “Completed” লেখা আসে এবং একটি বক্স আইডি নম্বর দেখা যায়, তাহলে বুঝতে হবে আপনার স্মার্ট কার্ড প্রস্তুত।

কোথা থেকে ও কিভাবে সংগ্রহ করবেন?

যদি আপনার স্মার্ট কার্ড প্রস্তুত থাকে, তাহলে দুটি উপায়ে আপনি তা সংগ্রহ করতে পারবেন:

নির্ধারিত তারিখে নির্ধারিত স্থানে
নির্বাচন কমিশন নির্ধারিত সময় ও তারিখে স্থানীয় স্কুল, মাদ্রাসা বা উন্মুক্ত স্থানে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম চালাবে। ঘোষিত সময় অনুযায়ী সেখানে গিয়ে এনআইডি কার্ড বা ডেলিভারি স্লিপ দেখিয়ে কার্ড সংগ্রহ করা যাবে।

উপজেলা নির্বাচন অফিস থেকে সরাসরি
কেউ চাইলে সরাসরি নিজ নিজ উপজেলা নির্বাচন অফিস থেকে স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারবেন। এক্ষেত্রে এনআইডি কার্ড বা ডেলিভারি স্লিপ সঙ্গে নিয়ে যেতে হবে।

শেষ কথা

স্মার্ট এনআইডি কার্ড এখন শুধু পরিচয়পত্র নয়, বরং নাগরিক সেবা গ্রহণে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। তাই সময়মতো নিজের কার্ডের অবস্থা জেনে নেওয়া এবং নির্ধারিত সময়ে সংগ্রহ করা সবার জন্যই জরুরি।
MHR কে করে পাশে রাখুন।
#হাইলাইটসシ゚

প্রিয় সহকর্মী শিক্ষক মহোদয়গণ এবং শিক্ষকদের শুভাকাঙ্ক্ষী ভাইয়েরা বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন।      করে পাশে রাখুন...
06/09/2025

প্রিয় সহকর্মী শিক্ষক মহোদয়গণ এবং শিক্ষকদের শুভাকাঙ্ক্ষী ভাইয়েরা বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন। করে পাশে রাখুন। #শিক্ষক #শিক্ষা_প্রতিষ্ঠান #এমপিএভুক্ত

কূটনৈতিক তৎপরতা আর কঠোর আন্দোলন,দুই মিলেই হবে২০%বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন। #হাইলাইটসシ゚
06/09/2025

কূটনৈতিক তৎপরতা আর কঠোর আন্দোলন,
দুই মিলেই হবে
২০%বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন।
#হাইলাইটসシ゚

05/09/2025

অটো এমপিও এর জন্য একটি জরুরী আওয়াজ তুলার প্রয়োজন।

 #মাতৃত্বকালিন ছুটি-১। MPOভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে মহিলা শিক্ষক-কর্মচারীগণ প্রসূতি ছুটির জন্য আবেদন করিলে, আবেদনের তারিখ...
05/09/2025

#মাতৃত্বকালিন ছুটি-
১। MPOভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে মহিলা শিক্ষক-কর্মচারীগণ প্রসূতি ছুটির জন্য আবেদন করিলে, আবেদনের তারিখ হতে কিংবা আবেদন না করিলে সন্তান প্রসবের দিন হতে ০৬ মাস ছুটি পাবেন।

২। কোন মহিলা শিক্ষক-কর্মচারী চাকুরির শুরুতে মানে চাকুরিতে যোগদানের সময় যদি তার সন্তানের বয়স ০৬ মাস না হয়ে থাকে তাহলেও যোগদানের তারিখ হতেই সন্তানের বয়স ০৬ মাস না হওয়া পর্যন্ত প্রসূতি ছুটি নিতে পারবেন।

৩। একজন মহিলা শিক্ষক/কর্মচারী চাকুরী জীবনে সর্বোচ্চ ০২ বার মাতৃত্বকালিন ছুটি নিতে পাবেন।
যে কোন আপডেট তথ্য পেতে
MHR এর সাথে থাকুন।
#হাইলাইটসシ゚

১৩ সেপ্টেম্বরের মধ্যে ২০% বাড়ি ভাড়া এবং ১৫০০ টাকা মেডিকেল ভাতা প্রদানের ব্যাপারে কার্যকর পদক্ষেপ দেখতে চাই এবং ১১ অক্টোব...
05/09/2025

১৩ সেপ্টেম্বরের মধ্যে ২০% বাড়ি ভাড়া এবং ১৫০০ টাকা মেডিকেল ভাতা প্রদানের ব্যাপারে কার্যকর পদক্ষেপ দেখতে চাই এবং ১১ অক্টোবরের মধ্যে প্রজ্ঞাপন চাই।
(বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন)
#হাইলাইটসシ゚ #বেসরকারিশিক্ষক

স্কুল ও মাদ্রাসার তিনপাতা ফরম এমপিও আবেদন ফরমের পিডিএফ লিংক👇 দেখতে এলোমেলো হলেও ডাউনলোড করলে ঠিক হয়ে যাবে। #আপডেট ইনফরমে...
01/09/2025

স্কুল ও মাদ্রাসার তিনপাতা ফরম এমপিও আবেদন ফরমের পিডিএফ লিংক👇 দেখতে এলোমেলো হলেও ডাউনলোড করলে ঠিক হয়ে যাবে।
#আপডেট ইনফরমেশন পেতে MHR TECH TALK কে করে পাশে রাখুন।
#হাইলাইটসシ゚ #এমপিও #শিক্ষক #বেসরকারিশিক্ষক #স্কুল #কলেজ #মাদ্রাসা
স্কুলের ফরম https://bit.ly/468ytnk
মাদ্রাসার ফরম https://bit.ly/3JI2TVJ

01/09/2025

শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটিতে দুইবারের বেশি সভাপতি নয়, থাকতে হবে স্নাতক-সমমান ডিগ্রি।https://bit.ly/4me7FIl

ইবতেদাুয় মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয় করণের দাবিতে কোঠর কর্মসূচির হুঁশিয়ারি  #আপডেট ইনফরমেশন পেতে MHR কে   করে পাশে রাখুন।...
01/09/2025

ইবতেদাুয় মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয় করণের দাবিতে কোঠর কর্মসূচির হুঁশিয়ারি #আপডেট ইনফরমেশন পেতে MHR কে করে পাশে রাখুন।
#হাইলাইটসシ゚ #এমপিও #শিক্ষক #বেসরকারিশিক্ষক #স্কুল #কলেজ #মাদ্রাসা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উদ্ভূত পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে শিক্ষ...
01/09/2025

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উদ্ভূত পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়গুলোতে পরিবেশ শান্তিপূর্ণ রাখতে এবং সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখছে। #আপডেট ইনফরমেশন পেতে MHR কে করে পাশে রাখুন।
#হাইলাইটসシ゚ #এমপিও #শিক্ষক #বেসরকারিশিক্ষক #স্কুল #কলেজ #মাদ্রাসা

Address

Md Hafizur Rahman, Santhia
Pabna
6670

Alerts

Be the first to know and let us send you an email when MHR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share