27/04/2025
মন কেনো উদাস, কেন কিছুই ভালো লাগে না,
হৃদয়ে যেন এক অজানা শূন্যতা।
আকাশে মেঘের মিছিল, রাস্তায় নিঃসঙ্গ পদচিহ্ন,
বিলীন হয়ে যায় সব রঙ, শুধু একা আর একা।
স্মৃতির বাষ্পে ভিজে যায় মনের আকাশ,
অথবা সব কিছুই যেন অন্ধকারে ডুবে যায়।
ভালোলাগা আর নেই, আনন্দের তরঙ্গ নেই,
শুধু এক প্রশ্ন, কোথায় হারিয়ে গেল সেই সুখ?
তবুও জীবনের এই নিঃসঙ্গ পথে,
একটি আশার আলো জ্বলে থাকে,🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔😔