আলোকিত কাশিনাথপুর

আলোকিত কাশিনাথপুর Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আলোকিত কাশিনাথপুর, Digital creator, কাশিনাথপুর, সাঁথিয়া-বেড়া-সুজানগর, পাবনা-৬৬৮২।, Pabna.

অন্ধকার ভেদ করে এসো আলোকধারায়...

ব্রিটিশ শাসনামলের জমিদার কাশিনাথ রায়ের নাম অনুসারে কাশিনাথপুর নামকরণ করা হয়।
শিক্ষা-দীক্ষা, শিল্প-সাহিত্য-সংস্কৃতির তীর্থভূমি হিসেবে ইতোমধ্যে কাশিনাথপুর পাবনা জেলার মধ্যে সমহিমায় সমুজ্জ্বল।

24/04/2025
30/03/2025

চমৎকার!

12/03/2025

মাশাল্লাহ

07/03/2025

সুন্দর আয়োজন! ধারাবাহিকভাবে চলুক।

15/02/2025

অপূর্ব। অব্যাহত সাফল্য কামনা করছি।

https://www.prothomalo.com/bangladesh/district/agml96nsbi
15/11/2022

https://www.prothomalo.com/bangladesh/district/agml96nsbi

পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর বাসস্ট্যান্ড এলাকাটি লোকজন আর যানবাহনের ভিড়ে সব সময় সরগরম থাকে। চলাচলের পথে .....

স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুল এর বিশেষ সংযোজন স্কাইলার্ক পথপাঠাগার নিয়ে আজকের প্রথম আলো পত্রিকায় বিশেষ প্রতিবেদন... ht...
15/11/2022

স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুল এর বিশেষ সংযোজন স্কাইলার্ক পথপাঠাগার নিয়ে আজকের প্রথম আলো পত্রিকায় বিশেষ প্রতিবেদন... https://www.prothomalo.com/bangladesh/district/agml96nsbi

 #সম্মানিত অভিভাবক, আপনি আপনার সন্তানকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে নিজ বাসস্থান ছেড়ে ঢাকা-টাঙ্গাইল-বগুড়া-সিরাজগঞ্জ-পা...
04/11/2022

#সম্মানিত অভিভাবক, আপনি আপনার সন্তানকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে নিজ বাসস্থান ছেড়ে ঢাকা-টাঙ্গাইল-বগুড়া-সিরাজগঞ্জ-পাবনায় বাসা ভাড়া নিয়ে যদি থাকতে পারেন, তবে কাশিনাথপুরে কেন নয়? কাশিনাথপুরেও এখন সবধরণের সুযোগ-সুবিধাসম্বলিত মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। গত ১৫ বছর ধরে স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুল বৃহত্তর কাশিনাথপুর এলাকায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাবিস্তারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সুতরাং দূরত্ব কোন বাধা নয়।

#আপনার সন্তানকে কেন স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি করাবেন?

সম্মানিত অভিভাবক, আমরা বলছি না- আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হলেই আপনার সন্তান রথী-মহারথী হয়ে যাবে। এ রকম বাচালতার ইচ্ছে আমাদের কখনও ছিল না, এখনও নেই। ক্লাস চলাকালীন স্কাইলার্ক স্কুল পরিদর্শন করে দেখুন স্কুলের শ্রেণিপাঠ ও নানাবিধ কার্যক্রম।

প্রিয় অভিভাবক, দিন বদলে গেছে। সময় এসেছে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের। রুচিশীল শিক্ষাপদ্ধতি ও উন্নত সুযোগ-সুবিধা লাভের আশায় যে সকল অভিভাবক দূর-দূরান্তে ছুটছেন তাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি, স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুল আপনার সন্তানের লেখাপড়ার সকল চাহিদা পূরণে সক্ষম যুগোপযোগী একটি শিক্ষাপ্রতিষ্ঠান। আমরা অভিভাবকদের বিচক্ষণতা ও বিবেচনাবোধকে সব সময় শ্রদ্ধা করি। আমরা আপনার মেধাবী সন্তানের পাশাপাশি তুলনামূলক কম মেধাসম্পন্ন সন্তানের দায়িত্বও নিতে আগ্রহী। গত ১৫ বছরে সফলতার সাথে দূর্বল শিক্ষার্থীদের মেধার উন্নয়ন ঘটতে পেরে আমরা আনন্দিত। আমরা জানি- একজন সচেতন অভিভাবক হলেন তার সন্তানের জন্য সবচেয়ে বড় বিদ্যাপিঠ। কারণ তিনিই জানেন, তার সন্তানের জন্য প্রয়োজন সেই শিক্ষাপ্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান চিন্তাচেতনায় একজন শিক্ষার্থীকে শুধুমাত্র একাডেমিক সনদ ধরিয়ে দেয় না, একজন মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হওয়ার পেছনে কাজ করে। স্কাইলার্ক ই্ন্টারন্যাশনাল স্কুল কাজে-কর্মে-পথে-পদ্ধতিতে এমনি একটি প্রতিষ্ঠান।

শিক্ষাজীবনের প্রতিটি বছর একজন শিক্ষার্থীর জন্য অতি মূল্যবান। কারণ একটি বছরেই আপনার সন্তানের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মাধ্যমে তার জীবনের গতিধারা পরিবর্তন হতে পারে। স্কুলে ভর্তিতে একজন অভিভাবকের সঠিক ও যথাযথ সিদ্ধান্তের ওপরই নির্ভর করে তার সন্তানের ভবিষ্যৎ। আগামী দিনের বহুমাত্রিক জীবনের প্রত্যাশায় যারা স্বপ্ন দেখতে জানে, গভীর গোপনে যারা বুকের ভেতর পুষে রাখে বহুদূর যাওয়ার বাসনা; আত্মপ্রত্যয়ী, অমিত সম্ভাবনাময় সেইসব কোমলমতি শিক্ষার্থীদের স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুলে আমন্ত্রণ জানাই।

#২০২৩ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত সীমিত সংখ্যক শূন্য আসনে ছাত্রছাত্রী ভর্তি চলছে...

ভর্তি ফরম বিতরণ শুরু : ১ নভেম্বর ২০২২ খ্রি. থেকে
ভর্তি কার্যক্রম : ১৫ নভেম্বর- ৩১ ডিসেম্বর ২০২২ খ্রি. পর্যন্ত
বই বিতরণ : ১ জানুয়ারি ২০২৩ খ্রি.
ক্লাস শুরু : ৫ জানুয়ারি ২০২৩ খ্রি.

 #আজ থেকে ১৫ বছর আগে ২০০৮ খ্রি. বৃহত্তর কাশিনাথপুর অঞ্চলের শিক্ষার জগতে যে শিশুটি (শিক্ষা প্রতিষ্ঠানটি) জন্ম নিয়েছিল সেট...
04/11/2022

#আজ থেকে ১৫ বছর আগে ২০০৮ খ্রি. বৃহত্তর কাশিনাথপুর অঞ্চলের শিক্ষার জগতে যে শিশুটি (শিক্ষা প্রতিষ্ঠানটি) জন্ম নিয়েছিল সেটি হলো আজকের এই সফল শিক্ষাপ্রতিষ্ঠান ‘স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুল’। সেই ছোট্ট শিশুটি হাঁটি-হাঁটি পা-পা করে শৈশব, কৈশোর পেরিয়ে আজ যৌবনে পদার্পন করেছে অর্থাৎ প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে ১টি পরিপূর্ণ সফল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ইতোমধ্যে এখানকার শিক্ষার্থীরা সরকারি মেডিকেল কলেজ, বুয়েট-রুয়েট-কুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রথিতযশা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে স্কাইলার্কের মুখ উজ্জ্বল করেছে। এ দেশের প্রথিতযশা ও বরেণ্য কয়েকজন ব্যক্তি এই শিক্ষা প্রতিষ্ঠানটির উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য হিসেবে সম্পৃক্ত আছেন। বিভিন্ন সময়ে তাদের পদচারণায় মুখরিত হয়েছে স্কাইলার্কের ছোট্ট প্রাঙ্গন। এই সকল গুণীজনদের সদুপদেশ ও প্রেরণা এবং এখানে অধ্যয়নরত ছাত্রছাত্রী ও সম্মানিত অভিভাবকদের সহযোগিতায় এই প্রতিষ্ঠান বহুমুখি এক শিক্ষাকার্যক্রমের মাধ্যমে এগিয়ে যাচ্ছে সামনের দিকে যা বৃহত্তর কাশিনাথপুরের শিক্ষার জগতে একটি মাইল ফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। স্কাইলার্ক স্কুল কর্তৃপক্ষ বাড়িতে বাড়িতে ঘুরে জোর করে শিক্ষার্থী ভর্তি করে না। এ প্রতিষ্ঠান অভিভাবকদের বিচক্ষণতা ও বিবেচনাবোধকে সবসময় শ্রদ্ধা করে।

#স্কাইলার্ক স্কুলে ২০২৩ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত সীমিত সংখ্যক শূন্য আসনে ছাত্রছাত্রী ভর্তি চলছে...

স্কাইলার্কে রয়েছে এক ঝাঁক প্রশিক্ষিত শিক্ষক-শিক্ষিকা :
#প্রধান শিক্ষক
মনিরা পারভীন- বিএসসি (অনার্স) এমএসসি

#স্পোকেন ইংলিশ শিক্ষক
আফজাল সাগর বিএ (অনার্স) এমএ (ঢাকা বিশ্ববিদ্যালয়), ব্রিটিশ কাউন্সিল কর্তৃক সনদপ্রাপ্ত

#সহকারী শিক্ষকবৃন্দ
ফৌজিয়া খাতুন এমএসএস, বিএড
নার্গিস আক্তার বিএ (অনার্স) এমএ (বাংলা)
হোসনেয়ারা হিমু বিএ (অনার্স)এমএ(ইংরেজি)
শাহনাজ পারভীন সোমা বিএ (অনার্স) এমএ
পাপিয়া সুলতানা বিএসএস (অনার্স)এসএসএম
শিরিনা ইয়াসমিন বিএসসি (অনার্স) এমএসসি
জিন্নাতুন নেছা জান্নাতি এমএসএস
সুমা খাতুন বিবিএস (অনার্স) এমবিএস
ইকরাম মন্ডল এমএসএস
আসমা আনম এমএ
সেলিমা পারভিন শিলা এমএ
আরজু পারভীন বিএ (অনার্স) এমএ (বাংলা)
মনোয়ারা খাতুন বিএ (অনার্স) এমএ (বাংলা)
সালেহা খাতুন চুমকি বিএ (অনার্স) এমএ
রেহানা পারভীন বিএসএস(অনার্স) এসএসএম
জিন্নাত ফাতেমা বিএসসি (অনার্স) এমএসসি
সুরুজ আলী এমবিএস
শিউলী খাতুন এসএসএস
সুমাইয়া পারভীন এমবিএস
নাসরিন আমার মিতু বিএসএস
আঞ্জুয়াারা খাতুন বিএ
নাহিদা আক্তার বিএ
তানজিমা আক্তার বিএ
কামরুন্নাহার আঁখি বিবিএস
শামসুন্নাহার তনুজা বিএ
নুরজাহান খাতুন বিএ
ফাহিমা ইয়াসমিন বিএ
কামরুন্নাহার লাকি কৃষি ডিপ্লোমা
ফারহানা ইয়াসমিন বিএ
চামেলী খাতুন বিএ
মনোয়ারা খাতুন বিএ
নাসরিন আক্তার বিএ
নার্গিস ইয়াছমিন বিএসএস
আলমাস আলী বিবিএস
নুরুন্নাহার বিএ
শাহানাজ পারভীন বিএ

Address

কাশিনাথপুর, সাঁথিয়া-বেড়া-সুজানগর, পাবনা-৬৬৮২।
Pabna
6682

Opening Hours

Monday 08:00 - 12:30
Tuesday 08:00 - 12:30
Wednesday 08:00 - 12:30
Thursday 08:00 - 12:30
Saturday 08:00 - 12:30
Sunday 08:00 - 12:30

Telephone

+8801730880760-69

Website

Alerts

Be the first to know and let us send you an email when আলোকিত কাশিনাথপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আলোকিত কাশিনাথপুর:

Share