Witty Sakib

Witty Sakib Hi, I am Sakib. I am a Student, author
and a content creator from Bangladesh.

21/10/2025

কেউ যদি একটু বুঝিয়ে দিতেন, কর্নারে ওই মেয়েটা কি বুঝাচ্ছে আমাদের! 😒


Happy Birthday to my very special friend, NisanYou always make everything brighter with your smile!May your life be full...
17/10/2025

Happy Birthday to my very special friend, Nisan
You always make everything brighter with your smile!
May your life be full of colors, laughter, and sweet memories. অচেনা পথের পথিক

প্রিয় রিপন মিয়া, ভাই আমার নিশ্চয়ই আজকের রাত আপনার জন্য এক বিভীষিকাময়, ভয়ঙ্কর রাত।কিন্তু বিশ্বাস করুন—আপনি শেষ হয়ে যাননি।...
15/10/2025

প্রিয় রিপন মিয়া, ভাই আমার

নিশ্চয়ই আজকের রাত আপনার জন্য এক বিভীষিকাময়, ভয়ঙ্কর রাত।
কিন্তু বিশ্বাস করুন—আপনি শেষ হয়ে যাননি।

আপনার মা জানেন না, এমন এক প্রতিবেদনের ভয়াবহতা কী হতে পারে।
জানলে তিনি কোনোদিনই এমনটা করতেন না।
তিনি তো গ্রামবাংলার সহজ-সরল মা,
ভেবেছেন—সাংবাদিক ডেকে বললে হয়তো সব সমস্যার সমাধান হবে।

আমার ধারণা, আপনার পরিবারও জানে না আপনি কতটা জনপ্রিয়,
কত মানুষ আপনাকে ভালোবাসে।
দেখলাম আপনি মাকে জড়িয়ে ধরে কাঁদছেন—
এটাই আপনার সবচেয়ে বড় অর্জন, সবচেয়ে মূল্যবান উপহার।

মিথ্যে মোহ আর মায়ার পেছনে না ছুটে মায়ের দোয়া নিন, ভাই।
জনপ্রিয়তার চেয়েও সেই দোয়া হাজার গুণ শক্তিশালী।

আপনার ম্যানেজার অনেক কিছু সুন্দরভাবে সামলাতে পারেন,
কিন্তু পারিবারিক বিষয়টায় তার আরও মনোযোগী হওয়া উচিত ছিল।
এই ঘটনায় আপনার অবস্থানও খুব গোছানো ছিল না—
সেটা তাঁর লেখা স্ট্যাটাসেই স্পষ্ট বোঝা যায়।

কেন ‘বউ’-কে ‘ভাবী’ বলতে গেলেন—তা জানি না!
আপনার সন্তান আছে, এ তো আরও আশীর্বাদ, আরও সৌভাগ্য।
ভাইজান, আপনার সরলতা আর আত্মবিশ্বাসই আপনাকে এত দূর নিয়ে এসেছে।
তবে মনে রাখবেন—জনপ্রিয়তা মরীচিকার মতো,
যখন কেউ পাশে থাকবে না, তখন এই পরিবার, এই মা-বাবাই থাকবে।

আমরা আপনাকে হারিয়ে যেতে দেব না, ভাই।
আপনি শুধু আপনার ভুল স্বীকার করে সামনে এগিয়ে যান।
হ্যাঁ, কঠিন হবে—কিন্তু আল্লাহ সেই কঠিনের মধ্যেই আপনার জন্য মঙ্গল রেখেছেন।



08/10/2025
08/10/2025

কনটেন্ট মনিটাইজেশন 😂




05/10/2025

সময় বদলাবে; অপেক্ষার প্রহর একদিন শেষ হবে।




They r new student but over brilliant 🥴••••••••••••  •  •
04/10/2025

They r new student but over brilliant 🥴

•••••••••••


বুকের বাম পাশে এক পশলা জায়গা খালি আছে, শুধু একটা বিশ্বস্ত ভাড়াটিয়ার অপেক্ষা...
01/10/2025

বুকের বাম পাশে এক পশলা জায়গা খালি আছে, শুধু একটা বিশ্বস্ত ভাড়াটিয়ার অপেক্ষা...




আমার কাছে কিছু জমানো ভালোবাসা আছে, তার বিনিময়ে কেউ কি একটু প্রশান্তি উপহার দিবেন? বড্ড উপকৃত হতাম।
29/09/2025

আমার কাছে কিছু জমানো ভালোবাসা আছে, তার বিনিময়ে কেউ কি একটু প্রশান্তি উপহার দিবেন? বড্ড উপকৃত হতাম।

সে সময় নজর টিপ দেয়নি বলে , আজকে দেখতে চোর চোর লাগে‌। তাছাড়া সুন্দর আমিও ছিলাম 😁🌝 • •  •  •
26/09/2025

সে সময় নজর টিপ দেয়নি বলে , আজকে দেখতে চোর চোর লাগে‌। তাছাড়া সুন্দর আমিও ছিলাম 😁🌝




বিষয়টা কোন ভাবে নিব'ও বুঝতেছিনা।• • • •
17/09/2025

বিষয়টা কোন ভাবে নিব'ও বুঝতেছিনা।




Address

Jajalpur Cadet Collage
Pabna
6600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Witty Sakib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share