10/07/2025
"স্ত্রী কেনো প্রিয় নারী হতে পারে না?"
একটা প্রশ্ন, যা হয়তো অনেকেই চুপচাপ মনের ভেতরে রাখে...
কখনো মুখে আনে না, কিন্তু ভেতরে ভেতরে ভাবতে থাকে।
বাস্তবতা হলো—প্রেমে যাকে আমরা ‘প্রিয় নারী’ বলি, বিয়ের পরে সে-ই হয় স্ত্রী।
তবু কেনো যেনো সময়ের সাথে ‘প্রিয়’ শব্দটা হারিয়ে যায়!
স্ত্রী তো সেই নারী—
যে তোমার ঘর বানায়, সংসার গড়ে, সন্তানকে মানুষ করে,
যে তোমার সব অভাব, কষ্ট, ব্যর্থতা—সব সহ্য করে পাশে থাকে।
তবু সেই নারী কেনো প্রিয় নয়?
কারণ আমরা প্রিয় বলতে বুঝি নতুনত্ব, রোমাঞ্চ, অনিশ্চয়তা,
আর স্ত্রী মানেই যেনো দায়িত্ব, অভ্যাস, নিশ্চিততা—
এই মানসিকতাই আমাদের সমাজে স্ত্রীকে প্রিয় নারী হতে দেয় না।
প্রিয় নারীকে সময় দিই, ভালোবাসা দিই, আদর দিই,
কিন্তু স্ত্রীকে দিই দায়িত্ব, দায়িত্ব, আর শুধু দায়িত্ব।
আমরা ভুলে যাই, স্ত্রীও এক সময়ের ‘প্রেমিকা’ ছিলো!
তার হাসিতে একসময় বুক কাঁপতো, চোখে তাকালে সময় থেমে যেতো।
একটা কথা মনে রাখো—
যে পুরুষ তার স্ত্রীকেই ‘প্রিয় নারী’ বানাতে পারে,
সে-ই হয় জীবনের সবচেয়ে সুখী মানুষ।
স্ত্রীকে প্রিয় বানাতে প্রেমিক হতে হয়, শাসক নয়।
সঙ্গী হতে হয়, মালিক নয়।
বন্ধু হতে হয়, বিচারক নয়।
তোমার ঘরের নারীটাকে প্রতিদিন একটু ভালোবাসা দাও,
একটু প্রশংসা দাও, একটু সময় দাও—
দেখবে, সে-ই হবে তোমার সবচেয়ে প্রিয় নারী।
তোমার স্ত্রীকে প্রতিদিন একবার হলেও বলো আমি তোমাকে ভালোবসি দেখবে তোমার ঘরে শুধু সুখ আর সুখ ❤️🧡🤎💝💛💙💜