জিবনের গল্প, Life Story

জিবনের গল্প, Life Story আমাদের পেজে ফলো দিয়ে আমাদের সাথে থাকুন আর নতুন নতুন গল্প উপভোগ করুন।

মেয়েটি মা হবার জন্য বদমাশ স্বামীর সঙ্গে পড়ে যা ঘটায়!মিতু একজন সরল, ভদ্র ও স্বপ্নবিলাসী তরুণী। ছোটবেলা থেকেই তার ইচ্ছে...
26/08/2025

মেয়েটি মা হবার জন্য বদমাশ স্বামীর সঙ্গে পড়ে যা ঘটায়!

মিতু একজন সরল, ভদ্র ও স্বপ্নবিলাসী তরুণী। ছোটবেলা থেকেই তার ইচ্ছে ছিল ভালো একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাবে, ভালোবাসা আর যত্নে তার ঘর ভরে উঠবে। মা হওয়ার স্বপ্নও তার মনের গভীরে ছিল, যেন একটুকরো স্বর্গের মতো অনুভূতি। কিন্তু জীবনের বাস্তবতা তার সেই স্বপ্নকে নির্মমভাবে চূর্ণ করে দেয়।

মিতুর বিয়ে হয় রাসেল নামক একজনের সঙ্গে। শুরুতে রাসেল ছিল ভদ্র, রোমান্টিক আর মায়াবী। মিতু ভাবতে শুরু করেছিল, সত্যি ভাগ্য তার পক্ষে। কিন্তু বিয়ের কিছুদিন পরই রাসেলের আসল রূপ ধরা পড়ে। সে ছিল একজন চরম রকমের স্বার্থপর, মাদকাসক্ত, রাগী ও হিংস্র মানুষ। মিতুকে প্রায়শই মারধর করত, অপমান করত, এমনকি তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত।

মিতু প্রথমে ভেবেছিল সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। কিন্তু দিনদিন অবস্থা খারাপ হতে থাকে। রাসেল সন্তান চায় না—এই অজুহাতে মিতুকে নানা রকম ওষুধ খাওয়াতো, কখনও জোর করে। কিন্তু মিতু চুপচাপ মেনে নিত সব, কারণ সে মা হতে চায়। সে জানে, একটি সন্তানের আগমনে তার জীবনে আলো আসবে, হয়তো সেই সন্তানই তাকে নতুন শক্তি দেবে এই দুঃসহ জীবনের বিরুদ্ধে দাঁড়াতে।

একদিন, মিতু গোপনে একজন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে। ডাক্তার জানায়, সে মা হতে পারবে, কিন্তু রাসেল যদি জোর করে ওষুধ খাওয়াতে থাকে তাহলে তা বিপজ্জনক। সেই থেকে মিতু কৌশলে নিজেকে রক্ষা করতে শেখে। ওষুধ খাওয়ার ভান করে, কিন্তু ফেলে দেয়। নিজের শরীর ও ভবিষ্যৎ রক্ষায় সচেতন হয়ে ওঠে।

অবশেষে, একদিন মিতু জানতে পারে সে গর্ভবতী। খবরটা শুনে রাসেল আরো রেগে যায়, চিৎকার করে, মিতুকে মারার চেষ্টা করে। কিন্তু এবার মিতু চুপ করে থাকে না। সে সাহস নিয়ে পুলিশের সাহায্য নেয়। প্রতিবেশীদের সামনে সমস্ত ঘটনা খুলে বলে। রাসেলকে গ্রেপ্তার করা হয়, এবং আদালতের নির্দেশে তার থেকে মুক্তি পায় মিতু।

এই পুরো ঘটনায় মিতু বুঝতে পারে, একজন নারী শুধু সহ্য করেই নয়, সাহস দেখিয়ে, প্রতিবাদ করেই নিজের স্বপ্ন পূরণ করতে পারে। তার মা হওয়ার যাত্রা ছিল কণ্টকাকীর্ণ, কিন্তু সে হাল ছাড়েনি। এখন সে শুধু একজন মা নয়, একজন সংগ্রামী নারীর প্রতীক, যে বদমাশ স্বামীকেও ঠেকিয়ে তার মাতৃত্ব রক্ষা করতে পেরেছে।

এই গল্প শুধু মিতুর নয়, হাজারো নারীর যারা কষ্ট সহ্য করে, কিন্তু একদিন নিজের জন্য দাঁড়াতে শেখে। সমাজে এমন সাহসী নারীদের কাহিনি আলো হয়ে জ্বলে উঠুক প্রতিটি ঘরে।

ছেলেটি জানতো না যাকে সে বিয়ে করেছে, সে কোন সাধারণ মেয়ে নারাহুল, এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে, সদ্য একটি ছোট চাকরি...
26/08/2025

ছেলেটি জানতো না যাকে সে বিয়ে করেছে, সে কোন সাধারণ মেয়ে না

রাহুল, এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে, সদ্য একটি ছোট চাকরি পেয়েছে। জীবনের প্রতি তার চাহিদা ছিল অল্প, আর স্বপ্ন ছিল স্বচ্ছ ও সরল। নিজের পরিবারের ইচ্ছেতে এক সুন্দরী, শান্তশিষ্ট ও নম্র মেয়েকে বিয়ে করেছিল সে। মেয়েটির নাম ছিল অরণী। বিয়ের সময় রাহুল তাকে দেখে ভেবেছিল, "কি ভদ্র ও সংযত মেয়ে! নিশ্চয়ই সংসার খুব সহজ আর শান্তিপূর্ণ হবে।"

কিন্তু রাহুল জানতো না, অরণী আদৌ সাধারণ কেউ না। প্রথম কিছুদিন সে খুবই চুপচাপ থাকত, কিন্তু ধীরে ধীরে তার ভিন্ন এক রূপ প্রকাশ পেতে শুরু করল। সে ছিল আত্মবিশ্বাসী, চিন্তাশীল, এবং সাহসী। রাহুল অবাক হয়ে লক্ষ্য করল, অরণী অনেক বিষয়ে তার চেয়ে বেশি জানে—রাজনীতি, সমাজনীতি, প্রযুক্তি এমনকি ব্যবসা নিয়েও তার বিশদ জ্ঞান।

একদিন রাহুল অফিস থেকে ফিরে এসে দেখে, অরণী ল্যাপটপে বসে একটি লাইভ সেমিনারে কথা বলছে। পাশে লেখা—"উদ্যোক্তা নারীদের জন্য অনলাইন ট্রেনিং সেশন।" রাহুল চমকে উঠল। সে তো জানত অরণী শুধুই একজন গৃহিণী, কিন্তু এখন বুঝতে পারল সে একজন উদ্যোক্তা, এবং বেশ নামকরা।

রাতের খাবারের সময় সে জিজ্ঞেস করল, "তুমি এসব আগে কিছু বলোনি কেন?"
অরণী মৃদু হেসে বলল, "কারণ তুমি তখন প্রস্তুত ছিলে না জানার জন্য। আমি চেয়েছিলাম, তুমি আমাকে শুধুমাত্র আমার চেহারার বা নরম ব্যবহার দেখে নয়, আমার কাজ আর আদর্শ দেখে চিনো।"

এরপর রাহুল আরও জানতে পারল, অরণী একটি এনজিও চালায়, যেখানে সে নারী শিক্ষা ও আত্মনির্ভরতার পক্ষে কাজ করে। গ্রামের মেয়েদের অনলাইন দক্ষতা শেখায়, নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করে।

এই সত্য রাহুলের মনে এক অন্যরকম আলোড়ন তোলে। প্রথমে তার মধ্যে হালকা ঈর্ষা জন্মায়, মনে হয় সে পিছিয়ে পড়ছে। কিন্তু অরণীর ব্যবহার, তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা তাকে মুগ্ধ করে। অরণী তাকে কখনো ছোট করেনি, বরং সবসময় তার পাশে থেকেছে, তাকে এগিয়ে যেতে উৎসাহ দিয়েছে।

রাহুল বুঝতে পারে, সে যাকে বিয়ে করেছে, সে একজন অনন্য নারী। হয়তো বাইরে থেকে অরণীকে সাধারণ মনে হয়, কিন্তু ভিতরে সে একজন লড়াকু, শিক্ষিত ও প্রগতিশীল মানুষ।

তারপর থেকে রাহুল ও অরণী একসাথে কাজ করতে শুরু করে—দুজনের স্বপ্ন মিলিয়ে এক নতুন পথ রচনা হয়। রাহুলের চোখে অরণী তখন আর কেবল স্ত্রী নয়, একজন নেতা, বন্ধু, এবং সবচেয়ে বড় কথা, একজন অনুপ্রেরণা।

আর রাহুল মনে মনে হাসে, "আমি তো ভাবতাম আমি তাকে রক্ষা করব, এখন দেখি সে-ই আমাকে পথ দেখাচ্ছে।"

বন্ধুরা এইটি আমার নতুন কাটুন চেনেল । আমাকে সাপোর্ট  করুন। youtube ই গিয়ে search করুন (ট্রেনে প্রথম দেখাতেই প্রেম) ভিডিও...
23/07/2025

বন্ধুরা এইটি আমার নতুন কাটুন চেনেল । আমাকে সাপোর্ট করুন। youtube ই গিয়ে search করুন (ট্রেনে প্রথম দেখাতেই প্রেম) ভিডিও টি দেখুন । এবং সাবস্ক্রাইব করুন। please 🙏🙏🙏

কুতুবশাহী হেরেমের গোপন ইতিহাস | যা আপনি জানেন না | হায়দ্রাবাদ গিয়ে দেখলাম আসল সত্য
09/07/2025

কুতুবশাহী হেরেমের গোপন ইতিহাস | যা আপনি জানেন না | হায়দ্রাবাদ গিয়ে দেখলাম আসল সত্য

বন্ধুর মায়ের সাথে প্রেম
09/07/2025

বন্ধুর মায়ের সাথে প্রেম

সমুদ্রের কিনারে বিধবা নারী ও বাচ্চার আজব কাহিনী
09/07/2025

সমুদ্রের কিনারে বিধবা নারী ও বাচ্চার আজব কাহিনী

৬০ বছরের বুড়োর সাথে ছোট্ট মেয়েটির বিয়ে! তার সাথে এমনটা না হলেও পারত .....
08/07/2025

৬০ বছরের বুড়োর সাথে ছোট্ট মেয়েটির বিয়ে! তার সাথে এমনটা না হলেও পারত .....

কাশ্মীর পন্ডিতদের যেভাবে মারা হয়, আর মহিলাদের করা হয়.....
08/07/2025

কাশ্মীর পন্ডিতদের যেভাবে মারা হয়, আর মহিলাদের করা হয়.....

মুভির লিংক কম্যান্ড বক্স এ......
08/07/2025

মুভির লিংক কম্যান্ড বক্স এ......

জঙ্গি ছিনেমার মুল 😆
29/06/2025

জঙ্গি ছিনেমার মুল 😆

মিথিলাকে কাধে তুলে নিয়ে কোথাই যাচ্ছে স্বপন । উত্তর দিন কম্যান্ড করে
23/06/2025

মিথিলাকে কাধে তুলে নিয়ে কোথাই যাচ্ছে স্বপন । উত্তর দিন কম্যান্ড করে

স্ত্রী হানিমুনে নিয়ন্ত্রণের বাইরে😋😋 Movie
23/06/2025

স্ত্রী হানিমুনে নিয়ন্ত্রণের বাইরে😋😋 Movie

Address

Vill: Boroychara, P. O : Joynogor, P. S: Ishwardi
Pabna
6620

Alerts

Be the first to know and let us send you an email when জিবনের গল্প, Life Story posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category