06/11/2025
আমার আব্বু তার নাতী,নাতনীদের জন্য কিছু উপহার কিনেছে।সেইটা কিছুক্ষণ আগে আমাকে ভিডিও কলে দেখাচ্ছিলো।আমি খেয়াল করলাম,আব্বু যখন উপহার গুলি দেখাচ্ছিলো,খুশিতে আব্বুর চোখ মুখ চকচক করছিলো।দাদু, নানুরা এমনই হয়।নাতী নাতনিদের সর্বোচ্চটা দিয়ে ভালোবাসে।আমার দাদু নানু ও আমাকে খুব ভালোবাসতো।নানুর ভালোবাসাটা দেখার সৌভাগ্য হইছে,কিন্তু দাদু যখন মারা যায়,আমি অনেক ছোট।তবে দাদু নাকি আমাকে যখন আদর করতো,তখন বলতো আমের থেকে আমের কুই মিষ্টি।ইনশাআল্লাহ আমিও একদিন নানুআপু হবো,আর নাতি নাতনিদের অনেক ভালোবাসবো।