Ratul.official

Ratul.official আসসালামু আলাইকুম এটা আমার নতুন পেইজ
সবাই ফলো করবেন��

10/08/2024
08/07/2024

হলুদ জার্সিতে টিকে থাকা বড়ই কঠিন,
চোখের পলকে সময়ের স্রোতে ভেসে গেছে তাঁরা
চাইলে ও হলুদ শিবিরে আর দেখা যাবে না,
যদি ও বিশ্বকাপট্রফি হয়নি ছোঁয়া -তবু ও সেলেসাওদের অন্তরে আজীবন থেকে যাবে মার্সেলো ,ডেভিড লুইজ ও উইলিয়ান,অস্কার ,আর ডগলাস কস্তারা ।💛
অর্ফফম, ইন্জুরি আর সময় তাঁদের থেকে কেঁড়ে নিয়েছে সবচেয়ে বড় আসর বিশ্বমঞ্চের স্বাদ,
সবুজ মাঠের বুকে 2014-2018 বিশ্বকাপে হলুদ জার্সিতে আলো ছড়িয়ে ছিলো তাঁরা ,যদি ও সফলতা ধরা দেয়নি তবে চেষ্টার কমতি ছিল না কোনোদিকেই ,ভাগ্যের নির্মম পরিহাস এটা যে ব্রাজিল দলে চাইলে ও টিকে থাকা কষ্টসাধ্য ,যেখানে প্রজন্ম থেকে প্রজন্মভাবে উঠে আসে কয়েক ঝাঁক সেলেসাওরা ,এই ঝাঁকের ভিড়ে আজ হারিয়ে গেলে কোঁকড়া চুলের অধিকারিরা।কে কখন টিকে থাকে গোল বলে বলা বড়ই কঠিন ,সুবজ ঘাস ও কখন কাকে ত্যাগ করে দেয় সেটা কারো মনে অজানা থেকে যায়,
এইভাবে সময় তোমাদের কে পর করে দেবে ,দীর্ঘশ্বাস তোমাদের বুকে থাকলে ও ভক্তদের মনে থেকে যাবে একটা সফলতার আক্ষেপ"।
আশা করি তরুন প্রজন্ম কে ভালোবেসে আঁকড়ে রাখবে চিরকাল,কারণ এটাই বাস্তব সময়ের সাথে সবাইকে বিদায় নিতে হয়।
প্রিয় দলের জন্য শুভকামনা রইলো
ইনজুরি মুক্ত থাকুক হলুদ শিবিরে। 🇧🇷💞💕

Address

Rajshahi, Bera
Pabna
6680

Alerts

Be the first to know and let us send you an email when Ratul.official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share