Amader adda

Amader adda ɪ'ᴍ Sᴏʀʀʏ ᴀʟʟᴀh😌"-তোমার কাছে সবসময় আমার ʟɪFᴇ নিয়ে অভিযোগ করার জন্য❜

নিজের মতো করে বাঁচো !!কারো কাছে তুমি ন'গণ্য, কারো কাছে জঘ'ন্য, কারো কাছে তার সবটুকুই তুমি! একটা কথা মনে রেখো, গাঁধার নাম...
31/07/2025

নিজের মতো করে বাঁচো !!

কারো কাছে তুমি ন'গণ্য, কারো কাছে জঘ'ন্য, কারো কাছে তার সবটুকুই তুমি! একটা কথা মনে রেখো, গাঁধার নাম ঘোড়া রাখলেও সেটা গাঁধা থেকে যায়। কারো জাজমেন্টে তোমার মূল্য একটুও কমে যাবে না।

কারণ আলুর ব্যাপারী তো আর সোনা চিনবে না! তুমি নেকা তুমি বোকা, তুমি রাগী, তুমি অহংকারী। আসলে এর কোনটাই তুমি নও। তুমি তাদের কাছে সেরকমই যেরকমটা তারা ডিজার্ভ করে।

দিন শেষে তুমি তুমিই! একটু একটু ভালো একটু একটু মন্দ! সবটুকু ভালো হতে গেলে দেখবে সবাই ভালোই আছে, শুধু তুমি ছাড়া!

20/07/2025

আজকের কিছু সুন্দর ঘটনা,,,

আজকে পাবনা থেকে দাদি বাড়ির উদ্দেশ্য রওনা দিলাম গ্রাম চান্দাই। চান্দাই মোড়ে বড় ফুফুর বাসায় জায় প্রথমে সেখানে কিছু টা সময় ফুফাতো বোন সহ তার চাচতো বোনদের কাটালাম।সেখান থেকে বিকেলে ফুফাতো বোনের সাথে দাদি বাসায় গেলাম। সেখান কিছুটা সময় কাটানো পড়ে মেজো ফুফুর বাসায় দিকে রওনা দিলাম আমরা দুইজন। রাস্তায় দুই বোন গল্প করতে করতে যাচ্ছিলাম। হঠাত রাস্তায় একটা বিড়াল ছানা দেখতে পায়। বিড়াল আমার বরাবরই পছন্দ। বিড়ালটি দেখতেও সুন্দর পরে সেইটা আমি ধরে নিয়ে আছি। পরে হাটতে হাটতে মেজো ফুফুর বাসায় যায়।সেখান সবার সাথে কথা বলে আমাদের পুরান বাসার দিকে রওনা দিলাম বিড়াল ছানা টা আমার কোলে দেখে গ্রামের মানুষ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে ছিলো। পরে পুরান বাড়ির সামনে যেতে চাচতো ভাইদের সাথে দেখা পরে বাসা থেকে 2 টা হাস নিয়ে আসলাম।গ্রামের রাস্তা সন্ধ্যার পরে লোক কম থাকে আমি আব্বু ফুফাতো বোন আর চাচতো ভাই গল্প করতে করতে যাচ্ছিলাম। আমাদের নতুন বাসায় এখন যেতে নৌকা লাগে। বষা পানি চলে আচ্ছে। চাচতো ভাই ফুফাতো বোন আর আমি সন্ধ্যার আকাশ বিল নৌকা চালিয়ে আস্তে অনেক ভালো লাগলো। 😍🥰

কালকে সকালে হাসের মাংস আর ভুনা খিচুড়ি পিক নিক আছে সবার দাওয়াত রইলো 🫣🫣
Highlights Tv

ভুল মানুষের কাছে আবেগ অনুভূতি প্রকাশ করে মনটা তাকে দিলে ঠিক এইভাবে হার্ট এর মধ্যে হিসু করে দিয়ে চলে যাবে😌
04/07/2025

ভুল মানুষের কাছে আবেগ অনুভূতি প্রকাশ করে মনটা তাকে দিলে ঠিক এইভাবে হার্ট এর মধ্যে হিসু করে দিয়ে চলে যাবে😌

01/07/2025

তোমায় নীল আকাশ দেবো না,
তোমায় দেবো মেঘলা আকাশ।
যার থেকে মায়াবন বিহারিণীর সৃষ্টি হয়।

‘আমার সারাটা দিন,
মেঘলা আকাশ, বৃষ্টি,
তোমাকে দিলাম।’

আমি জানি তুমি আসবে,
আসতেই হবে।
আমায় পূর্ণতা দান করতে,
তোমায় আসতেই হবে।

যেদিন তুমি আমার হবে,
সেদিনের আকাশটা মেঘলা থাকবে।
বিকেলে ঝুম বৃষ্টি হবে,
খোলা আকাশের নিচে
ওরা তোমায় আর আমায় মিলিয়ে দেবে,
এক পূর্ণ ভালোবাসার অন্তরালে।

29/06/2025

সে বলে ছিলো যেভাবেই হোক আমাকেই নাকি লাগবে তার, যখন আমি বললাম নিজের করে নিয়ে নাও, তখন-ই সে দূর থেকেও বহু দূরে সরতে থাকলো! ❤️‍🩹

তুমি হরহামেশাই আমায় একা করে দাও! আমার যে একাকিত্বে ভয়! একা হয়ে গেলেই আমি নিজেকে ভালোবাসতে ভুলে যাই৷নিজের প্রতি উদাসীন স্...
29/06/2025

তুমি হরহামেশাই আমায় একা করে দাও!
আমার যে একাকিত্বে ভয়! একা হয়ে গেলেই আমি নিজেকে ভালোবাসতে ভুলে যাই৷

নিজের প্রতি উদাসীন স্বভাবের মানুষ তার ভালোবাসার মানুষটার প্রতি মারাত্মক ভাবে নির্ভরশীল হয়ে যায়৷ আমিও ব্যাতিক্রম নই৷ নিজেকে ভালোবাসতে পারি না বলেই তোমার দ্বারস্থ হই!

তুমি ভালোবেসে আমায় আগলে রাখবে ভেবে নিজেকে ভীষণ সুখী ভাবতে ইচ্ছে করে। অন্তত কারো ভালোবাসা পেয়েছি, এই উপলব্ধি মানুষকে ভয়ংকর সুখানুভূতি দেয়৷ তবে তার চাইতেও বেশি অনুভব আসে, যদি কাউকে ভালোবাসার বিনিময়ে তার থেকেই সমপরিমাণ ভালোবাসা পাওয়া যায়।

তুমি দেদারসে আমাকে এড়িয়ে চলো!
অথচ তোমার এই উদাসীনতা আমাকে চরম ভোগান্তি ফেলে দেয়! আমার একাকিত্বে দারুণ ভয়! তোমার ছেড়ে যাওয়ার সম্ভাবনা দেখে আমি সব মেনে নেই, মেনে নিতে বাধ্য হই।

তুমি হরহামেশা চোখের আড়াল হয়ে যাও!
দীর্ঘদিন যোগাযোগহীনতা, নিয়ম করে কথা না বলা, দেখা না করাও মারাত্মক অবহেলা! আর এই অবহেলা আমায় আরও বেশি যন্ত্রণা দেয়! আমি অবহেলা নিতে পারি না, ভীষণ কষ্ট হয়!

আমায় ভালোবাসো, যদি আমি নিজেই তা অনুভব করতে না পারি, যদি বুঝতে না পারি, তবে মনকে সান্ত্বনা দিবো কি করে, বলো তো? মানুষ একতরফা ভাবেও তো মানুষকে ভালোবাসে৷ সেটাও অপর পাশের মানুষটা দিব্যি অনুভব করতে পারে৷ অথচ তুমিও আমায় ভালোবাসো, আর সেই ভালোবাসা আমাকে আরও একা করে দেয়!

তুমি হরহামেশাই আমায় একা করে দাও!
একাকিত্ব আমার দারুণ ভয়! আর সেই ভয় থেকেই তোমাকে হারিয়ে ফেলার সম্ভাবনা ক্রমশ বাড়তে থাকে!

29/06/2025

যদি কারো সাথে বন্ধুত্ব শেষ হয়ে যায়, তবে তার গোপন কথাগুলো গোপন রেখো! এটা একটি আমানত।🖤

🎂🎂
28/06/2025

🎂🎂

💖💖
26/06/2025

💖💖

20/06/2025

ভেঙে যাওয়া মানেই শেষ হয়ে যাওয়া নয়!
কেউ আপনাকে ভেঙে রেখে চলে গেছে মানে
আপনার জীবন থেমে যায়নি! নিজেকে এমনভাবে তৈরি করেন, যেনো আপনাকে ফেলে যাওয়া
মানুষটা আজীবন হারানোর আফসোস করে!🫰❣️

আমার কাছে এটি এখন সহজ !🖤💖
20/06/2025

আমার কাছে এটি এখন সহজ !🖤💖

হাতের মুঠোয় তুমি থাকো, তবে তোমায় ধরতে পারি না! তুমি নাকি আমার খুব কাছেই থাকো? তবে কেন তোমায় চাইলেও ছুঁতে পারি না?তবে এ ক...
18/06/2025

হাতের মুঠোয় তুমি থাকো, তবে তোমায় ধরতে পারি না! তুমি নাকি আমার খুব কাছেই থাকো? তবে কেন তোমায় চাইলেও ছুঁতে পারি না?

তবে এ কি কেবলই সান্ত্বনা নয়? মনকে মিছে বোঝানোর চেষ্টা করা নয়?

তুমি আর তোমার বাস্তবতা, আমায় আর ভালো থাকতে দিচ্ছে কই? জানি, সবকিছু জেনেই এ বাঁধনে বেঁধেছি হৃদয়।

তবুও তখন তো তুমি এভাবে দূরে থাকোনি? শুরুটা যেমন ছিল, চাইলে কি শেষটা এমন হতে পারতো না? পারতে না, আমায় তোমার বুকের আষ্টেপৃষ্টে জড়িয়ে রাখতে?

তুমি নাকি শুধুই আমার, তবে অন্য কেউ তোমায় ছোঁয়ার দুঃসাহস দেখায় কি করে?

মানুষ তার ভালোবাসার মানুষটাকে বলে, " শরীর যার হোক,মনটা শুধু তোমার "। যেখানে তোমাকেই পাইনা, সেখানে মন দিয়ে আমি করবোই বা কি?

আমি তোমায় চেয়েছি মানে, তোমার পুরোটাই আমার লাগবে। তার মানে এই নয় যে, শরীর একজনের আর মন আমার।

হাতের মুঠোয় তুমি থাকো, তবে সময় মতো ঠিকই আড়ালে চলে যাও। হাত ফসকে গিয়ে অন্য কারো মন ঠিকই রাখো। চোখ থেকে দূরে সরে গিয়ে আস্তে আস্তে হৃদয় থেকেও যে বের হয়ে যাবে একদিন!

আর তাতে তোমার বিন্দুমাত্র আফসোস থাকবে না, জানি। আশেপাশে এত ভালোবাসার মানুষ থাকলে, একজন না থাকাটা কোনো বিষয় নয়।

আকাশে এতশত নক্ষত্রের মাঝে, দু'একটি নক্ষত্র খসে পড়লেই কি আকাশ শোক করে? গাছে এতশত পাতা থাকতে, দু-একটি পাতা ঝরে গেলেই কি গাছ ব্যথায় কাতর হয়???

Address

Rajapur, Pabna
Pabna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amader adda posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share