18/06/2025
হাতের মুঠোয় তুমি থাকো, তবে তোমায় ধরতে পারি না! তুমি নাকি আমার খুব কাছেই থাকো? তবে কেন তোমায় চাইলেও ছুঁতে পারি না?
তবে এ কি কেবলই সান্ত্বনা নয়? মনকে মিছে বোঝানোর চেষ্টা করা নয়?
তুমি আর তোমার বাস্তবতা, আমায় আর ভালো থাকতে দিচ্ছে কই? জানি, সবকিছু জেনেই এ বাঁধনে বেঁধেছি হৃদয়।
তবুও তখন তো তুমি এভাবে দূরে থাকোনি? শুরুটা যেমন ছিল, চাইলে কি শেষটা এমন হতে পারতো না? পারতে না, আমায় তোমার বুকের আষ্টেপৃষ্টে জড়িয়ে রাখতে?
তুমি নাকি শুধুই আমার, তবে অন্য কেউ তোমায় ছোঁয়ার দুঃসাহস দেখায় কি করে?
মানুষ তার ভালোবাসার মানুষটাকে বলে, " শরীর যার হোক,মনটা শুধু তোমার "। যেখানে তোমাকেই পাইনা, সেখানে মন দিয়ে আমি করবোই বা কি?
আমি তোমায় চেয়েছি মানে, তোমার পুরোটাই আমার লাগবে। তার মানে এই নয় যে, শরীর একজনের আর মন আমার।
হাতের মুঠোয় তুমি থাকো, তবে সময় মতো ঠিকই আড়ালে চলে যাও। হাত ফসকে গিয়ে অন্য কারো মন ঠিকই রাখো। চোখ থেকে দূরে সরে গিয়ে আস্তে আস্তে হৃদয় থেকেও যে বের হয়ে যাবে একদিন!
আর তাতে তোমার বিন্দুমাত্র আফসোস থাকবে না, জানি। আশেপাশে এত ভালোবাসার মানুষ থাকলে, একজন না থাকাটা কোনো বিষয় নয়।
আকাশে এতশত নক্ষত্রের মাঝে, দু'একটি নক্ষত্র খসে পড়লেই কি আকাশ শোক করে? গাছে এতশত পাতা থাকতে, দু-একটি পাতা ঝরে গেলেই কি গাছ ব্যথায় কাতর হয়???