
20/01/2025
সিরাজগঞ্জ জেলার কাজিপুরের যমুনা নদীর পূর্বপারের ৬টি ইউনিয়ন নিয়ে "যমুনা" নামে একটি নতুন উপজেলা গঠনের দাবি দীর্ঘদিন ধরে।
এই দাবি শুধু স্থানীয় উন্নয়নের স্বার্থেই নয়, বরং সমগ্র এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন এবং সরকারি সেবার সহজপ্রাপ্তির জন্য অত্যন্ত যৌক্তিক। পূর্ব কাজিপুরের জনগণ দীর্ঘদিন ধরে অবহেলিত। তাদের জীবনমান উন্নয়ন এবং আধুনিক সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে "যমুনা" উপজেলা গঠনের প্রয়োজনীয়তা অপরিহার্য।
"যমুনা" উপজেলা গঠনের মাধ্যমে এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন হবে। স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি, যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নতি সম্ভব হবে। নতুন উপজেলা গঠনের ফলে সরকারি সেবাসমূহ সহজে জনগণের দোরগোড়ায় পৌঁছাবে এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে।
তাই, এই যৌক্তিক দাবিকে বাস্তবায়ন করতে আমাদের সবাইকে একত্রিত হয়ে এগিয়ে আসতে হবে। আসুন, একসঙ্গে এগিয়ে আসি এবং এই দাবিকে শক্তিশালী করি।