Moushumi Mita

Moushumi Mita Hi, I am Moushumi Mita, I Love to Travels and Shopping. Please Follow My Page and Share My Videos with Family and Friends.

10/07/2025

অনেক দিন পর বাসা থেকে বের হলাম। 😊

09/07/2025

বাচ্চার মা'য়েদের প্যারার শেষ নেই, কোথাও ঘুরতে যাওয়ার আগে আমার অবস্থা। 😃😃

সারাদিন বৃষ্টি,,,,, তাই আজ ভাত বাদে অন্যকিছু! 😍😍
08/07/2025

সারাদিন বৃষ্টি,,,,, তাই আজ ভাত বাদে অন্যকিছু! 😍😍

07/07/2025

গ্রামের পরিবেশ আমার অসম্ভব রকম ভালো লাগে, এবার গ্রামে গিয়ে তাল গাছ থেকে অনেক তালকুর পেরে খেলাম সবাই মিলে।

04/07/2025

মাঝে মধ্যে মন টা চায় এই স্বামী নামক বস্তু টা'রে একদম
ছি'রা'লা'ই!!
😃😃

03/07/2025

জীবনে প্রথম বারের মতো এতো মানুষ 25-30 জনের জন্য বিরিয়ানি রান্না করলাম। 😱😱😱

01/07/2025

এই যে সব ভালো মানুষেরা সবাই কেমন আছেন??
😃🤔

27/06/2025

মায়ের চেয়ে মাসির দরদ বেশি,, বাচ্চা অসুস্থ হলে কেউ ঔষধ খাওয়াতে আসবে না কিন্তু অসুখ কেম্নে হলো সেই জবাবদিহিতা তোমাকেই করতে হবে।🥺 কারন তুমি মা,বাচ্চার কোনো সমস্যা হলে সেটা মায়ের দোষ আর বাচ্চার গুন গুলা সব বাবার ক্রেডিট। হায়রে দুনিয়া মেয়েরা যাবে কোথায়!!

দেশে এখনো ভালো মানুষ আছে।🥰আজকে বের হইছিলাম কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে, অটোতে উঠে বাচ্চাকে কোলে নেই আর আমার হাতের পার্স...
25/06/2025

দেশে এখনো ভালো মানুষ আছে।🥰
আজকে বের হইছিলাম কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে, অটোতে উঠে বাচ্চাকে কোলে নেই আর আমার হাতের পার্স টা সিটে রাখি, নেমে যাওয়ার সময় নিয়ে নিবো এই ভেবে কিন্তু নামার সময় আমার আর পার্সটা নেওয়ার কথা মনে ছিলো না,, আমরা একটা দোকানে গিয়ে কিছু কেনাকাটাও করি তাও আমার মনে পরে নাই কারন মেয়েকে নিয়ে ব্যস্ত ছিলাম আর কেনাকাটা করার টাকা তোমাদের ভাইয়াই দিচ্ছিলো।
কিছুক্ষণ পর ওই অটো চালক ভাই টা এসে আমাকে ডাক দিয়ে বলে এটা কী আপনার, তখন আমি তো পুরাই অবাক আরে আমি ব্যাগ টা না নিয়েই এতোক্ষণ ঘুরছি 😱
যদি অন্য কোথাও চলে যেতাম তাহলে ছেলেটা খুজে না পেলে কি যে হতো!!🥺
তার থেকেও বড় কথা ছেলেটা আমার পার্সটা ফেরত দেওয়ার জন্য আবার আমাদের কাছে আসছে, সে চাইলে কিন্তু নিজের কাছে রাখতে পারতো কারণ এই ছোট্ট ব্যাগ টা তে অনেক গুলো টাকা প্লাস আমার ফোন টাও ছিলো। তার সততায় আমি মুগ্ধ☺️
ছেলে টা আসলেই অনেক ভালো,, ভালো মনের মানুষ। আল্লাহ তোমার ভালো করুক ভাই। অনেক অনেক ধন্যবাদ। 😍

মাশা আল্লাহ,, আমাদের কিঊট বাবু 😍 আল্লাহুমা বারিক লা হু। খালামনি হয়েছি অনেক আগেই বাট এই প্রথম ফুপি হলাম, আলহামদুলিল্লাহ। ...
24/06/2025

মাশা আল্লাহ,, আমাদের কিঊট বাবু 😍 আল্লাহুমা বারিক লা হু।
খালামনি হয়েছি অনেক আগেই বাট এই প্রথম ফুপি হলাম, আলহামদুলিল্লাহ। 🥰🥰

24/06/2025

দের বছরের বাবুর জন্য বিকেলের নাস্তা,,চাইলে আপনারাও বানিয়ে খেতে পারেন,খুব মজা এবং হেলদি।

রতনা আম,,😊ছোট বেলায় জানতাম আম দুই প্রকার = টক আম আর মিষ্টি আম। আর বড় হয়ে দেখছি মানুষের নামের থেকেও মনে হয় আমের নাম বেশি।...
20/06/2025

রতনা আম,,😊
ছোট বেলায় জানতাম আম দুই প্রকার = টক আম আর মিষ্টি আম। আর বড় হয়ে দেখছি মানুষের নামের থেকেও মনে হয় আমের নাম বেশি। 😃😃

Address

Pabna
Pabna
3620

Telephone

+8801832172216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Moushumi Mita posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Moushumi Mita:

Share