Lisha' WORLD

Lisha' WORLD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Lisha' WORLD, দাশুরিয়া রোড, Pabna.
(4)

অহংকার নয়, বিনয়ই আমার ব্যক্তিত্বের পরিচয়।


আসসালামু আলাইকুম। আমার ছোট্ট পরিবারটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই। আশা করছি আপনারও আমাকে এগিয়ে যেতে সহায়তা করবেন। ধন্যবাদ।

জীবনের শেষ পর্যায়ে এসে মনে হবে, এক হাত জমির জন্য আত্মীয়-স্বজনের সঙ্গে ঝগড়া করাটা ছিল ভুল।ক্ষমতার দাপট দেখিয়ে দুর্বল ভ...
28/09/2025

জীবনের শেষ পর্যায়ে এসে মনে হবে, এক হাত জমির জন্য আত্মীয়-স্বজনের সঙ্গে ঝগড়া করাটা ছিল ভুল।

ক্ষমতার দাপট দেখিয়ে দুর্বল ভাইকে বা বোনকে বঞ্চিত করাটা ছিল ভুল।

ওপরে ওঠার সিঁড়ি তৈরি করতে গিয়ে রক্তের সাথে প্রতারণা করাটা ছিল ভুল।

দিনের পর দিন মানুষকে অকারণে কষ্ট দেওয়াটা ছিল ভুল।

জীবনের শেষ বেলায় এসে মনে হবে, কিছু কিছু বিষয়ে ছাড় দিলে জীবনটা আজ অন্যরকম হতে পারত।

অনেক টাকা রোজগার করতে না পারল বা একা বিশাল একটা বাড়ির মালিক না হলে জীবনে খুব একটা ক্ষতি হয় না।

টাকা দিয়ে সুখ কেনা যায় না আর অন্যকে বঞ্চিত করে ভালো থাকা যায় না।

জীবনের শেষ প্রান্তে এসে মনে হবে, মানুষের দোয়া এবং আশীর্বাদই সবচেয়ে মূল্যবান সম্পদ যেটা আমি অর্জন করতে পারিনি।

লোকের শ্রদ্ধা আর ভালোবাসা না পাওয়াটাই হবে জীবনের সবচাইতে বড় আফসোস।

অন্তিম লগ্নে এসে কষ্ট ছাড়া একটি স্বাভাবিক মৃত্যুই হবে জীবনের শেষ চাওয়া।

মৃত্যুশয্যায় শ্বাসকষ্টের মাঝে আটকে থাকা জীবন প্রদীপ নিভে যাওয়া দেখতে দেখতে মনে হবে, মানুষের অভিশাপ কুড়ানোটাই ছিল এই জীবনের সবচেয়ে বড় ভুল!

ভেবে দেখলাম আমি নিজেও একজন ইউনুস। 🙂🙂🙂🙂লাইফে কে আসলো?  কে গেল?  কে বাঁশ খাইলো—কিছুতেই কিছু আর যায় আসে না।🥱🥱🥱🥱          Li...
27/09/2025

ভেবে দেখলাম আমি নিজেও একজন

ইউনুস। 🙂🙂🙂🙂

লাইফে কে আসলো?
কে গেল?

কে বাঁশ খাইলো—কিছুতেই কিছু আর যায় আসে না।🥱🥱🥱🥱
Lisha' WORLD

💐💐💐💐আলো ভালোবাসে সবাই কিন্তু ছায়ার মতো পাশে থাকা মানুষ, খুব কমই হয়।🙂🙂🙂🙂🙂সবাইকে জুম্মা মোবারক। Lisha' WORLD
26/09/2025

💐💐💐💐আলো ভালোবাসে সবাই

কিন্তু ছায়ার মতো পাশে থাকা মানুষ,

খুব কমই হয়।🙂🙂🙂🙂🙂

সবাইকে জুম্মা মোবারক। Lisha' WORLD

ভালোবাসি ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️নিজেকে। কারন আমার চলার পথ কখনও সহজ ছিল না, হবেও না। 🌵🌵🌵🌵🌵হাজারো ঝড়ঝাপটা পেরিয়ে হাসি মুখে এখনো ঠ...
23/09/2025

ভালোবাসি ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

নিজেকে। কারন আমার চলার পথ কখনও সহজ ছিল না, হবেও না। 🌵🌵🌵🌵🌵

হাজারো ঝড়ঝাপটা পেরিয়ে হাসি মুখে এখনো ঠিক আছি। আলহামদুলিল্লাহ এটাই আমি। 🌹🌹🌹🌹
Lisha' WORLD

গতকাল একজন ইনবক্সে নক দিয়ছিল----কেমন আছেন আপু ? কোনো খোঁজ খবর নাই। আপনার কোনো পোস্ট দেখতে পাচ্ছি না আজ কয়েক দিন। ঠিক আছে...
23/09/2025

গতকাল একজন ইনবক্সে নক দিয়ছিল----

কেমন আছেন আপু ? কোনো খোঁজ খবর নাই। আপনার কোনো পোস্ট দেখতে পাচ্ছি না আজ কয়েক দিন। ঠিক আছেন তো????
রিপ্লাই দিলাম ---
আলহামদুলিল্লাহ ভালো আছি।

তখন সে বলল --- ও আচ্ছা। আপনার বয়সের অনেকেই তো দেখছি হুটহাট সাত আসমান উপরে ডেলিভারি হয়ে যায়। তাই ভাবলাম আপনি আবার????

বোঝেন অবস্থা 🙄🙄🙄। খুশি হয়েছিলাম আমার খোঁজ খবর নেয়। কতটা ভালোবাসে আমাকে 🥰🥰🥰। এহন দেহি 🙄🙄🙄 আমার চল্লিশার দাওয়াত খুঁজে 😏😏🥹🥹🥹🤣🤣🤣🤣।

জীবনে এতোবার ভে*ঙে পরতে হবে 😔😔😔😔,আগে যদি জানতাম, তাহলে 😒😒😒হরলিক্স না খেয়ে...... শাহ্ সিমেন্ট খেয়ে নিতাম। 😏😏😏😏
22/09/2025

জীবনে এতোবার ভে*ঙে পরতে হবে 😔😔😔😔,
আগে যদি জানতাম, তাহলে 😒😒😒

হরলিক্স না খেয়ে......

শাহ্ সিমেন্ট খেয়ে নিতাম। 😏😏😏😏

আমি নিজেকে প্রতিদিন সকালে মনে করিয়ে দিই,  আজ আমি যা বলব, তা থেকে কিছু শিখব না।আমাকে যদি কিছু শিখতেই হয় তবে, তা শোনার মা...
20/09/2025

আমি নিজেকে প্রতিদিন সকালে মনে করিয়ে দিই,

আজ আমি যা বলব,


তা থেকে কিছু শিখব না।

আমাকে যদি কিছু শিখতেই হয় তবে,

তা শোনার মাধ্যমেই শিখবো। 🌺🌺🌺

– Larry King

18/09/2025

সবাই সবার পাশে থাকি। একসাথে এগিয়ে চলি। 🌹🌹🌹🌹

বুদ্ধিমানের কাছে সময় খুব মূল্যবান, তাই তারা অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করে না।🌹🌹🌹🌹🌹
18/09/2025

বুদ্ধিমানের কাছে সময় খুব মূল্যবান,

তাই তারা অপ্রয়োজনীয় কাজে

সময় নষ্ট করে না।🌹🌹🌹🌹🌹

17/09/2025

গুরুত্বপূর্ণ আলোচনা। চলে আসুন সবাই।

জাতীয় মাছ পুঁটি। 🤣🤣🤣
17/09/2025

জাতীয় মাছ পুঁটি। 🤣🤣🤣

📌📌📌 ক্যাপশন লিখতে গেলেই মনে হয়, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ভাবতে বসলাম।🙂🙂🫣🫣🫣😔😔🤭🤭🤭
17/09/2025

📌📌📌 ক্যাপশন লিখতে গেলেই মনে হয়,

জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ

সিদ্ধান্ত নিয়ে

ভাবতে বসলাম।🙂🙂🫣🫣🫣😔😔🤭🤭🤭

Address

দাশুরিয়া রোড
Pabna

Alerts

Be the first to know and let us send you an email when Lisha' WORLD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share