25/07/2025
আমার ভেতর কেন জানি কোনো ফিউচার প্ল্যান নাই। ভবিষ্যত নিয়ে কোনো টেনশন নাই। আমার এইম ইন লাইফ ছিলো না কখনোই। শুধু মনে হয়; বাইচা আছি; এইটাই তো অনেক। একটা দিন বাইচা থাকি; উপভোগ করি কিংবা চেষ্টা করি সার্ভাইভের। দিন শেষ হইয়া যায়; আরেকটা আসে। এমনেই জীবন যেদিকে নিয়া যাবে; সেদিকেই চোখ বন্ধ কইরা চইলা যাবো।