মুর্শিদাবাদের উজির

মুর্শিদাবাদের উজির জীবনের গল্প সেখানেই শেষ যেখান থেকে শুরু হয়েছিল। তারপরও কত অহংকার আমাদের।
(1)

কতা সত্যি,,,😁😁😁
23/08/2025

কতা সত্যি,,,😁😁😁

23/08/2025

ভিডিওর কেঁপশন কি হবে???���

⚠️ সতর্কতা ⚠️আজকাল বড় মাছ খেতে মনই চায় না। কারণ, আপনি কখনোই জানেন না মাছের ভেতরে কী আছে!ছবিতে দেখুন—একটা সাধারণ মাছ কাটত...
22/08/2025

⚠️ সতর্কতা ⚠️
আজকাল বড় মাছ খেতে মনই চায় না। কারণ, আপনি কখনোই জানেন না মাছের ভেতরে কী আছে!

ছবিতে দেখুন—একটা সাধারণ মাছ কাটতে গিয়ে কী ভয়ঙ্কর জিনিস পাওয়া গেছে। প্রকৃতির খাবারের মধ্যে এরকম অস্বাভাবিক জিনিস পাওয়া সত্যিই ভীতিকর। ভাবুন তো, আমরা যেসব মাছ খাই, সেগুলো কোথা থেকে আসে, কী খায়—তা আমরা জানিই না। বাইরে থেকে মাছ দেখতে স্বাভাবিক হলেও ভেতরে কী লুকিয়ে আছে, সেটা বোঝা অসম্ভব।

মাছ নদী, পুকুর, সমুদ্র যেখানেই থাকুক না কেন, ওরা সবকিছু গিলে ফেলে—প্লাস্টিক, আবর্জনা, এমনকি ভয়ানক জিনিসও। পরে সেগুলোই আমাদের পাতে আসে। এরকম ঘটনা দেখে সত্যিই বড় মাছ খেতে আর ইচ্ছে করে না।

👉 তাই সাবধান থাকুন। মাছ কেনার সময় ভালো করে খেয়াল করুন। সম্ভব হলে ছোট মাছ বা ঘরোয়া উৎস থেকে আনা মাছেই ভরসা রাখুন।

👉 স্বাস্থ্য আগে, স্বাদ পরে।🙂

কিরে শিক্ষিতরা কই তোরা,,পারবি তো,,বাংলা টাইপিং দক্ষতা,🤦‍♂️পারলে এটা টাইপ করে দেখান...?🥱
21/08/2025

কিরে শিক্ষিতরা কই তোরা,,পারবি তো,,
বাংলা টাইপিং দক্ষতা,🤦‍♂️
পারলে এটা টাইপ করে দেখান...?🥱

একটি আত্মকথন,,যেদিন নারকেল গাছটি লাগিয়ে ছিলাম, সেদিনই আমার ছেলেটির জন্ম হয়।জন্মের সময় তার মা মারা যায়। ছেলেটিকে নিয়ে বিড়...
21/08/2025

একটি আত্মকথন,,
যেদিন নারকেল গাছটি লাগিয়ে ছিলাম, সেদিনই আমার ছেলেটির জন্ম হয়।

জন্মের সময় তার মা মারা যায়। ছেলেটিকে নিয়ে বিড়ম্বনায় পড়ে যাই।

সারাক্ষণ তার পেছনে লেগে থাকতে হতো।

একদিন দেখি গাছটি পানির অভাবে মারা যাচ্ছে।

আমার পরিস্কার মনে আছে যখন একটু পানি নিয়ে গাছটির কাছে গেলাম তখনি ছেলেটির কান্নার আওয়াজ কানে আসে।

আমি তড়িঘড়ি করে পানি ফেলে দৌড়ে এসে বাচ্চার মুখে দুধের বোতল তুলে দেই।

আসলে গাছটির উপর সেদিন বড় অবিচার করেছিলাম।

সে ওসব মনে রাখেনি, আজও আমাকে নারকেল দেয়। এক জোড়া নারকেল ১৫০ টাকা বিক্রি করে অনেকটা উপকার পাই।

কিন্তু আদরের দুলালের কাছে এক পয়সাও চাওয়ার সুযোগ পাই না।

কথাগুলো মনে পড়লে গাছটির গোড়ায় বসে মন ভরে কেঁদে নেই।

গাছটিকে জড়িয়ে ধরে চোখটাকে ঘষে মুছে নেই, বলি "নে আজ তোকে বড় মুল্যবান পানি দিলাম।

তুই দোয়া করিস তবুও যেন খোকা সুখে থাকে। কারন আমি তো বাবা"। এমন সন্তান যেন কারো না হয়

এই ভয়ে বিয়ে না করা আমি,,,🥺🥺
21/08/2025

এই ভয়ে বিয়ে না করা আমি,,,🥺🥺

🥺🥺🥺
20/08/2025

🥺🥺🥺

20/08/2025

ইয়ে মানে খাওয়ার পরিমান ইকটু বেশি হয়ে গেছিলো,,,,😁😁😁

তার কথা কি মনে আছে,,,,🥺🥺
19/08/2025

তার কথা কি মনে আছে,,,,🥺🥺

সরি ভুল হয়ে গেছে,,,🤣🤣
19/08/2025

সরি ভুল হয়ে গেছে,,,🤣🤣

চোরে চোরে মাসতুত ভাই,,🤣🤣
18/08/2025

চোরে চোরে মাসতুত ভাই,,🤣🤣

আমারো এমন একটা তুমি চাই,,🥺🥺🥺
17/08/2025

আমারো এমন একটা তুমি চাই,,🥺🥺🥺

Address

Pabna

Website

Alerts

Be the first to know and let us send you an email when মুর্শিদাবাদের উজির posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share