24/06/2025
ট্রেনে ভ্রমণ করেন? তাহলে এই পোস্টটা আপনার জন্য!
ট্রেনে টিকিট পাওয়া কত ঝামেলার কাজ, সেটা সবাই জানি। অনেক সময় দেখা যায়, সরাসরি টিকিট নেই—তবুও হয়তো একটু হিসাব করে নিলে ট্রেনে উঠা যায়। আবার সকাল ৮টায় টিকিট রিলিজ হলে এক ঝটকায় সব উধাও! এই সব সমস্যার সহজ সমাধান দিতে এসেছে কিছু দারুণ ওয়েবসাইট।
১. https://trainseat.onrender.com
এই সাইটে আপনি খুব সহজে দেখতে পারবেন, কোন ট্রেনে কোন স্টেশনের জন্য কতগুলো টিকিট ফাঁকা আছে। ম্যাট্রিক্স টেবিল আকারে সব ইনফরমেশন দেখতে পাবেন—একনজরে বুঝে নিতে পারবেন, আপনার প্রয়োজনের স্টেশনে টিকিট আছে কিনা।
এমনকি, ধরুন আপনার কাঙ্ক্ষিত রুটে সরাসরি টিকিট নেই, এই সাইট বলে দেবে—ভেঙে ভেঙে (অর্থাৎ, একটা অংশে একটা টিকিট, আরেক অংশে আরেকটা) যাওয়া সম্ভব কিনা!
২. https://seat.onrender.com
সকাল ৮টার পরপরই টিকিট খোঁজা শুরু করেন? এই সাইট আপনাকে রিয়েল-টাইম আপডেট দেবে—কোন স্টেশন থেকে কোন টিকিট ছাড়ছে, কোন কোন সিট বুকিং হয়ে গেছে, আর এখনো কোনগুলো ফাঁকা আছে। লাইভ সব তথ্য চোখের সামনে!
৩. ট্রেনের ভাড়া ও সময় জানতে: https://bdrailway.vercel.app/
৪. ট্রেনের ফুল রিপোর্ট দেখতে: https://trainreport.onrender.com
সবচেয়ে ভালো কথা, এই সাইটগুলো বাংলাদেশের বাইরে থেকেও ব্যবহার করা যাবে।
—
©️ নিশাত মাহমুদ
(মূল ক্রেডিট উনাকেই!)