
10/05/2025
ছেলেটা দোকানের এক কোণায় দাঁড়িয়ে ছিলো... চোখে ছিল হাজার স্বপ্ন।
পেছনে শুধু একটা ব্যাগ—আর তার ভেতরে কিছু জামা, কিছু আশা।
মা বলেছিল, “যা বাবা, তুই কিছু একটা কর।”
সে ঢাকা এসেছিলো, হাতের জমানো টাকা দিয়ে ১০টা টি-শার্ট কিনেছিলো।
বিক্রি হয়নি প্রথম দু’দিনে, হাল ছাড়েনি সে।
তৃতীয় দিন একজন বলল—"ভাই, এই কোয়ালিটির মতো কিছু দেখিনি!"
সেই দিন থেকেই শুরু হলো তার নতুন যাত্রা...
আজ সে নিজেই বলে—
"আমি GOR FOR QUALITY বেছে নিয়েছিলাম, কারণ আমি জানতাম… ভালো জিনিস কখনো থামে না।"