01/07/2025
রেনু কিছু কথা ,,,! একটা সামীম পারে তার বউকে বুড়ি বানাতে, আবার একটা সামীই পারে তার বউকে ছুরি বানাতে। প্রতিটা ঘরে মেয়েই চাই,,, তার বাবা মাকে ছেরে । সামী নিয়ে সুখে শান্তিতে থাকতে। সুখ কি সবার কপালে মিলে। রেনু খুব কষ্টে জীবন যাবন করে। এ-ই গল্পে প্রতিটা মেয়ে অথবা ছেলে শিক্ষার কিছু আছে। পুরা গল্প জানেতে হবে। রেনু চাইতো তার সামীম সবার মতো হোক। কিনতু সেটা সে পারিনি। রেনুর মেয়েটা দেখতে দেখতে বেশ বড় হয়ে গেল। স্কুলে ভর্তি করলো। সময়টা যে কোথায় থেকে কোথায় চলে গেলো রেনু বুঝতে পারল না। রেনু কষ্ট দুঃখ আর মুছলো না। মেয়ের মুখের দিকে তাকিয়ে রেনু সব ভুলে থাকে। রেনু মার খেতে খেতে জীবনে যেন আর সয় না। কাউকে কিছু বলতে পারিনি কখনো যেজীবনটা যেন বিষাক্ত হয়ে গেয়েগেছে সে বুঝতে পারিনি রেনু ভাবতো সব সময়,, কি করলে সে এই জীবন থেকে রেহায় পাবে । সামীকে রেনু কখনো অসমান করিনি।রেনু মাঝে মাঝে খারাপ চিনতা করে,, নিজেকে শেষ করে দেবো। সব সময় চিন্তা করতো। রেনুর জীবন কাহিনি জানতে চোখ রাখুন এ-ই পেজে 🥲🥀💔