Pabna News Portal

Pabna News Portal Pabna News Portal is a online portal in Pabna, Bangladesh. Pabna News Portal upload videos about what you wants to see.

11/12/2024

পাবনা সুজানগরে নিজামুদ্দিন আজগর আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেনকে স্থানীয় সন্ত্রাস কর্তৃক মারধর ও লাঞ্ছনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষার্থী ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
বুধবার (১১ ডিসেম্বর )দুপুরে নিজামুদ্দিন আজগর আলী কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সুজানগর বাজার ও উপজেলা চত্বর ঘুরে পৌরসভার সামনে এসে শেষ হয়। শেষে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহবায়ক এবিএম তৌফিক হোসেন আলহাজ্ব,সদস্য সচিব শেখ আব্দুর রউফ, পৌর বিএনপি'র আহবায়ক কামরুল হুদা কামাল বিশ্বাস, সদস্য সচিব জসিম বিশ্বাস,সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুস সালাম মোল্লা সহ কলেজের শিক্ষকবৃন্দ।
বক্তারা অবিলম্বে দোষীদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।


#আজগর আলী ডিগ্রী
#নিজামুদ্দিন আজগর আলী ডিগ্রী কলেজের
#অধ্যক্ষ আলমগীর হোসেন
#সন্ত্রাস কর্তৃক মারধর ও লাঞ্ছনার
#বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ
#সুজানগ

02/10/2024

দীর্ঘদিন পর দেশে ফিরলেন জনপ্রিয় ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারী

30/09/2024

শিক্ষকদের সকল ধরনের বৈষম্য দুর করে প্রাথমিক সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকরা।

07/09/2024

শনিবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর থানা অবস্থান নায় পরে পুলিশ সুপার কার্যালয়ে ও জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে আন্দোলনরত শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা বলেন, জাহিদ ও নিলয়ের লাশ ময়না তদন্তের নামে শহীদ দুই শিক্ষার্থীদের অবমাননা করা হচ্ছে। প্রকাশ্যে হাজার হাজার শিক্ষার্থীদের মাঝে সন্ত্রাসী খুনি সাঈদ শিক্ষার্থীদের উপর নির্মমভাবে গুলি চালিয়েছে এটাই প্রমাণ। তাকে দ্রুত গ্রেফতার করে ফাঁসির কার্যকরের দাবিও জানান তারা।

পরে শিক্ষার্থীদের দাবির মুখে পাবনার নেজারত ডেপুটি কালেক্টর রফিকুল ইসলাম লাশ উত্তোলনের বিষয়টি স্থগিত করেন।

#বৈষম্যবিরোধী
#ছাত্র আন্দোলনে
#নিহত জাহিদ
#নিলয়ে
#লাশ উত্তলন
#শিক্ষার্থীদের বিক্ষোভ
#শহীদ
#পুলিশ সুপার কার্যালয়ে
# জেলা প্রশাসক কার্যালয়ে
#অবস্থান
#বিক্ষোভ মিছিল
#পাবনায়

#

02/09/2024

২০১৬ সালের ৪ ডিসেম্বর মা সালেহা খাতুনকে হাসপাতালে চিকিৎসা করিয়ে বাসায় এসে মাকে সঙ্গে করেই একসাথে খাওয়া-দাওয়া করেন আবদুর গাফফার পিয়াস। খাওয়া-দাওয়া শেষ করেই ভাইকে সহযোগিতা করতে ভাইয়ের দোকানে বসেন। দুপুরে আড়াইটার দিকে কয়েকজন লোক সাদা পোশাকে এসেই তার মোবাইল কেড়ে নেন এবং বাহিরে‌ আসতে বলেন। বাহিরে আসার সঙ্গে সঙ্গেই সাদা মাইক্রোবাসে জোর করে উঠিয়ে নিয়ে যান। এরপর থেকেই নিখোঁজ আব্দুর গাফ্ফার‌ পিয়াস।

৮ বছর ধরে গুমের শিকার আব্দুর গাফ্ফার‌ পিয়াসকে ফেরত চেয়ে সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন পরিবারের সদস্যরা। গুমের শিকার আব্দুর গাফফার পিয়াস পাবনা শহরের লাইব্রেরী বাজারের মৃত হারুনুর রশিদের ছেলে।

পরিবারের সদস্যরা বলেন, সেদিন আমরা থানায় জিডি করতে গিয়েছিলাম কিন্তু থানা পুলিশ আমাদের জিডি নেয়নি। তবে তার পোড়াশোনা, চলাফেরা, ধর্মকর্ম নিয়ে পুলিশ আমাদের নানান সময়ে জিজ্ঞাসাবাদ করেছেন। পিয়াস মাদ্রাসা থেকে পাস করে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ২০১৪ সালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে বিএসসি ভর্তি হওয়ার জন্য চেষ্টা করছিল। সে খুম ধার্মিক ছিল কিন্তু কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। সে যতো অপরাধই করুক না কেন প্রচলিত আইনে তার বিচার হোক কিন্তু আমরা তার খোঁজ চাই।

সংবাদ সম্মেলনে মা সালেহা খাতুন ভাই আব্দুল হালিম, আব্দুল হামিদ, ভাবী সুমাইয়া মিম, শম্পা খাতুন ও সুরাইয়া খাতুনসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

25/08/2024

চাকুরি জাতীয়করণের দাবীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা আজ দুপুরে পাবনায় বিক্ষোভ ও মানববন্ধন সংক্ষিপ্ত সমাবেশ করেছে। আজ রবিবার দুপুরের শহরের আনসার ক্যাম্প থেকে পোষাক পরহিত শতাধিক সদস্য বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পাবনা প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রর্দশন করেন। পরে সংক্ষিপ্ত সমাবেশ করে তার দ্রুত তাদের এক দাবী মেনে নেওয়ার জন্য কতৃপক্ষের প্রতি আহবান জানান।

#আনসার
#গ্রাম প্রতিরক্ষা বাহিনী
#প্রেসক্লাবে
#চাকুরি
#জাতীয়করণের
#একদফা দাবীতে
#মানববন্ধন
#বিক্ষোভ

22/08/2024

হু হু করে ঢুকে পড়ছে বন্যার পানি

17/08/2024

সুজানগর বিএনপি'র আলোচনা সভা ও দোয়া মাহফিল

03/08/2024

পাবনায় বৃষ্টি উপেক্ষা করে আন্দোলনকারীদের বিক্ষোভ সমাবেশ l

02/08/2024

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে শুক্রবার (২ আগস্ট) বাদ জুমা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

18/07/2024

শিক্ষার্থী দের কম্পলিট শার্টডাউন কর্মসূচীর সর্মথনে পাবনার রাজপথ উত্তাল।

কেন্দ্রয়ী কর্মসূচীর অংশ হিসাবে কম্পলিট শার্টডাউনের সর্মথনে পাবনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার ছাত্রছাত্রী আজ দুপুর ১২ টার দিকে পাবনা এর্ডওয়াড কলেজে জড়ো হয়। সে সময় ছাত্রলীগের একটি তাদের অদুরে অবস্হান নেয়। শার্টডাউনের পক্ষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করলে বিরোধী পক্ষের জায়গা থেকে ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। গুলির শব্দ শুনে শিক্ষার্থীরা বিরোধী পক্ষকে ধাওয়া দেয়, ধাওয়া খেয়ে বিরোধী পক্ষ তাদের মোটর সাইকেল রেখে সটকে পরে। সে সময় শিক্ষার্থীরা মোটর সাইকেল গুলি ভাংচুর চালায়। পরে শিক্ষার্থী দের বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক গুলি প্রদিক্ষন করে চলে যায়। শিক্ষার্থীরা চলে যাওয়ার পরে পুলিশ বিজিবির পাহারায় ছাত্রলীগ ও যুবলীগ নৈরাজ্য বিরোধী বিক্ষোভ মিছিল করে।
অন্য দিকে শার্টডাউনের পক্ষে শিক্ষার্থীরা পাবনা বাস টার্মিনাল এলাকায় অবস্হান নিলে পুলিশ কাদানো গ্যাস ও সাউন্ড গ্রেনেড মেরে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে শহরে থমথমে অবস্হা বিরাজ করছে। রাস্তা ঘাট ফাঁকা হয়ে গেছে শহরের অধিকাংশ দোকান পাট বন্ধ রয়েছে ।
#পাবনার উত্তাল
#শিক্ষার্থীরা
#ভাংচুর
#ধাওয়া-পাল্টা ধাওয়া
#কোটা
#বিক্ষুব্ধ
#রাজপথ

31/05/2024

#সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছেন পাবনা সদর উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান সোহেল হাসান শাহীন

Address

Abdul Hamid Road
Pabna
6600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pabna News Portal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pabna News Portal:

Share

Category