Baro Misali Fun

Baro Misali Fun টাকা ছাড়া জীবন অচল,টাকা ছাড়া প্রিয় মানুষগুলোর কাছে অবহেলিত হতে হয়।

02/03/2025
28/02/2025

যেই ফ্যামিলিতে ভাই ভাই মিল আছে তাদের ধ্বংস করার মত ক্ষমতা কারো নেই, সম্মান টাকা পয়সা কিছুর অভাব হয় না তাদের।

A thousand stories in the eyes, unknown thoughts in the mind, the impression of time is written in every line.  Uncle is...
24/02/2025

A thousand stories in the eyes, unknown thoughts in the mind, the impression of time is written in every line. Uncle is 67 years old. He did not marry again because his lover got married to another person. Not much to say, just say love has many forms. In this story city of perfection, he has a lot of inconsistent stories 📖
চোখে হাজার গল্প, মনে অজানা ভাবনা, সময়ের ছাপ যেন প্রতিটি রেখায় লেখা। চাচার বয়স ৬৭ বছর। প্রেমিকার বিয়ে অন্য একজনের সাথে হয়ে যাওয়ায় আর বিয়েই করেননি। বেশি কিছু বলার নেই, শুধু বলবো ভালোবাসার রূপ অনেক। পূর্ণতার এই গল্পের শহরে উনি বড্ড বেমানান গল্পের অধিকারী 📖🥀

#পাগল

24/02/2025

ব্যক্তিত্ব চিরস্থায়ী।
#পাগল

24/02/2025

"মুক্তিযুদ্ধে ধ'র্ষিতা মেয়ের পিতার জায়গায় আমার নাম লিখে দিও আর ঠিকানা দিয়ে দিও ধানমন্ডি ৩২ নম্বর"

বাঙালি এইটা জানে, কিন্তু যেইটা জানে না তা হচ্ছে-

সদ্য স্বাধীন বাংলাদেশে পাক হানাদার ও ভারতীয় হানাদার বাহিনী চলে যাওয়ার পর যখন বাংলাদেশী সেনাবাহিনী দায়িত্ব পালন করছিল, তখন গাজিপুরের এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতার ছেলে মোজাম্মেল এক কিশোরী মেয়েকে খুবলে খুবলে ধ'র্ষণ করে মৃত্যু পথযাত্রী করে‌। তরুণ স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধা সেনাবাহিনীর কাছে এর বিচার নিয়ে যায় ধ'র্ষিতা কিশোরী মেয়েটির বাবা। এর আগে সেই আওয়ামী লীগের নেতার বাড়ি থেকে তাকে মে:রে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।

এই খবর যখন সেনাবাহিনীর কাছে পৌঁছালো তাঁরা জিপ নিয়ে গিয়ে ছিচকে বাটপার মোজাম্মেইল্লাকে এক প:তিতা এলাকা থেকে ধরে এনে সেনা ক্যাম্পে আটক করে বিচারের উদ্যোগ নেয়।

সেই সময় সেনা কমান্ডারের কাছে ফোন আসে সেই কথিত ধানমন্ডি ৩২ নম্বরের ধ'র্ষিতাদের স্বঘোষিত পিতা শেখ মুজিবুর রহমানের ফোন। বলল, "এই তোরা নাকি হকের ছেলেকে নাকি ধরে এনেছিস?" সেনা অফিসার উত্তর দিল -

" জ্বি স্যার একটা কিশোরীকে নির্মমভাবে ধ'র্ষণ করেছে আওয়ামী লীগ নেতার ছেলে। তারপর শ্বা:সরোধ করে হ'ত্যা করেছে। "

-" আচ্ছা ও কিছু না এখন মোজ্জাম্মেলকে ছেড়ে দে। র:ক্ত গরম বয়স কম মাত্র মুক্তিযুদ্ধ শেষ হয়েছে। আর ওর বাপ দলের জন্য অনেক করেছে। ছেড়ে দে।"

-কিন্তু স্যার!

-"আরে বললাম তো ছেড়ে দে। আমি কোনো বাড়াবাড়ি চাই না"!

অগত্যা ছাড়া পেল স্বাধীন বাংলাদেশের প্রথম ধ'র্ষক মোজাম্মেইল্লা ওরফে আ ক ম মোজাম্মেল হক। যাকে হাসিনা সরকার এই বীরত্বের জন্য মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বানিয়ে সম্মানিত করেছিল। তার বাড়িতেই মা'ইর খেয়েছে ছাত্ররা।

Address

Dhaka
Pabna
৬৬০০

Website

Alerts

Be the first to know and let us send you an email when Baro Misali Fun posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share