09/10/2025
আসসালামু আলাইকুম সবাই আশা করছি ভালো আছেন। আমি ভালো নেই, আজ কয়েক দিন হল খুবই অসুস্থ, প্রচুর জ্বর কাশি। এছাড়াও কয়েকদিন আগে আমার ডান হাতের একটা আঙ্গুল কেটে গেছিল সেটা একটু ইনফেকশন এর মত হয়ে গেছিল, সেটার জন্যই কয়েকদিন হল ঔষধ খাচ্ছি, হাতের অবস্থা এখন মোটামুটি ভালো কিন্তু আজ তিনদিন হল প্রচুর জ্বর। সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন দ্রুত সুস্থ হয়ে উঠি। আর আমাকে কেউ ভুল বুঝবেন না, আমি কারো বাড়িতে যেতে পারছি না খুব খারাপ লাগছে। আমার মেয়েকে দিয়ে যতটুকু সম্ভব ততটুকুই করাচ্ছি। বিশেষ করে আগের ভিডিও গুলো আপলোড করছি যেগুলো রেডি করা ছিল। অনেক সময় কিছু কিছু রিপ্লাই কমেন্টও আমার হয়ে মেয়ে করে দিচ্ছে। যাই হোক আমি সুস্থ হয়ে আবারো আগের মত একটিভ হয়ে যাব ইনশাআল্লাহ।