13/06/2025
♨️ নিউজ ♨️
চাঁদে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র গড়ার পরিকল্পনায় রাশিয়া
রাশিয়ার রাষ্ট্রীয় মহাকাশ সংস্থা রসকসমস ঘোষণা করেছে, তারা চাঁদে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা করছে। বৃহৎ পরিসরের চন্দ্র অভিযানের অংশ হিসেবে এই প্রকল্পের কথা জানানো হয়েছে।
রাশিয়া দিবস উপলক্ষে বৃহস্পতিবার টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে রসকসমস প্রধান দিমিত্রি বাকানভ বলেন, "আমরা এমন প্রকল্প তৈরি করছি, যা আমাদের গর্বিত করবে এবং অর্থনৈতিক উন্নয়ন ও জীবনের মানোন্নয়নে ভূমিকা রাখবে।"
তিনি আরও জানান, রাশিয়া ইন্টারনেট গতি ও কাভারেজ বৃদ্ধির জন্য স্যাটেলাইট নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা করছে। পাশাপাশি, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের পরবর্তী বিকল্প হিসেবে একটি নতুন রাশিয়ান কক্ষপথ স্টেশন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
আরোও বিস্তারিত+সোর্স- মুল পোস্টের কমেন্টে
©️etc Nahid