etc Nahid

etc Nahid Follow Me

♨️ নিউজ ♨️পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট এর সিভিল টেকনোলজির ৩য় পর্বের শিক্ষার্থী সাকিন কে তারই ছাত্রাবাস রাফসান ছাত্রাবাসের...
20/06/2025

♨️ নিউজ ♨️

পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট এর সিভিল টেকনোলজির ৩য় পর্বের শিক্ষার্থী সাকিন কে তারই ছাত্রাবাস রাফসান ছাত্রাবাসের তৃতীয় তলায় রুমে আটকে রেখে নির্যাতন করে টাকা টাকার দাবি করে দুর্বৃত্তরা।

বিস্তারিত মুল পোস্টের কমেন্টে -
©️etc Nahid

20/06/2025

আবরার ফারহাদের মতো রুমে আটকে রেখে নির্যাতন করে পাবনা পলিটেকনিক এর ৩য় পর্বের সিভিল টেকনোলজির শিক্ষার্থী সাকিন কে....

ভিডিও - Darpon Tv 24

♨️ নিউজ ♨️ভিডিও কনটেন্টে পরিবর্তন আনছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। পূর্বের আলাদা ভিডিওর পরিবর্তে সব কন্টেন্টই রিলস ফরম...
18/06/2025

♨️ নিউজ ♨️

ভিডিও কনটেন্টে পরিবর্তন আনছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। পূর্বের আলাদা ভিডিওর পরিবর্তে সব কন্টেন্টই রিলস ফরম্যাটে যুক্ত হবে।
এর ফলে আগের মতো ফেসবুকে ভিডিও কন্টেন্টগুলো পাওয়া যাবে রিলসে। এ ছাড়া, রিলে ৯০ সেকেন্ড দৈর্ঘ্যের যে সীমাবদ্ধতা ছিল, সেই সীমাবদ্ধতা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে মেটা।
এর ফলে এখন থেকে আরো দীর্ঘ সময়ের ভিডিও রিল আকারে শেয়ার করতে পারবেন ব্যবহারকারীরা।

আরও বিস্তারিত+সোর্স- মুল পোস্টের কমেন্টে

©️etc Nahid

18/06/2025

জম্বি ভাইরাস...

♨️ নিউজ ♨️ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত আলোচিত ও দর্শকপ্রিয় বাংলা সিনেমা ‘তাণ্ডব’ পাইরেসির মূলহোতা টিপু সুলতানকে গ্রেপ্তার কর...
18/06/2025

♨️ নিউজ ♨️

ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত আলোচিত ও দর্শকপ্রিয় বাংলা সিনেমা ‘তাণ্ডব’ পাইরেসির মূলহোতা টিপু সুলতানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। নোয়াখালী মাইজদি শহর থেকে গতকাল (মঙ্গলবার) বিকেলে তথ্যপ্রযুক্তির সহায়তায় মাইজদীর মোহাম্মদিয়া হোটেলের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার টিপু সুলতান নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পাইরেসির অভিযোগে রাজধানীর বনানী থানায় দায়ের করা কপিরাইট আইনের মামলায় ১ নম্বর আসামি তিনি।
মামলায় অভিযোগ করা হয়, ‘তাণ্ডব’ সিনেমাটি পাইরেসি করে সম্পূর্ণ এইচডি কপি অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়, যার ফলে সিনেমা শিল্পের বিপুল ক্ষতি হয়। মামলার বাদী ছিলেন ছবিটির প্রযোজক শাহরিয়ার করিম ভূঁইয়া ওরফে শাহরিয়ার শাকিল।
বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ উদ্দিন।

©️etc Nahid

এক জন ব্যক্তি আগুনের শিখার মধ্যে থেকে একটি সাপকে পুড়তে দেখে সেটিকে আগুন থেকে মুক্ত করার সিদ্ধান্ত নেয়। তিনি সাপটিকে ধরত...
17/06/2025

এক জন ব্যক্তি আগুনের শিখার মধ্যে থেকে একটি সাপকে পুড়তে দেখে সেটিকে আগুন থেকে মুক্ত করার সিদ্ধান্ত নেয়। তিনি সাপটিকে ধরতে না ধরতেই সাপটি তাকে কামড়ায় ৷
এবং এটি ব্যক্তিটির যন্ত্রণাদায়ক ব্যথার কারণ হয়। ব্যক্তিটি তৎক্ষণাৎ সাপটিকে ফেলে দেয় এবং সাপটি আবার জ্বলন্ত শিখায় পড়ে যায়।
এই মুহুর্তে ব্যক্তিটি চারদিকে তাকাতে গিয়ে একটি ধাতব লাঠি খুঁজে পায় ৷ আগুনের শিখা থেকে সাপটিকে বাঁচাতে তিনি লাঠিটি ব্যবহার করেন ৷
আরেকজন ব্যক্তি, যিনি ঘটনাটি দেখছিলেন তিনি ব্যক্তিটির কাছে এসে তাকে জিজ্ঞাসা করলেন: "এই সাপটি আপনাকে কামড়ালো! আপনি কেন তার জীবন বাঁচানোর চেষ্টা করছেন?"
প্রথম ব্যক্তিটি জবাব দেয়: "সাপের স্বভাব কামড়ানো, তবে এটি আমার স্বভাব পরিবর্তন করবে না,
আর আমার স্বভাব হচ্ছে সাহায্য করা৷"
কারো আঘাতের কারণে আপনার স্বভাবের পরিবর্তন করবেন না। আপনার মনের পবিত্রতাকে হারাবেন না।সাবধানতার সাথে কাজ করতে শিখুন.!❤️

কালেক্টেড

♨️ ব্রেকিং নিউজ ♨️দ্বিতীয়বারের মতো ই*স*রায়েল ইরানের এক শীর্ষ সামরিক কমান্ডারকে হ*ত্যা করেছে!তেহরানের ভেতরে এক বিমান হা...
17/06/2025

♨️ ব্রেকিং নিউজ ♨️

দ্বিতীয়বারের মতো ই*স*রায়েল ইরানের এক শীর্ষ সামরিক কমান্ডারকে হ*ত্যা করেছে!

তেহরানের ভেতরে এক বিমান হামলায়, ইস*রা*য়েলের ড্রোন বা যুদ্ধবিমান আলী সাদমানিকে হ*ত্যা করে। তিনি ছিলেন ইরানের সবচেয়ে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, যিনি আইআরজিসি এবং সেনাবাহিনী দু’টোই পরিচালনা করতেন। তার আগের কমান্ডার আলম আলী রশিদও এক হা*মলায় নি*হত হন। এরপরই সাদমানিকে ওই পদে আনা হয়।

♨️ নিউজ ♨️ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক দিয়ে রাজধানী ঢাকায় যাচ্ছে মানুষ। তবে কোথাও যানজটের সৃষ্টি হয়নি। গত দুই দিনে যম...
16/06/2025

♨️ নিউজ ♨️

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক দিয়ে রাজধানী ঢাকায় যাচ্ছে মানুষ। তবে কোথাও যানজটের সৃষ্টি হয়নি। গত দুই দিনে যমুনা সেতুর ওপর অতিরিক্ত যানবাহনের চাপ, যানবাহন বিকল ও দুর্ঘটনার ফলে যমুনা সেতুর দুই পাশেই যানজট ও ধীরগতিতে ভোগান্তিতে পড়তে হয়েছে ঢাকামুখী মানুষদের। এদিকে যমুনা সেতুতে বেড়েছে টোল আদায়ের পরিমাণ।

যমুনা সেতুতে গত ৬ দিনে সেতুর ওপর দিয়ে মোট ২ লাখ ৪০ হাজার ১৫
২টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১৬ কোটি ৭৯ লাখ ৪৭ হাজার ৩০০ টাকা।

এদিকে যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৪১ হাজার ৯৮৯টি যানবাহন পারাপার করেছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৮ লাখ ২০ হাজার ২০০ টাকা।

সোমবার (১৬ জুন) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ বিষয়টি নিশ্চিত করেছেন।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, শনিবার রাত ১২টা থেকে রোববার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪১ হাজার ৯৮৯টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৯ হাজার ১৮৯টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৬০ লাখ ৫১ হাজার ৭০০ টাকা। অপরদিকে ঢাকাগামী ২২ হাজার ৮০০টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীত টোল আদায় ১ কোটি ৬৭ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন,মহাসড়কে স্বাভাবিক গতিতেই যানবাহন চলাচল করছে।যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘন্টায় ৪২ হাজার যানবাহন পারাপার হয়েছে।টোল আদায় হয়েছে ৩ কোটি ২৮ লাখ টাকা।যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এছাড়া মোটরসাইকেলের জন্য দুই পাশেই দুটি আলাদা বুথ রাখা হয়েছে।

©️etc Nahid

চাঁদের ৪৮টি ভিন্ন রঙ। ছবি তুলতে ১০ বছর সময় লেগেছে.... 📸- সংগৃহীত
15/06/2025

চাঁদের ৪৮টি ভিন্ন রঙ। ছবি তুলতে ১০ বছর সময় লেগেছে.... 📸

- সংগৃহীত

যিনি নিজের স্বপ্নকে বিসর্জন দিয়ে আমাদের স্বপ্ন গড়েন, সেই ব্যাক্তিটি আমাদের বাবা। আজ বিশ্ব বাবা দিবসে পৃথিবীর সকল বাবাদের...
15/06/2025

যিনি নিজের স্বপ্নকে বিসর্জন দিয়ে আমাদের স্বপ্ন গড়েন, সেই ব্যাক্তিটি আমাদের বাবা।
আজ বিশ্ব বাবা দিবসে পৃথিবীর সকল বাবাদের প্রতি ভালোবাসা রইলো, ভালো থাকুক বাবা রা❤️

কখনো নিজের বাবাকে জড়িয়ে ধরে বলতে পেরেছেন?
-তোমায় ভালো বাসি বাবা...

©️etc Nahid

♨️ নিউজ ♨️চাঁদে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র গড়ার পরিকল্পনায় রাশিয়ারাশিয়ার রাষ্ট্রীয় মহাকাশ সংস্থা রসকসমস ঘোষণা করেছে, তারা...
13/06/2025

♨️ নিউজ ♨️

চাঁদে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র গড়ার পরিকল্পনায় রাশিয়া
রাশিয়ার রাষ্ট্রীয় মহাকাশ সংস্থা রসকসমস ঘোষণা করেছে, তারা চাঁদে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা করছে। বৃহৎ পরিসরের চন্দ্র অভিযানের অংশ হিসেবে এই প্রকল্পের কথা জানানো হয়েছে।
রাশিয়া দিবস উপলক্ষে বৃহস্পতিবার টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে রসকসমস প্রধান দিমিত্রি বাকানভ বলেন, "আমরা এমন প্রকল্প তৈরি করছি, যা আমাদের গর্বিত করবে এবং অর্থনৈতিক উন্নয়ন ও জীবনের মানোন্নয়নে ভূমিকা রাখবে।"

তিনি আরও জানান, রাশিয়া ইন্টারনেট গতি ও কাভারেজ বৃদ্ধির জন্য স্যাটেলাইট নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা করছে। পাশাপাশি, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের পরবর্তী বিকল্প হিসেবে একটি নতুন রাশিয়ান কক্ষপথ স্টেশন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

আরোও বিস্তারিত+সোর্স- মুল পোস্টের কমেন্টে

©️etc Nahid

♨️ নিউজ ♨️চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ নিয়ে অধীর অপেক্ষায় রয়েছেন দেশের ১৯ লাখের বেশি শিক্ষার্থী ও তাদে...
12/06/2025

♨️ নিউজ ♨️

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ নিয়ে অধীর অপেক্ষায় রয়েছেন দেশের ১৯ লাখের বেশি শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। যদিও এখনো ফল প্রকাশের নির্দিষ্ট দিন ঘোষণা করা হয়নি, তবে নিয়ম অনুযায়ী ১৩ জুলাইয়ের মধ্যেই ফল প্রকাশের আশ্বাস দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

আরোও বিস্তারিত+সোর্স- কমেন্ট

©️etc Nahid

Address

Katenga, Chatmohar
Pabna
6630

Website

Alerts

Be the first to know and let us send you an email when etc Nahid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share