Palak.

Palak. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Palak., Digital creator, Pabna.

দূরত্ব কেবল একটি শব্দ মাত্র, তুমি থাকো হৃদয়ের সবচেয়ে কাছে।যেমন চাঁদ থাকে আকাশের বুকে, অথচ আলো ছড়িয়ে দেয় সমস্ত ধরণীতে।তেমনি তুমি আছো আমার অনুভূতির প্রতিটি কোণে, দূরে হলেও ভালোবাসার প্রতিটি স্পন্দনে স্পষ্ট হয়ে ওঠো তুমি।❤️🌙

26/11/2025

সবাই সবার পাশে থাকুন হিংসা না করে একে অপরকে সাপোর্ট করেন নতুনদের হেল্প করেন নতুনদের সাথে থাকেন তাদেরকে সাহস দেন।

মাসিক আয় অনুযায়ী শ্রেণী : ১. ০ - ৫,০০০ - মিসকিন২. ৫,০০০ - ১২,০০০- হতদরিদ্র ৩. ১২,০০০ - ২০,০০০- দরিদ্র৪.  ২০,০০০- ৫০,০০০ ...
13/10/2025

মাসিক আয় অনুযায়ী শ্রেণী :
১. ০ - ৫,০০০ - মিসকিন
২. ৫,০০০ - ১২,০০০- হতদরিদ্র
৩. ১২,০০০ - ২০,০০০- দরিদ্র
৪. ২০,০০০- ৫০,০০০ - নিন্মবিত্ত
৫. ৫০,০০০- ৮০,০০০ - নিন্ম মধ্যবিত্ত
৬. ৮০,০০০- ২,০০,০০০- মধ্যবিত্ত
৭. ২,০০,০০০ - ১০,০০,০০০- উচ্চবিত্ত
৮. ১০,০০,০০০ - ১ কোটি - ধনী।
৯. ১ কোটি - ৫০ কোটি -(বিজনেস ম্যাগনেট)
১০. ৫০ কোটি - ২০০ কোটি- শিল্পপতি
১১. ২০০ কোটি - ১ হাজার কোটি- টাইকুন
১২. ১ হাজার কোটি - ১০ হাজার কোটি- রাজ পরিবার
১৩. ১০ হাজার কোটি - ১০ লাখ কোটি - কন্টেন্ট ক্রিয়েটর।

একটি কোম্পানিতে ছিল এক পরিশ্রমী পিঁপড়া।প্রতিদিন সকাল ৯টায় সে অফিসে আসত।কারও সঙ্গে গল্পে সময় নষ্ট না করে, চুপচাপ কাজে লেগ...
13/10/2025

একটি কোম্পানিতে ছিল এক পরিশ্রমী পিঁপড়া।
প্রতিদিন সকাল ৯টায় সে অফিসে আসত।
কারও সঙ্গে গল্পে সময় নষ্ট না করে, চুপচাপ কাজে লেগে যেত।
তার কাজের মান ও পরিমাণ—দু’টোই ছিল অসাধারণ।
কোম্পানির উৎপাদন বেড়ে যেত তার পরিশ্রমে, আর সে নিজেও সুখে-আনন্দে কাজ করত।

অফিসের সিইও সিংহ একদিন অবাক হয়ে ভাবল,
“এই পিঁপড়াটা তো কোনো সুপারভিশন ছাড়াই এত কাজ করছে!
তাহলে যদি ওর ওপর একজন সুপারভাইজার দেওয়া হয়,
তাহলে উৎপাদন তো আরও বাড়বে!”

তাই সিংহ পিঁপড়ার সুপারভাইজার হিসেবে একটি তেলাপোকাকে নিয়োগ দিল।
তেলাপোকাটির বহু বছরের অভিজ্ঞতা ছিল এবং রিপোর্ট লেখায় সে দারুণ দক্ষ।

তেলাপোকা অফিসে এসেই বলল,
“এই অফিসে তো কোনো উপস্থিতি রেজিস্টারই নেই!
একটা অ্যাটেনডেন্স সিস্টেম জরুরি।”
কিছুদিনের মধ্যেই সে বুঝল,
রিপোর্ট তৈরিতে তার একজন সেক্রেটারি দরকার।
তাই সে একটি মাকড়সাকে নিয়োগ দিল,
যে ফোনকল মনিটর করবে, ফাইল সাজাবে, এবং নথিপত্র গুছিয়ে রাখবে।

এদিকে সিংহ বেশ খুশি—
তেলাপোকা প্রতিদিন গ্রাফ, রিপোর্ট আর বিশ্লেষণসহ
অফিসের উৎপাদন নিয়ে আপডেট দিচ্ছে।
সিংহও এসব রিপোর্ট বোর্ড মিটিংয়ে দেখিয়ে বাহবা পাচ্ছে।

কিন্তু কিছুদিন পর তেলাপোকার দরকার হলো
একটা কম্পিউটার, প্রিন্টার, আর আইটি ডিপার্টমেন্ট।
তাই সে মাছিকে আইটি অফিসার হিসেবে নিয়োগ দিল।

এখন পিঁপড়ার জীবন পুরো বদলে গেল।
যে পিঁপড়া আগে আনন্দে গান গাইতে গাইতে কাজ করত,
এখন তাকে সারাক্ষণ ফর্ম পূরণ, রিপোর্ট লেখা,
আর মিটিংয়ে হাজিরা দিতে হয়।
ফলে কাজের সময় কমে গেল, উৎপাদনও নেমে এল।

সিংহ বুঝল, কিছু একটা সমস্যা হচ্ছে।
তাই সে সিদ্ধান্ত নিল, পিঁপড়ার বিভাগকে আলাদা ডিপার্টমেন্ট বানিয়ে
একজন ডিপার্টমেন্ট হেড নিয়োগ দিতে হবে।

এবার প্রধান হিসেবে এলো ঝিঁঝিপোকা।
প্রথম দিনেই সে নিজের জন্য বিলাসবহুল চেয়ার, কার্পেট,
আর সাজানো অফিস অর্ডার দিল।
কিছুদিন পর বলল,
“আমার একটা ব্যক্তিগত সহকারী ও কম্পিউটার দরকার।”
বলেই নিজের আগের অফিসের একজন পুরনো লোককে সহকারী বানাল।

ধীরে ধীরে পিঁপড়ার অফিসের পরিবেশ পাল্টে গেল।
যেখানে আগে হাসি-আনন্দে কাজ হতো,
এখন সেখানে সবাই মুখ গোমড়া করে চুপচাপ কাজ করে।

ঝিঁঝিপোকা সিংহকে বোঝাল,
“কাজের পরিবেশ উন্নয়নের জন্য একটা স্টাডি দরকার।”
সিংহ রাজি হলো এবং বিখ্যাত কনসালট্যান্ট পেঁচাকে নিয়োগ দিল
অফিসের অবস্থা বিশ্লেষণের জন্য।

তিন মাস পর্যবেক্ষণের পর পেঁচা একটি মোটা রিপোর্ট দিল।
তার সারসংক্ষেপ ছিল —
“অফিসে কর্মী প্রয়োজনের তুলনায় বেশি।
উৎপাদন বাড়াতে হলে কর্মী ছাঁটাই করা জরুরি।”

পরের সপ্তাহেই কয়েকজন কর্মী ছাঁটাই করা হলো।
সবচেয়ে প্রথমে বাদ পড়ল সেই পিঁপড়া—
যে একসময় এই অফিসের আসল চালিকাশক্তি ছিল।

পেঁচার রিপোর্টে লেখা ছিল,
“এই কর্মীর মোটিভেশন কমে গেছে,
সে নেতিবাচক আচরণ করছে,
যা অফিসের পরিবেশ নষ্ট করছে।”

03/10/2025

Hello

19/07/2025

কোটা ছিল ধোঁকা,জনগনরে বানাইছে বোঁকা।
মেধা-কোটার দিন শেষ,হাদিয়া আর ডোনেশনের বাংলাদেশ কোটার জায়গায় কোটা রইল,মেধার হইল না জেতা।সোনার বাংলা ধংস কইরা,টোকাই হইল নেতা।

16/06/2025

বিজ্ঞান সব আবিষ্কার করতে পারলেও
বেঈমান চেনার যন্ত্র এখনো আবিষ্কার করতে পারেনি 🥹

Address

Pabna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Palak. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share