Frahim jsr

Frahim jsr Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Frahim jsr, Digital creator, Pabna.

✍আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি
ওয়া বারকাতুহ্।

সন্মানিত/সম্মানিতা
দ্বীনপ্রিয় ধর্মপ্রাণ সকল মুসলমান ভাইবোনদের
পেইজের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা

★রাসুল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
বলেছেন তোমরা প্রচার কর, তা একটি মাত্র আয়াত হোক না কেন!!

ডাকসু নির্বাচনের দিন সংবাদ কাভার করতে গিয়ে ইন্তেকাল করেছেন তরিকুল শিবলী ভাই। তিনি রেখে গেছেন দুই সন্তান। বড় সন্তান আয়াতে...
13/09/2025

ডাকসু নির্বাচনের দিন সংবাদ কাভার করতে গিয়ে ইন্তেকাল করেছেন তরিকুল শিবলী ভাই। তিনি রেখে গেছেন দুই সন্তান। বড় সন্তান আয়াতের বয়স চার বছর এবং ছোট সন্তান আজমীনের বয়স দেড় বছর।

চার বছর বয়সী আয়াত দীর্ঘ আলাপের ফাঁকে আমাকে বলছে—
"আমার বাবাকে আল্লাহ নিয়ে গেছেন এবং আল্লাহ বাবাকে সুন্দর একটা জায়গায় রেখেছেন। যেহেতু বাবা আসবেন না, তাই আমি আমার মা ও ছোট বোন আজমীনের খোঁজখবর রাখবো, আদর করবো।"

অবুঝ শিশুর মুখে এমন ভারি কথা!

আমরা পরিবারের সাথে প্রাথমিক সাক্ষাতে ছোট্ট দুই শিশুর খরচের জন্য ছাত্রশিবিরের পক্ষ থেকে আপাতত দুই লক্ষ টাকা পৌঁছে দিয়েছি। ইনশাআল্লাহ, আমরা সকল প্রয়োজনে সাধ্যমতো পরিবারটির পাশে থাকবো।

বাবা হারানো ছোট্ট শিশুদের জন্য দোয়া চাই।

S M Forhad ( কপি)

Rightly says
12/09/2025

Rightly says

12/09/2025
উন্মাদ পাগলা কুকুর হয়ে গেছে ইসরায়েল।।
12/09/2025

উন্মাদ পাগলা কুকুর হয়ে গেছে ইসরায়েল।।

ফিলিস্তিনের একজন প্রসিদ্ধ  আইনজীবী। গাজায় হামলা আগে ও পরে!!
10/09/2025

ফিলিস্তিনের একজন প্রসিদ্ধ আইনজীবী। গাজায় হামলা আগে ও পরে!!

ইনকিলাব জিন্দাবাদ!!
10/09/2025

ইনকিলাব জিন্দাবাদ!!

ইনকিলাব জিন্দাবাদ ❤️❤️।।
10/09/2025

ইনকিলাব জিন্দাবাদ ❤️❤️।।

এইভাবে রাজনৈতিক উত্তরন ঘটুক!!
10/09/2025

এইভাবে রাজনৈতিক উত্তরন ঘটুক!!

09/09/2025

এবার কাতারের রাজধানী দোহায় ইসরায়েল বিমান হামলা চালিয়েছে!!

ইসরায়েলে বাসে হামলায় নিহত ৫, আহত ২২ইসরায়েলের জেরুজালেম শহরের রামোট জংশনের প্রবেশপথে একটি বাসে হামলার ঘটনা ঘটেছে, এতে অ...
09/09/2025

ইসরায়েলে বাসে হামলায় নিহত ৫, আহত ২২
ইসরায়েলের জেরুজালেম শহরের রামোট জংশনের প্রবেশপথে একটি বাসে হামলার ঘটনা ঘটেছে, এতে অন্তত পাঁচজন নিহত এবং ২২ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার (৮ সেপ্টেম্বর) এই হামলা হয় বলে জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) এ তথ্য জানিয়েছে।

এমডিএ জানিয়েছে যে, বন্দুকধারীরা ৬২ নম্বর বাসে উঠে যাত্রীদের ওপর গুলি চালাতে শুরু করে। পরে হামলায় জড়িত দুইজনকে নিষ্ক্রিয় করা হয়েছে। এই ঘটনার পর জেরুজালেমের ভেতরে এবং বাইরের সব প্রবেশ ও বেরোনোর পথ বন্ধ করে দেওয়া হয়েছে।

এমডিএ-র প্যারামেডিক নাদাভ তাইব বলেন, 'আমরা গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছেছি। যখন আমরা পৌঁছাই, তখন রাস্তায়, রাস্তার পাশে এবং বাস স্টপের কাছে ফুটপাতে অচেতন অবস্থায় মানুষ পড়ে থাকতে দেখেছি। প্রচুর ধ্বংসযজ্ঞ এবং মেঝেতে ভাঙা কাঁচ ছিল। আমরা আহতদের চিকিৎসা প্রদান শুরু করেছি এবং তাদের হাসপাতালে স্থানান্তর অব্যাহত রেখেছি।' ইউনাইটেড হাতজালাহ মেডিকেল টিমও ঘটনাস্থলে বেশ কয়েকজন আহতকে প্রাথমিক চিকিৎসা সহায়তা দিয়েছে।

ইসরায়েলি নিরাপত্তা বাহিনী জানিয়েছে যে, ঘটনাস্থল ঘিরে ফেলা হয়েছে এবং হামলাকারীদের খুঁজে বের করতে ব্যাপক অভিযান চলছে। তবে হামলাকারীরা নিহত হয়েছে নাকি পালিয়ে গেছে, তা এখনো স্পষ্ট নয়। এই খবরটি জেরুজালেম পোস্ট থেকে নেওয়া হয়েছে।

Address

Pabna
6620

Telephone

+8801518392210

Website

Alerts

Be the first to know and let us send you an email when Frahim jsr posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Frahim jsr:

Share