21/08/2025
আটঘরিয়ার একদন্ত বাজারে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ: আহত অন্তত ৭, সশস্ত্র হামলার অভিযোগ
Nurunnobi
Update Time : ০৭:৩২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫ / ১ Time View
আটঘরিয়া প্রতিনিধিঃ
পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত বাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে কথাকাটাকাটির জেরে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষে দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র, লোহার রড, জিআই পাইপ, চাপাতি, রামদাসহ বিভিন্ন মারাত্মক অস্ত্র ব্যবহার করা হয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন – একদন্ত কলেজ পাড়ার মো. আনিসুর রহমান, মো. শিহাব, মো. ওহিদ আলি, মো. সিয়ামসহ আরও কয়েকজন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আওয়ামী লীগের সহযোগী এবং ইয়াবা ব্যবসায়ী হিসেবে পরিচিত কামাল, আলী সরদার, হাসান, নাসের, কিশোর গ্যাং লিডার ও ডেঙ্গার গ্রাম ডিগ্রি কলেজ ছাত্রলীগ সভাপতি সুমন ও আকরামসহ অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনের একটি সশস্ত্র দল পরিকল্পিতভাবে হামলা চালায়।
এ বিষয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুজ্জামান বলেন, “বাজারে মারামারির একটি ঘটনা শুনেছি, সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ✊✊