AdorDaily

AdorDaily যেখানে দিনের ছোট ছোট মুহূর্তগুলো পায় একটু ভালোবাসা আর একটু গল্পের ছোঁয়া। আমার রোজকার জীবন, ভাবনা, আনন্দ আর বাস্তবতা – তোমাদের সাথেই ভাগ করে নিই।”

17/10/2025

শুভ রাত্রী সবাইকে❤️

17/10/2025

সকাল সকালে যতসব আজাইরা ভিডিও সামনে। 😩😣

12/10/2025

কচু বাটা ভর্তা 😋...

ভাবির দেওয়া উপহার। দেখতে যেমন সুন্দর 🥰খেতেও তেমন মজা 😋,, এত পরিমাণ স্পন্স,  সফট, নমনীয় মুখের ভিতর দিলেই মেল্ড হয়ে যায...
10/10/2025

ভাবির দেওয়া উপহার।
দেখতে যেমন সুন্দর 🥰খেতেও তেমন মজা 😋,,
এত পরিমাণ স্পন্স, সফট, নমনীয় মুখের ভিতর দিলেই মেল্ড হয়ে যায়।।

২০২৩ -১০-১১.  বিকেল ৪ টা,  মঙ্গলবার.. আমার কোল আলো করে তুমি এসেছিলে। এই সুন্দর পৃথিবীতে,,, তোমার আলোয় আলোকিত হয়েছিলাম ...
10/10/2025

২০২৩ -১০-১১. বিকেল ৪ টা, মঙ্গলবার..
আমার কোল আলো করে তুমি এসেছিলে।
এই সুন্দর পৃথিবীতে,,, তোমার আলোয়
আলোকিত হয়েছিলাম আমি,,,
এবং তোমার পরিবারের সবাই।
তুমি আমাদের কাছে অমূল্য সম্পদ।
মহান আল্লাহ তায়ালার কাছে,,,
আমার চাওয়া তুমি যেনো মানুষের মতো মানুষ হতে পারো।
তোমার দ্বারা কখনো যেন কেউ আঘাত, বা কষ্ট না পায়। তোমার দ্বারা কখনো কেউ ক্ষতিগ্রস্ত না হোক। আমার যতটুকু সাধ্য আমি তোমাকে কখনো অযথা,
অকারনে কোন কষ্ট দেওয়া কথা বলবো না,
কিন্তু তোমারও দায়িত্ব তুমি যেন আমার সকল কথাগুলো বোঝার চেষ্টা করো। আমি এই বার্তাটা তোমার জন্য
রেখে গেলাম,কারণ মহান আল্লাহ তায়ালা কখন
কাকে কিভাবে এইপৃথিবী থেকে নিয়ে নেবে,
আমরা কেউ জানিনা। আমার অবর্তমানে
তুমি যেন এই কথাগুলো কোথাও অনুভব
করতে পারো সেই জন্য আমি আমার কথাগুলো এখানে তুলে ধরলাম।
পরিশেষে তোমার জন্য গুরুত্বপূর্ণ কথা আমার।। তুমি মানুষের মতন মানুষ হয়েও।
সৎ পথে চলার চেষ্টা করবা,, মিথ্যাকে সব সময়
দূরে রাখবা দেখবা জীবনটা একটু কঠিন হলেও। সেই জীবনে থাকবে স্বস্তি,, কিছু ক্ষেত্রে হয়তো সেই স্বস্তি তুমি অনেক পরে পেতে পারো,, আর তার জন্য লাগবে কঠিন ধৈর্য। যা তোমাকে নিজের ভিতর ছোট থেকে আয়ত্ব করতে হবে।
মহান আলো তালা যেন তোমাকে সব সময় হাসিখুশি রাখেন। ☺️।।।
তোমাকে আমি অনেক ভালবাসি (আমার সোনা বাবা) ❤️❤️❤️।।

Address

Bongram, Ataikula
Pabna
6601

Website

Alerts

Be the first to know and let us send you an email when AdorDaily posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share