দৈনিক পদ্মা

  • Home
  • দৈনিক পদ্মা

দৈনিক পদ্মা . খবর - স্বাস্থ - শিক্ষা - বিবাহ - বেচা কেন?

02/05/2025

আল্লাহ নির্দেশ করলেন, ‘হে আদাম! এ জিনিসগুলোর নাম ফেরেস্তাদের জানিয়ে দাও’। যখন সে এ সকল নাম ফেরেস্তাদের বলে দিল, তখন আল্লাহ বললেন, ‘আমি কি তোমাদেরকে বলিনি যে, নভোমন্ডল ও ভূমন্ডলের অদৃশ্য বস্তু সম্পর্কে আমি নিশ্চিতভাবে অবহিত এবং তোমরা যা প্রকাশ কর ও গোপন কর, আমি তাও অবগত’? - ২ : ৩৩
যখন আমি আল্লাহ, ফেরেশতাদেরকে বললাম, আদামকে সাজদাহ কর, তখন ইবলীস ছাড়া সকলেই সাজদাহ করল, সে অমান্য করল ও অহঙ্কার করল, কাজেই সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। - ২ : ৩৪

#আল্লাহরশিক্ষা #আদাম #ফেরেশতা #ইবলীস #সাজদাহ

আল্লাহ নির্দেশ করলেন, ‘হে আদাম! এ জিনিসগুলোর নাম ফেরেস্তাদের জানিয়ে দাও’। যখন সে এ সকল নাম ফেরেস্তাদের বলে দিল, তখন আল্ল...
02/05/2025

আল্লাহ নির্দেশ করলেন, ‘হে আদাম! এ জিনিসগুলোর নাম ফেরেস্তাদের জানিয়ে দাও’। যখন সে এ সকল নাম ফেরেস্তাদের বলে দিল, তখন আল্লাহ বললেন, ‘আমি কি তোমাদেরকে বলিনি যে, নভোমন্ডল ও ভূমন্ডলের অদৃশ্য বস্তু সম্পর্কে আমি নিশ্চিতভাবে অবহিত এবং তোমরা যা প্রকাশ কর ও গোপন কর, আমি তাও অবগত’? - ২ : ৩৩
যখন আমি আল্লাহ, ফেরেশতাদেরকে বললাম, আদামকে সাজদাহ কর, তখন ইবলীস ছাড়া সকলেই সাজদাহ করল, সে অমান্য করল ও অহঙ্কার করল, কাজেই সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। - ২ : ৩৪

#আল্লাহরশিক্ষা #আদাম #ফেরেশতা #ইবলীস #সাজদাহ

এবং তিনি (আল্লাহ) আদাম (আ.) - কে সকল বস্তুর নাম শিক্ষা দিলেন, তারপর সেগুলো ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন এবং বললেন, ‘এ...
30/04/2025

এবং তিনি (আল্লাহ) আদাম (আ.) - কে সকল বস্তুর নাম শিক্ষা দিলেন, তারপর সেগুলো ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন এবং বললেন, ‘এ বস্তুগুলোর নাম আমাকে বলে দাও, যদি তোমরা (ফেরেশতারা) সত্যবাদী হও’। - ২ : ৩১

তারা (ফেরেশতারা) বলল, ‘ (আল্লাহ) আপনি পবিত্র মহান, আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন, তাছাড়া আমাদের কোন জ্ঞানই নেই, নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়’। - ২ : ৩০

#আল্লাহ #আদামআ #ফেরেশতা #জ্ঞান #প্রজ্ঞা
#সূরা_বাকারাহ #করআন #ইসলাম #আল্লাহর_জ্ঞান #আদম

- চরমোনাই পীর সাহেব ও তার দলের এই রকম প্রচেষ্টা অনেক বার করে আসছেন - এবং অনেক দিন ধরেই অনেক ইসুতে তারা সকল ঘরনার মুসলিম ...
30/04/2025

- চরমোনাই পীর সাহেব ও তার দলের এই রকম প্রচেষ্টা অনেক বার করে আসছেন - এবং অনেক দিন ধরেই অনেক ইসুতে তারা সকল ঘরনার মুসলিম নেতাদের এক করে থাকেন । ইসলাম, দেশ, মানবতার জন্য চরমোনাই পীর সাহেব ও তার দলের প্রচেষ্টা অন্য সকলের চাইতে বেশি দেখতে পাই । আল্লাহ সবাইকে কবুল করুন ।
#চরমোনাই #ইসলাম #মানবতা #মুসলিমঐক্য #আল্লাহকবুলকরুন

পৃথিবীর সবকিছু তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন, তারপর তিনি আকাশের দিকে মনোসংযোগ করেন এবং তা সপ্তাকাশে বিন্যস্ত করেন, তিন...
30/04/2025

পৃথিবীর সবকিছু তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন, তারপর তিনি আকাশের দিকে মনোসংযোগ করেন এবং তা সপ্তাকাশে বিন্যস্ত করেন, তিনি সকল বিষয়ে বিশেষভাবে অবহিত।

২ : ২৯

স্মরণ কর, তোমার প্রতিপালক যখন ফেরেশতাদেরকে বললেন, ‘আমি যমীনে প্রতিনিধি সৃষ্টি করছি’; তারা বলল, ‘আপনি কি সেখানে এমন কাউকেও পয়দা করবেন যে অশান্তি সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে? আমরাই তো আপনার প্রশংসামূলক তাসবীহ পাঠ ও পবিত্রতা ঘোষণা করি’। তিনি বললেন, ‘আমি যা জানি, তোমরা তা জান না’।

২ : ৩০

তোমরা আল্লাহকে কীভাবে অস্বীকার করছ? অথচ তোমরা ছিলে মৃত, অতঃপর আল্লাহ তোমাদেরকে জীবন্ত করেছেন, আবার তোমাদের মৃত্যু ঘটাবেন...
30/04/2025

তোমরা আল্লাহকে কীভাবে অস্বীকার করছ? অথচ তোমরা ছিলে মৃত, অতঃপর আল্লাহ তোমাদেরকে জীবন্ত করেছেন, আবার তোমাদের মৃত্যু ঘটাবেন, তারপর আবার জীবিত করবেন, তারপর আল্লাহর দিকেই তোমরা ফিরে যাবে।
২ : ২৮
#আল্লাহ #বিশ্বাস #জীবন #মৃত্যু #পুনর্জন্ম

আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন। তাদের পথ, যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন। তাদের পথে নয়, যাদের প্রতি আপনার গযব বর্ষি...
29/04/2025

আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন। তাদের পথ, যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন। তাদের পথে নয়, যাদের প্রতি আপনার গযব বর্ষিত হয়েছে, তাদের পথও নয় যারা পথভ্রষ্ট হয়েছে। আমীন!!
১ : ৬ ও ৭
#প্রার্থনা #ধর্ম #আল্লাহরপথ #সরলপথ #ভ্রান্তিনয়

যারা আল্লাহর সঙ্গে সুদৃঢ় অঙ্গীকার করার পর তা ভঙ্গ করে এবং যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখার নির্দেশ আল্লাহ করেছেন, তা ছিন্ন করে ...
29/04/2025

যারা আল্লাহর সঙ্গে সুদৃঢ় অঙ্গীকার করার পর তা ভঙ্গ করে এবং যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখার নির্দেশ আল্লাহ করেছেন, তা ছিন্ন করে এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে, তারাই ক্ষতিগ্রস্ত।
২ - ২৭
#আল্লাহ #অঙ্গীকার #সম্পর্ক #অশান্তি #ক্ষতিগ্রস্ত

29/04/2025
যদি তোমরা না পার ( নতুন আয়াত বানাতে) এবং কক্ষনো পারবেও না, - তাহলে সেই আগুনকে ভয় কর, - যার ইন্ধন হবে মানুষ এবং পাথর, যা ...
29/04/2025

যদি তোমরা না পার ( নতুন আয়াত বানাতে) এবং কক্ষনো পারবেও না, - তাহলে সেই আগুনকে ভয় কর, - যার ইন্ধন হবে মানুষ এবং পাথর, যা প্রস্তুত রয়েছে কাফেরদের জন্য। ২ - ২৪

আমি আমার বান্দাহর প্রতি যা নাযিল করেছি - তাতে তোমাদের কোন সন্দেহ থাকলে -  তোমরা তার মত কোন সূরাহ এনে দাও - আর তোমরা যদি ...
28/04/2025

আমি আমার বান্দাহর প্রতি যা নাযিল করেছি - তাতে তোমাদের কোন সন্দেহ থাকলে - তোমরা তার মত কোন সূরাহ এনে দাও - আর তোমরা যদি সত্যবাদী হও, তবে আল্লাহ ছাড়া তোমাদের সকল সাহায্যকারীকে আহবান কর.....। - ২:২৩

Address


Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক পদ্মা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৈনিক পদ্মা:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share

PABNABD.COM

ধর্ম, বর্ণ, রাজনৈতিক সার্থের বাইরে পাবনাকে এক পারিবারিক বন্ধনে আবদ্ধ করাই পাবনাবিডি.কম এর ইচ্ছা