02/05/2025
আল্লাহ নির্দেশ করলেন, ‘হে আদাম! এ জিনিসগুলোর নাম ফেরেস্তাদের জানিয়ে দাও’। যখন সে এ সকল নাম ফেরেস্তাদের বলে দিল, তখন আল্লাহ বললেন, ‘আমি কি তোমাদেরকে বলিনি যে, নভোমন্ডল ও ভূমন্ডলের অদৃশ্য বস্তু সম্পর্কে আমি নিশ্চিতভাবে অবহিত এবং তোমরা যা প্রকাশ কর ও গোপন কর, আমি তাও অবগত’? - ২ : ৩৩
যখন আমি আল্লাহ, ফেরেশতাদেরকে বললাম, আদামকে সাজদাহ কর, তখন ইবলীস ছাড়া সকলেই সাজদাহ করল, সে অমান্য করল ও অহঙ্কার করল, কাজেই সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। - ২ : ৩৪
#আল্লাহরশিক্ষা #আদাম #ফেরেশতা #ইবলীস #সাজদাহ