Paikgacha Govt. Girls High School

Paikgacha Govt. Girls High School "it's a place of making human"

সকলকে জানাই শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
30/09/2025

সকলকে জানাই শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

স্কুল জীবনের সেই সোনালী দিনগুলো... এই আঙিনায় কেটেছে কত হাসি-কান্না, কত শত গল্প। শিক্ষক শিক্ষিকাদের স্নেহ, বান্ধবীদের সঙ...
29/09/2025

স্কুল জীবনের সেই সোনালী দিনগুলো... এই আঙিনায় কেটেছে কত হাসি-কান্না, কত শত গল্প। শিক্ষক শিক্ষিকাদের স্নেহ, বান্ধবীদের সঙ্গে দুষ্টুমি, আর নতুন কিছু জানার অদম্য আগ্রহ—সবই যেন জীবন্ত!
​এই বালিকা বিদ্যালয় আমাদের শিখিয়েছে শুধু বইয়ের পড়া নয়, শিখিয়েছে জীবনকে ভালোবাসতে। এটি আমাদের হৃদয়ে এক বিশেষ স্থান দখল করে আছে।
​আপনার সেরা স্কুল স্মৃতি কোনটি? কমেন্টে জানান!

 #দেশ_গঠনে_ছাত্রীদের_অবদান১. শিক্ষা ও জ্ঞানচর্চাছাত্রীরা নিজেকে শিক্ষিত করে জাতির অর্ধেক জনগোষ্ঠীকে আলোকিত করছে। উচ্চশিক...
20/09/2025

#দেশ_গঠনে_ছাত্রীদের_অবদান
১. শিক্ষা ও জ্ঞানচর্চা
ছাত্রীরা নিজেকে শিক্ষিত করে জাতির অর্ধেক জনগোষ্ঠীকে আলোকিত করছে। উচ্চশিক্ষায় অংশগ্রহণ করে নতুন জ্ঞান ও গবেষণার মাধ্যমে দেশকে এগিয়ে নিচ্ছে।

২. অর্থনৈতিক উন্নয়ন
ছাত্রীরা পড়াশোনা শেষ করে বিভিন্ন পেশায় কাজ করছে, যা অর্থনীতিতে সরাসরি অবদান রাখছে। নারী উদ্যোক্তা হিসেবে অনেকেই ব্যবসা-বাণিজ্যে অংশ নিচ্ছে।

৩. সামাজিক সংস্কার
কুসংস্কার, বাল্যবিয়ে, নারীর প্রতি বৈষম্য ইত্যাদির বিরুদ্ধে ছাত্রীরা সচেতনতা ছড়াচ্ছে। শিক্ষিত নারী সমাজে ইতিবাচক পরিবর্তন আনে এবং অন্যদেরও শিক্ষা গ্রহণে উৎসাহিত করে।

৪. রাজনীতি ও নেতৃত্ব
ছাত্রীরা সামাজিক ও রাজনৈতিক সংগঠনে অংশ নিয়ে নেতৃত্ব দিচ্ছে। দেশ পরিচালনায় নারী নেতৃত্বের দরজা উন্মুক্ত হচ্ছে, যেমন অনেক দেশেই নারী প্রধানমন্ত্রী বা মন্ত্রী হয়েছেন।

৫. বিজ্ঞান ও প্রযুক্তি
প্রযুক্তি খাতে ছাত্রীরা গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে দেশকে এগিয়ে নিচ্ছে। তথ্যপ্রযুক্তি ব্যবহারে দক্ষ হয়ে “ডিজিটাল বাংলাদেশ” গঠনে অবদান রাখছে।

৬. পরিবার গঠন ও প্রজন্ম তৈরিতে ভূমিকা
শিক্ষিত মায়েরা সচেতন প্রজন্ম গড়ে তোলে, যা দীর্ঘমেয়াদে দেশের মূল শক্তি হয়ে দাঁড়ায়।

19/09/2025

“একজন শিক্ষিত মেয়ে মানে একটি শিক্ষিত পরিবার, আর একটি শিক্ষিত পরিবার মানেই একটি শিক্ষিত সমাজ।“মেয়েদের শিক্ষা শুধু তাদের অধিকার নয়, এটি সমাজের অগ্রগতির মূল চাবিকাঠি।“কন্যাশিশুর হাতে বই তুলে দিন, কলম দিন—তাহলেই সে ভবিষ্যৎ গড়তে পারবে।“মেয়েদের স্বপ্ন সীমাহীন, আর শিক্ষা সেই স্বপ্ন পূরণের সিঁড়ি।“একজন শিক্ষিত মেয়ে হাজারো মানুষকে আলোকিত করতে পারে।”

আলহামদুলিল্লাহ জেলা পর্যায়ে গ্রাফিতি অংকন প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ে পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৩য় স্থান অর...
21/07/2025

আলহামদুলিল্লাহ
জেলা পর্যায়ে গ্রাফিতি অংকন প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ে পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৩য় স্থান অর্জন করায় তাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।

23/05/2025

সস্তির বৃষ্টি

স্কুলের নতুন ভবনে।
22/05/2025

স্কুলের নতুন ভবনে।

এই স্কুলে কে কে পড়েছেন?
22/05/2025

এই স্কুলে কে কে পড়েছেন?

Address

Paikgacha
9280

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00

Telephone

01712289694

Website

Alerts

Be the first to know and let us send you an email when Paikgacha Govt. Girls High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share