সাপ্তাহিক ইতিকথা

  • Home
  • সাপ্তাহিক ইতিকথা

সাপ্তাহিক ইতিকথা this is weekly Newspaper of Bangladesh.

টঙ্গী ফ্লাইওভারে ছিনতাইকারীকে গণপিটুনি
24/09/2025

টঙ্গী ফ্লাইওভারে ছিনতাইকারীকে গণপিটুনি

20/09/2025

আই সি ইউ এর বারান্দা থেকে ফিরে জিতল বাংলাদেশ ✌️

শুকনো গড়নের এই ব্যক্তিকে চিনতে পারছেন তো? ২০১৫/১৬ সালের ফটো এটা। ( পাশে শাইখের ছোট ছেলে আইমান বসা। যে কিনা বাবাকে এক নজ...
08/09/2025

শুকনো গড়নের এই ব্যক্তিকে চিনতে পারছেন তো? ২০১৫/১৬ সালের ফটো এটা। ( পাশে শাইখের ছোট ছেলে আইমান বসা। যে কিনা বাবাকে এক নজর দেখতে এসেছিলো।) কারাগারে আমরা একসাথে একই রুমে থাকতাম। ঐ সময়টাতে প্রতি সপ্তাহে শাইখের ৩-৪ দিন কোর্টে আসতে হতো। কোর্টের প্রস্তুতি হিসেবে সবকিছু গোছগাছ করে দিতাম। সেই সকালে কোর্টে গেলে আসতে আসতে রাত হয়ে যেতো।

কয়েকটা মামলার বিচার একসাথে চলার কারণে তারীখ এমনভাবে পড়তো, বাধ্য হয়েই প্রতি সপ্তাহে বারবার কোর্টে আসতে হতো। আর একেকটা কোর্ট মানে একেকটা কষ্টের দাস্তান। মাসে এক দু'বার কোর্ট হলে তেমন কষ্ট অনুভব হয়না। কিন্তু প্রতি সপ্তাহে ৩-৪ বার কোর্টে যাওয়া কতটা কষ্টের ব্যাপার, তা কল্পনা করাও কঠিন! একটানা চার পাঁচ মাস এভাবে চলেছিলো।

কোর্টে আসতে হলে পায়ে ৩-৪ কেজি ওজনের ডান্ডা বেড়ি, হাতে হাত কড়া পরে আসতে হতো। কোর্টে অবস্থানের পুরোটা সময় এবং কারাগারে ফেরৎ যাওয়া পর্যন্ত সেগুলো পরে থাকতে হতো। আর বেড়ি পরে স্বাভাবিক ভাবে না হাটা যায়, আর না যায় স্বাভাবিক ভাবে বসা। কী যে কষ্ট, সেটা পায়ে বেড়ি না পরলে কখনো বোঝা সম্ভব নয়।

এতো গেলো শারীরিক কষ্টের কথা। কিন্তু আর্থিক? লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছিলো তখন মামলাগুলোর পিছনে।( অংকটা শুনলে চোখ কপালে উঠবে।) যারা মামলা খেয়েছে বা কোর্ট কাচারিতে যাওয়া আসা করে, তারা এটা হাড়ে হাড়ে টের পায়, কী পরিমান টাকা ঢালতে হয় মামলা পরিচালনার পেছনে এবং কী পরিমান হয়রানি হতে হয় কোর্ট কাচারিতে গিয়ে!

শাইখ হারুন ইজহার হাফিজাহুল্লাহর কারাবন্দীদের প্রতি, মাজলুমদের প্রতি এতো দরদ আর এতো দায়িত্ববোধ, এটা এমনি এমনি হয়নি। তিনি সেই ২০১০ থেকে কারাগারে যাওয়া শুরু করেছেন। তখন থেকেই তিনি মাজলুমদের দুঃখ দুর্দশা গুলো স্বচক্ষে অবলোকন করেছেন। তাদের পরিবারের আর্তনাদ গুলো খুব কাছ থেকে দেখেছেন।

শুধু তাই নয়, তিনি নিজেই বারংবার ভুক্তভোগী হয়েছেন তা*গু*তদের দ্বারা। সুতরাং মাজলুমদের চাপা কান্না গুলো বোঝার ক্ষমতা তাঁর খুব ভালো করেই হয়েছে। তাই তিনি পণ করলেন, কারা মুক্ত হয়ে নির্জনে ও নিশ্চুপ হয়ে জীবন-যাপন করবেন না। রিল্যাক্স লাইফ ক্যারি করবেন না। সেইফ জোনে না গিয়ে বরং মাজলুমদের জন্য কিছু করবেন। যেই কাজে উল্লেখযোগ্য কেউ নামেনি, সেই কাজে তিনি সর্বস্ব দিয়ে ঝাঁপিয়ে পড়বেন।

ব্যস, ২০১৬ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে নেমে গেলেন তাদের জন্য এক নাতি দীর্ঘ সংগ্রামে। খেয়ে না খেয়ে দিনরাত পরিশ্রম করা শুরু করলেন তাদের জন্য।মাজলুমদের মুখে হাসি ফোটাতে নিজের হাসি বিক্রি করে দিলেন অবলীলায়। আল্লাহ তায়ালার ইচ্ছায় এই পর্যন্ত শাইখের চেষ্টা প্রচেষ্টায় ১০০০ এরও বেশী মাজলুম কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আর বিভিন্ন শহিদ ও মাজলুমদের পরিবারের দেখভাল করার কথা নাই বলি। সেটা আরেক লম্বা ইতিহাস।

আল্লাহ তায়ালা শাইখকে নিরাপদ ও সুস্থ রাখুক। তাকে দ্বীনের উপর ইস্তিকামাত রাখুক। আমাদের কেও তার সাথে কবুল করে নিক। আমীন। ছবিতে ক্লিক করুন।

✍️মুয়াজ বিন মুরাদ

08/09/2025

অবিলম্বে মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর মৃত্যু রহস্য উন্মোচন এবং রাজনৈতিক প্রতিহিংসায় গ্রেফতার মাওলানা আব্দুল হাফিজকে মুক্তি দিতে হবে
-জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সভাপতি মাওলানা আব্দুর রহিম ইসলামাবাদী, নির্বাহী সভাপতি মাওলানা শহিদুল ইসলাম আনসারী ও মহাসচিব মাওলানা ডঃ গোলাম মহিউদ্দিন ইকরাম আজ এক বিবৃতিতে সুনামগঞ্জের বিশিষ্ট আলেম ও ত্যাগী জমিয়ত নেতা মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর মৃত্যু রহস্য উন্মোচন ও প্রকৃত অপরাধীর গ্রেফতার এবং ফেসবুকের প্রোপাগান্ডায় কোনোরকম প্রমাণ ছাড়াই পুলিশের হাতে আটক সুনামগঞ্জ জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল হাফিজের মুক্তি দাবি করে বলেন, একজন আলেমের মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই মেনে নেয়া যায় না। কিন্তু সেটাকে কেন্দ্র করে কোনোরকম তথ্য-প্রমাণ ছাড়াই নিরীহ আলেমকে আটকের মাধ্যমে মূল ঘটনা ভিন্নখাতে প্রবাহের চক্রান্ত চলছে কিনা এমন প্রশ্ন উঠেছে।
জমিয়ত নেতৃবৃন্দ বলেন, আমাদের জানামতে- বর্তমানে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অপরাধী সনাক্ত ও অপরাধের স্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য বের করার মতো উচ্চপ্রযুক্তির যন্ত্রপাতি রয়েছে। সেগুলোর প্রয়োগে মরহুম মুশতাক আহমদ গাজীনগরীর মোবাইলে সর্বশেষ কাদের সাথে কথা হয়েছে, তার কাছাকাছি কোন কোন মোবাইল নাম্বার ছিল সেগুলো চিহ্নিত করলেই মৃত্যু রহস্য এবং প্রকৃত ঘটনা পরিষ্কার হয়ে যায়।
কিন্তু আমরা দেখছি এমন কোনো কিছু খোলাসা না করেই একজন আলেম সংগঠককে গ্রেফতার এবং জমিয়তের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতাদের বিরুদ্ধে ঘৃণা বিদ্বেষ ও মিথ্যাচারের দুয়ার খুলে দেয়া হয়েছে।
জমিয়ত নির্বাহী সভাপতি অবিলম্বে মাওলানা আব্দুল হাফিজের মুক্তি এবং মরহুম মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর মৃত্যুর কারণ উদঘাটন ও অপরাধীদের আইনের আওতায় আনার আহ্বান জানান।

বার্তা প্রেরক
মুফতি জাকির হোসাইন খান
সাংগঠনিক সম্পাদক

06/09/2025

এটাও একটা জীবন

30/08/2025

সাবেক ডাকসু'র ভিপি নুরুল হক নুর এর উপর হামলার প্রতিবাদে সন্ধ্যায় টিএসসিতে ছাত্র অধিকার পরিষদের বিবৃতি।

20/08/2025

বৃষ্টি স্নাত কাকরাইল মসজিদ ও মাদ্রাসা।

13/08/2025
12/08/2025

আলোচিত আয়নাঘর ও মিথ্যা মামলায় কারাভোগের কিছুটা বিবরণ তুলে ধরেন বিশিষ্ট ইসলামী আলোচক হাফেজ মাওলানা খলিলুর রহমান শাহরিয়ার।

05/08/2025
05/08/2025

শাহবাগ

Address


Alerts

Be the first to know and let us send you an email when সাপ্তাহিক ইতিকথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সাপ্তাহিক ইতিকথা:

  • Want your business to be the top-listed Media Company?

Share