Md Rafiqul Islam

Md Rafiqul Islam আসলামুআলাইকুম আমার প্রফাইলে আপনাকে সাগতম পাশে থাকবেন পাশে পাবেন ১০০%

সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক
06/06/2025

সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক

amader companyr valobashar manus gula
29/05/2025

amader companyr valobashar manus gula

23/05/2025

শুভ সকাল! আল্লাহ আমাদের দিনকে ভালোবাসা, রহমত ও শান্তিতে ভরিয়ে দিন।"

তুমি পড়ে গেলে নিজেই উঠে দাঁড়াতে হবে, কারণ তুমি টাকা নও যে মানুষ তোমাকে উঠাবে!
18/05/2025

তুমি পড়ে গেলে নিজেই উঠে দাঁড়াতে হবে, কারণ তুমি টাকা নও যে মানুষ তোমাকে উঠাবে!

11/05/2025

ভোরের পাখি ডাকছে তোমায়.. চোখটা মেলে দেখ, সকালের মিষ্টি রোদ একটু গায়ে মেখো, আঁধারের পর সূর্যের আলো, দিন টা তোমার কাটুক ভাল।

-শুভ সকাল

জুম্মার দিন মানে রহমত, বরকত ও মাগফিরাতের দিন। সবাইকে জানাই পবিত্রজুম্মা মোবারক
09/05/2025

জুম্মার দিন মানে রহমত, বরকত ও মাগফিরাতের দিন। সবাইকে জানাই পবিত্র

জুম্মা মোবারক

সন্ধ্যার আলোয় মিলিয়ে যায় দিনের সমস্ত ব্যস্ততা, রাতের কাছে সঁপে দিয়ে যাই মনের সব কথা।শুভ সন্ধ্যা
08/05/2025

সন্ধ্যার আলোয় মিলিয়ে যায় দিনের সমস্ত ব্যস্ততা, রাতের কাছে সঁপে দিয়ে যাই মনের সব কথা।শুভ সন্ধ্যা

07/05/2025

আসসালামু আলাইকুম
দেখতে পাচ্ছি,,আমাকে অনেকেই সাপোর্ট করতেছেন আমার নজর কিন্তু আপনাদের উপর আছে, একটা কথা মনে রাখবেন।
শুভ রাত্রি 🌄সবাই সবার পাশে থাকবো ইনশাআল্লাহ

06/05/2025

এই রাতটি সবার জন্য শান্তি আর স্বস্তির হোক। শুভ রাত্রি!

এক কথায় স্বপ্নকে বাস্তবে পরিনত করতে ৪টি জিনিস প্রয়োজন; ইচ্ছা, আত্মবিশ্বাস, সাহস আর নিয়মিত কাজ করা।
05/05/2025

এক কথায় স্বপ্নকে বাস্তবে পরিনত করতে ৪টি জিনিস প্রয়োজন; ইচ্ছা, আত্মবিশ্বাস, সাহস আর নিয়মিত কাজ করা।

14/02/2024
07/02/2023

প্রবাস জীবনের গল্প একটা ব্যর্থ জীবন কথা।

জীবনের তাগিদে আমার দেশ থেকে বিদেশে পারি জমাই। সুখের আশায় একটু ভালো থাকার আশায়।

কিন্তু জীবনে সুখ কিনতে কিনতে প্রবাসীরা জীবনের সুখটা ই যে বিক্রি করে দেয় প্রবাস নামের বাজারে"

অনেক সুখের আশায় পরিবার পরিজন ছেড়ে যেতে হয় প্রবাসে। শুধু আপন জনের মুখে একটু হাসি এনে দিতে। কিন্তু প্রবাসি ভাইরা কি সুখি?

হাজার কষ্টের মাঝে জীবনের সুখ দুঃখ বিসর্জন দিয়ে বছরের পর বছর কাটিয়ে দিতে হয় প্রবাসে। সকাল থেকে রাত পর্যন্ত কাজের তাগিদে ছুটে চলা।
দেশ থেকে আমরা মনে করি কতই না টাকা যেন বিদেশ। কিন্তু সে টাকা টা কতটা কষ্টের বিনিময় যে আসে তা আমরা জানিনা। কতটা রক্ত মাখা ঘামের পর আসে এই টাকা তা এক প্রবাসী ছাড়া বুঝবেনা।
প্রবাসের টাকায় আমরা কত আরাম আয়েশ এ জীবন যাপন করছি । কত দামী গাড়ি বাড়ীতে আমরা থাকছি । কত ভাল খাবার খাইতেছি । সুখের কোন শেষ নাই । কিন্তু কখনো কি ভেবে দেখছি যার পাঠানো টাকা দিয়ে এত সুখ এত আরাম আয়েশ ঐই মানুষ টা কেমন ভাবে জীবন যাপন করছে । আমরা এত দামী বক্স খাটে কম্বল গায়ে পরে এসি রুমে ঘুমাচ্ছি কিন্তু ঐই মানুষটা কি অবস্তায় আছে? সে কি খাইছে কি খায়নি? তার শরীরটা কেমন আছে ?

Address

Panchagarh

Telephone

+8801760805656

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Rafiqul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Rafiqul Islam:

Share